Ajker Patrika

২২০ কোটি টাকায় বাড়ি কিনলেন রোনালদো

২২০ কোটি টাকায় বাড়ি কিনলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো যেমন তারকা ফুটবলার, তেমনি অনেক সৌখিন মানুষও। বিলাসবহুল গাড়ি-বাড়ির প্রতি অনেক আগ্রহ তাঁর। জন্মভূমি পর্তুগালে তেমনই এক বিলাসবহুল বাড়ি কিনলেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড। 

রোনালদো এবং তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এই বাড়িটি কিনেছেন পর্তুগালের ক্যাসকেইস অঞ্চলে। এই নতুন বাড়িটি কিনতে সিআর সেভেনের খরচ হয়েছে ১১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি ৫৫ লাখ টাকা)। বাড়ির সাজসজ্জা এবং সংস্কারে খরচ হয়েছে আরও ১ কোটি ডলার (১০৮ কোটি ৪৫ লাখ টাকা)। তাতে মোট খরচ পড়েছে ২১ মিলিয়ন মার্কিন ডলার (২২০ কোটি টাকা)। রোনালদোর এই বিলাসবহুল বাড়ির আয়তন ২৭২০ মিটার এবং বাড়িটি মোট তিন তলার। ৫৪৪ বর্গমিটার জায়গা নিয়ে বাড়িটি বানাতে হয়েছে। এই বাড়িতে রয়েছে দৃষ্টিনন্দন বাগান এবং সুইমিংপুল।  

২০২২-২৩ মৌসুমটা মোটেই ভালো যাচ্ছে না রোনালদোর। ইউনাইটেডের জার্সিতে এই মৌসুমে খেলেছেন ১২ ম্যাচ। করেছেন ২ গোল এবং ১ অ্যাসিস্ট। ওল্ড ট্রাফোর্ডের কোচ এরিক টেন হাগের অধীনে নিয়মিত একাদশেও মিলছে না সুযোগ। তাছাড়া শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁর ইউনাইটেডের স্কোয়াড থেকে বাদ পড়ার মতো ঘটনাও ঘটেছে। যত দিন যাচ্ছে, রোনালদোর  ইউনাইটেড ছাড়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। আর পর্তুগালে বাড়ি কেনার পর গুঞ্জন আরও ডালপালা মেলেছে। কে বলতে পারে, হয়তো শেষ বয়সে স্বদেশি কোনো ক্লাবে খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন পর্তুগিজ উইঙ্গার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত