Ajker Patrika

বাফুফেতে সালাহউদ্দিনের চেয়ারে বসতে চান তিনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৫৭
বাফুফেতে সালাহউদ্দিনের চেয়ারে বসতে চান তিনি

বাফুফে নির্বাচন থেকে কাজী সালাউদ্দিনের সরে যাওয়ার ঘোষণা দিতেই জল্পনা-কল্পনা শুরু। কে হচ্ছেন পরবর্তী সভাপতি প্রার্থী? শনিবার বিকেল থেকেই তরফদার রুহুল আমিনের নামটাও শোনা যাচ্ছিল।

শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। রাজধানীর এক হোটেলে আজ বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন তরফদার রুহুল আমিন। জয়ী হতে পারলে ফুটবলের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘আমার লক্ষ্য থাকবে বিগত সভাপতি যা যা করতে পারেননি, সেটা করতে। ফুটবলকে বাণিজ্যিকীকরণ করতে চাই। ধীরে ধীরে দেশের ফুটবল এগিয়ে যাবে, সেটা করতে যেখানে যেখানে হাত দেওয়া দরকার সেটাই করব। যদি জয়ী হতে পারি একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করা শুরু করব।’

২০১৫ সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে ফুটবলের সঙ্গে তরফদার রুহুল আমিনের পথচলা শুরু হয়। তিনিই প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়েন। সেই ক্লাব থেকে জাতীয় ফুটবল দলেও অনেক খেলোয়াড় উঠে আসে। 

তরফদার রুহুল আমিনের অর্থায়নে জেলা-বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন কয়েক বছর খেলা পরিচালনা করে। ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়াও মহানগর ক্লাব পর্যায়েও অনেক অর্থ প্রদান করেছেন এই সংগঠক।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত