কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’
কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
২ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৪ ঘণ্টা আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
৪ ঘণ্টা আগে