Ajker Patrika

মেসির চেয়ে ক্লাব বড়, বললেন বার্সা সভাপতি 

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৬: ০৪
মেসির চেয়ে ক্লাব বড়, বললেন বার্সা সভাপতি 

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির যুগলবন্দী শেষ পর্যন্ত ভেঙেই গেল। নতুন চুক্তি না হওয়ার পেছনে বার্সার দাবি ছিল ‘আর্থিক এবং কাঠামোগত’ প্রতিবন্ধকতা। কিন্তু সে প্রতিবন্ধকতা কেমন তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে আজ এক সংবাদ সম্মেলনে সেই সীমাবদ্ধতাগুলোর কেমন ছিল সে ব্যাখ্যা দিয়েছেন স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। পাশাপাশি মেসির চেয়েও ক্লাবকে অধিক গুরুত্ব দেওযার কথা বলেছেন তিনি।

গতকাল সবার চোখ ছিল বার্সায় মেসির নতুন চুক্তি স্বাক্ষরের দিকে। কিন্তু সেটি শেষ পর্যন্ত আর হয়নি। কেন হয়নি সে কথা জানাতে গিয়ে লাপোর্তা বলেন, ‘পরিস্থিতি পাল্টে মেসির সঙ্গে নতুন চুক্তি করা সম্ভব ছিল কি না? আমি কাউকে মিথ্যা আশা দিতে চাই না। আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা ছিল কারণ খুব দ্রুতই লা লিগা শুরু হয়ে যাবে...মেসিকে এখন অন্য বিকল্প খুঁজতে হবে।’

এ সময় নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে লাপোর্তা আরও বলেন, ‘মেসিকে রাখতে হলে ক্লাবকে এমন চুক্তিতে ঐক্য মত্যে আসতে হতো যা সম্প্রচার স্বত্বের দিক থেকে আগামী ৫০ বছর ভোগাবে। আমি এমন সিদ্ধান্ত নিতে পারি না যা ক্লাবকে পরবর্তী ৫০ বছর ভোগাবে। ক্লাবের বয়স ১০০ বছরের বেশি, সবকিছু এবং সবার ওপরে ক্লাব। এমনকি সর্বকালের সেরা খেলোয়াড়ের ওপরেও ক্লাবের অবস্থান।’

‘অর্থনৈতিক দিক থেকে ক্লাবের অবস্থা প্রত্যাশার চেয়েও খারাপ। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেও আমাদের বাধাগ্রস্ত করেছে। আমি এমন সিদ্ধান্ত নিতে পারতাম না যা ক্লাবকে বড় ক্ষতির দিকে ঠেলে দেবে। ক্লাবই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেসির চুক্তি নবায়ন করা ক্লাবকে ঝুঁকিতে ঠেলে দিত। আমরা প্রতিষ্ঠানকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারি না। আগের বোর্ড ক্লাবকে বাজে অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য দায়ী।’ আরও যোগ করেন লাপোর্তা।

তবে মেসি চেয়েছিলেন বার্সায় থাকতে। সেই চাওয়ার কথা জানাতে গিয়ে লাপোর্তা বলেন, ‘মেসি বার্সায় থাকতে চেয়েছিলেন। আমরাও চেয়েছিলাম তাঁকে রাখতে। কিন্তু দর-কষাকষির একপর্যায়ে আমাদের থামতে হয়েছে। লা লিগার নিয়ম আমাদের মানতে হতো।’

 এ সময় মেসির অবদানের কথা স্মরণ করে লাপোর্তা বলেন, ‘লিও (মেসি) বার্সা ইতিহাস তৈরি করেছে। ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়। সে এমন একটি যুগের অংশ যা এখন পর্যন্ত ক্লাবের সবচেয়ে সফল সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত