Ajker Patrika

মেসিকে অবসর নিতে দেবেন না আর্জেন্টিনার কোচ!

আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৮: ১৭
মেসিকে অবসর নিতে দেবেন না আর্জেন্টিনার কোচ!

দক্ষিণ আমেরিকা অঞ্চল (কনমেবল) থেকে কাতার বিশ্বকাপ অনেক আগেই নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার ম্যাচগুলো এখন শুধুই নিয়ম রক্ষার। এরপরও প্রতিপক্ষকে ছাড় দিচ্ছে না আলবিসেলেস্তরা।

বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরায় পরশু বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে অপরাজিত থাকার রেকর্ডটিকে ৩০-এ নিয়ে গেছে আর্জেন্টিনা। গোল পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি ও তারকা উইঙ্গার আনহেল দি মারিয়া।

তবে জয় আর গোল ছাপিয়ে আলোচনায় মেসি-দি মারিয়ার অবসর ইঙ্গিত। কাতার বিশ্বকাপের আগে ঘরে মাঠে এটিই ছিল আর্জেন্টিনার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। পরশু ম্যাচ শেষে তাই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেসি ও দি মারিয়া। পরে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জাতীয় দলের জার্সিতে আর নাও দেখা যেতে পারে তাঁদের। 
তবে মেসি-দি মারিয়ারা চাইলেও অবসর নিতে পারবেন না—এমনটিই দাবি লিওনেল স্কালোনির। ২৮ বছর পর আর্জেন্টিনাকে শিরোপার স্বাদ পাইয়ে দেওয়া কোচ জানিয়েছেন, শুধু ২০২২ বিশ্বকাপ নয়, ২০২৬ বিশ্বকাপেও তাঁদের ঘিরে বড় স্বপ্ন দেখছেন তিনি। দুজনকে বড্ড প্রয়োজন তাঁর। তাঁদের অবসরের সিদ্ধান্তটাও তিনিই নিতে চান।

মেসিকে জড়িয়ে আবেগাপ্লুত স্কালোনি। গত বছর কোপা আমেরিকার শিরোপা জয়ের পরস্কালোনির ভাষ্য ‘মিডিয়াকে মেসি কী বলেছে বা দি মারিয়া কী পোস্ট করেছে, জানা নেই। তবে আমি ওদের জানিয়ে দিয়েছি, তোমাদের ছাড়া দল গড়ার কল্পনাও করি না। তোমরা কখন অবসর নেবে, সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। এক টানা অনেক বছর খেলার পর তোমাদের ছেড়ে থাকা কঠিন।’

ভেনেজুয়েলার বিপক্ষে দি মারিয়ার পারফরম্যান্সে মুগ্ধ স্কালোনি, ‘সে এখনো দাপিয়ে খেলছে, গোল ও অ্যাসিস্ট করছে। ওর খেলা দেখা স্বপ্নের মতো। জানি না, ওর মাথায় কী চলছে। যদি এটাই শেষ হয়, তাহলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত