Ajker Patrika

সন্তানসম্ভবা প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন নেইমার

আপডেট : ২২ জুন ২০২৩, ১৩: ৪৪
সন্তানসম্ভবা প্রেমিকার কাছে ক্ষমা চাইলেন নেইমার

চোটের কারণে অনেক দিন ধরেই মাঠে না থাকলেও বাইরের সময়টা বেশ ভালোই কাটছিল নেইমারের। গত এপ্রিলে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি বাবা হওয়ার সুখবর দিয়েছিল তাঁকে। কিন্তু মাঝে কিছুদিন ধরে প্রেমিকার সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর।

এর জন্য অবশ্য হয়তো নিজেই দায়ী নেইমার। ব্রাজিলিয়ান ব্লগার ফার্নান্দা ক্যাম্পোসের সঙ্গে  সম্পর্কে জড়িয়েছেন তিনি। দুজনে মিলে গত ১২ জুন ব্রাজিলিয়ানদের ভালোবাসা দিবসও পালন করেছেন এমনটা দাবি করেছেন ক্যাম্পোস। বিষয়টা জনসম্মুখে আসার পর থেকেই সন্তানসম্ভবা প্রেমিকা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্ক ভালো নেই ব্রাজিলিয়ান তারকার।

এ জন্য বিয়ানকার্দির কাছে ক্ষমা চেয়েছেন নেইমার। ইনস্টাগ্রামে একটি বিশাল খোলা চিঠি লিখেছেন পিএসজি তারকা। তিনি লিখেছেন,‘ ব্রু, এটা তুমি এবং তোমার (বিয়ানকার্দি ও তাঁর সন্তান) পরিবারের জন্য করছি। অযৌক্তিক ন্যায্যতার চেষ্টায়। কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তোমাকে আমাদের জীবনে প্রয়োজন। এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা কষ্ট পেয়েছ। এটাও জানি যে, কতটা আমার পাশে থাকতে চাও। এবং আমিও তোমার পাশে আছি। ভুল করেছি। তোমার সঙ্গে ঠিক কাজটা করিনি।’

নিজের এই ভুলকে মাঠের ভুলের সঙ্গে তুলনা করেছেন নেইমার। ৩১ বছর বয়সী তারকা লিখেছেন, ‘বলতে কোনো অসুবিধা নেই, প্রতিদিনই ভুল করি। মাঠ এবং মাঠের বাইরে। তবে ব্যক্তিগত জীবনের ভুলগুলো ঘরে পরিবার ও বন্ধুদের সঙ্গে সমাধান করি। আর এ সবকিছুই আমার জীবনে বিশেষ মানুষটির জন্য। যে নারীকে নিয়ে স্বপ্ন দেখি, সে আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবারকে পীড়া দিয়েছে, এখন আমার পরিবারকেও। সে মাতৃত্বের এই বিশেষ মুহূর্তে কষ্ট পেয়েছে।’

এর পরেই নেইমার ক্ষমা চেয়ে লিখেছেন,‘ব্রু, ইতিমধ্যেই ভুলের জন্য ক্ষমা চেয়েছি, অপ্রয়োজনীয় ঘটনার জন্য। এখন তা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অপরাধবোধ করছি। যদি কোনো ব্যক্তিগত বিষয় জনসম্মুখে এসে থাকে, তাহলে ক্ষমাপ্রার্থনা প্রকাশ্যেই হওয়া উচিত। তোমাকে ছাড়া কল্পনা করতে পারি না। জানি না সমাধান হবে কি না, তবে চেষ্টা করতে চাই। আমাদের উদ্দেশ্য বিজয়ী হবে, শিশুর প্রতি আমাদের ভালোবাসা জয়ী হবে, একে অপরের প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হবে। সব সময় তোমাকে ভালোবাসি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত