Ajker Patrika

গুদামে নষ্ট হচ্ছে মেসির পাঠানো আইসিইউ সরঞ্জাম

গুদামে নষ্ট হচ্ছে মেসির পাঠানো আইসিইউ সরঞ্জাম

ঢাকা: করোনার ছোবলে গত বছর বিপর্যস্ত হয়ে পড়েছিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চাহিদা অনুযায়ী সরঞ্জামাদি না থাকায় অনেকে মারা গেছেন বিনা চিকিৎসায়। স্বদেশের এমন সংকটে পাশে এসে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি। আইসিইউতে সংস্থাপন করতে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড পাঠান ৩২টি দামি চিকিৎসা সরঞ্জামাদি।

সেই ঘটনার ১০ মাস পেরিয়ে গেছে। আর্জেন্টিনাতেও পৌঁছেছে মেসির পাঠানো উপহার। তবে হাসপাতালে নয়, বার্সেলোনা তারকার পাঠানো চিকিৎসা সরঞ্জামাদির জায়গা হয়েছে আর্জেন্টাইন শুল্ক কর্তৃপক্ষের গুদামে। লম্বা সময় সেখানেই পড়ে আছে জীবন বাঁচানো চিকিৎসা সরঞ্জামগুলো।

সংবাদমাধ্যম ইনফোবের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ ফাউন্ডেশনের উপহার হিসেবে গত বছর এই ৩২টি অক্সিজেন তৈরি ও সরবরাহের সরঞ্জামাদিগুলো পাঠান মেসি। তবে প্রয়োজনীয় কাগজপত্র ও শুল্ক পরিশোধ না হওয়ায় সে সব আটকে রেখেছে শুল্ক কর্তৃপক্ষ। এগুলো ছাড়িয়ে নেওয়ার দায়িত্ব ছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের। যে কারণেই হোক, সরঞ্জামগুলো ছাড়িয়ে নিতে পারেনি তারা।

আর্জেন্টিনায় এ বছর আবারও বেড়েছে করোনা সংক্রমণ। বাধ্য হয়ে কোপা আমেরিকার যৌথ স্বাগতিক হতে চায়নি দেশটি। এমন সময়েই আটকে থাকা মেসির সরঞ্জাম আটকে থাকার ঘটনায় তৈরি হয়েছে এন্তার সমালোচনা–বিতর্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত