চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ কতটা ভয়ংকর, তা তো অনেকেরই জানা। বিশেষ করে নকআউট রাউন্ডে উঠলে তাদের হারানো বেশ কঠিন হয়ে ওঠে। সেক্ষেত্রে ভেন্যু কোনো ব্যাপার না তাদের কাছে। বায়ার্ন মিউনিখের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ গত রাতে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে বায়ার্নের দাপটই ছিল। তবে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিনের দৃঢ়তায় বায়ার্ন কিছু গোল করতে পারেনি। বায়ার্নের ফিনিশিং দুর্বলতাও ছিল। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান বাড়ায় বায়ার্ন। ৫৩ ও ৫৭ মিনিটে লিরয় সানে ও হ্যারি কেইনের গোলে ২-১ করে নেয় ব্যাভারিয়ানরা। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বায়ার্নই জিততে যাচ্ছে। ম্যাচের ৮৩ মিনিটের সময়ই ঘটে বিপত্তি। নিজেদের ডি বক্সের মধ্যে বায়ার্ন ডিফেন্ডার কিম মিন জি টেনে ধরেন রদ্রিগোকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পেনাল্টি থেকে রিয়ালের সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল ক্ষোভ ঝারেন কিমের ওপর। রিয়ালের দুটি গোলেই বায়ার্ন ডিফেন্ডারের দায় দেখছেন টুখেল। ম্যাচের ২৪ মিনিটে বায়ার্ন রক্ষণভাগকে বোকা বানিয়ে আলতো ছোঁয়ায় পাস দেন টনি ক্রুস। ক্রুসের পাস থেকে গোলটি করেন ভিনি। সাংবাদিকদের বায়ার্ন কোচ বলেন, ‘সে বেশি লোভী হয়ে গিয়েছিল। ভিনিসিয়ুসের প্রথম গোলের সময় সে বেশ এগিয়ে যায়। টনি ক্রুসের পাসের কাছে সে (কিম) ধরা খায়। সে (কিম) বেশি আগ্রাসী হয়ে ওঠে। দ্বিতীয় গোলের সময় দুর্ভাগ্যজনকভাবে হয়েছে আরও এক ভুল। রদ্রিগোকে এমন আগ্রাসীভাবে ডিফেন্ড করা ঠিক হয়নি।’
সান্টিয়াগো বার্নাব্যুতে ৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল। অ্যাওয়ে মাঠে যেখানে ড্র করল রিয়াল, সেখানে রিয়ালকে তাদের মাঠে হারানো একটু কঠিনই যেকোনো দলের জন্য। তবে অতীত ভুলে টুখেল নজর রাখছেন ভবিষ্যতের দিকেই। বায়ার্ন কোচ বলেন, ‘তাদের (রিয়াল) যে গুণসম্পন্ন দল, এমন ভুল করলে অবশ্যই ভুগতে হবে। তবে এমনটা হয়েই থাকে। আমাদের এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ কতটা ভয়ংকর, তা তো অনেকেরই জানা। বিশেষ করে নকআউট রাউন্ডে উঠলে তাদের হারানো বেশ কঠিন হয়ে ওঠে। সেক্ষেত্রে ভেন্যু কোনো ব্যাপার না তাদের কাছে। বায়ার্ন মিউনিখের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ গত রাতে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে বায়ার্নের দাপটই ছিল। তবে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিনের দৃঢ়তায় বায়ার্ন কিছু গোল করতে পারেনি। বায়ার্নের ফিনিশিং দুর্বলতাও ছিল। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান বাড়ায় বায়ার্ন। ৫৩ ও ৫৭ মিনিটে লিরয় সানে ও হ্যারি কেইনের গোলে ২-১ করে নেয় ব্যাভারিয়ানরা। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বায়ার্নই জিততে যাচ্ছে। ম্যাচের ৮৩ মিনিটের সময়ই ঘটে বিপত্তি। নিজেদের ডি বক্সের মধ্যে বায়ার্ন ডিফেন্ডার কিম মিন জি টেনে ধরেন রদ্রিগোকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে পেনাল্টি থেকে রিয়ালের সমতাসূচক গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।
বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেল ক্ষোভ ঝারেন কিমের ওপর। রিয়ালের দুটি গোলেই বায়ার্ন ডিফেন্ডারের দায় দেখছেন টুখেল। ম্যাচের ২৪ মিনিটে বায়ার্ন রক্ষণভাগকে বোকা বানিয়ে আলতো ছোঁয়ায় পাস দেন টনি ক্রুস। ক্রুসের পাস থেকে গোলটি করেন ভিনি। সাংবাদিকদের বায়ার্ন কোচ বলেন, ‘সে বেশি লোভী হয়ে গিয়েছিল। ভিনিসিয়ুসের প্রথম গোলের সময় সে বেশ এগিয়ে যায়। টনি ক্রুসের পাসের কাছে সে (কিম) ধরা খায়। সে (কিম) বেশি আগ্রাসী হয়ে ওঠে। দ্বিতীয় গোলের সময় দুর্ভাগ্যজনকভাবে হয়েছে আরও এক ভুল। রদ্রিগোকে এমন আগ্রাসীভাবে ডিফেন্ড করা ঠিক হয়নি।’
সান্টিয়াগো বার্নাব্যুতে ৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বায়ার্ন ও রিয়াল। অ্যাওয়ে মাঠে যেখানে ড্র করল রিয়াল, সেখানে রিয়ালকে তাদের মাঠে হারানো একটু কঠিনই যেকোনো দলের জন্য। তবে অতীত ভুলে টুখেল নজর রাখছেন ভবিষ্যতের দিকেই। বায়ার্ন কোচ বলেন, ‘তাদের (রিয়াল) যে গুণসম্পন্ন দল, এমন ভুল করলে অবশ্যই ভুগতে হবে। তবে এমনটা হয়েই থাকে। আমাদের এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন:
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১০ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে