Ajker Patrika

উত্তেজনার ফাইনাল জিতে বসুন্ধরার ট্রেবল 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে
আপডেট : ২২ মে ২০২৪, ১৯: ০৯
উত্তেজনার ফাইনাল জিতে বসুন্ধরার ট্রেবল 

আক্রমণ, গোল এবং আবারও গোল; একটি ফাইনাল উপভোগ্য হতে আর কী লাগে! বসুন্ধরা কিংস আর মোহামেডানের ফেডারেশন কাপ ফাইনালকে বর্ণনা করতে হলে আরও কিছু লিখতে হবে, রুদ্ধশ্বাস ও একই সঙ্গে উত্তেজনার। এই ম্যাচে হাতাহাতি থেকে শুরু করে সবই হলো। খেলা একসময় থামিয়েও দিতে হলো। টান টান উত্তেজনার ম্যাচ খেলেও কিন্তু বসুন্ধরাকে ইতিহাস গড়া থামাতে পারল না মোহামেডান।

রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের ১৫ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন গ্যালারি আজ ছিল কানায় কানায় পরিপূর্ণ। কাঠফাটা রোদে মাথায় নিয়ে এই দর্শকেরা এসেছিলেন উপভোগ্য এক ফাইনালের প্রত্যাশা নিয়ে যেমনটা হয়েছিল এক বছর আগে কুমিল্লায়। ৪-৪ গোলের সমতায় থাকা সেই ফাইনালে আবাহনীকে টাইব্রেকারে জিতে নিয়েছিল মোহামেডান। সাদা-কালোদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে আজ প্রতিপক্ষ ছিল ট্রেবল জিতে ইতিহাসের অপেক্ষায় থাকা বসুন্ধরা। পিছিয়ে পড়ে বসুন্ধরা শেষ পর্যন্ত ইতিহাস গড়েছে। পিছিয়ে থাকা ম্যাচ ২-১ গোলে জিতে দ্বিতীয় দল হিসেবে ট্রেবল জিতেছে অস্কার ব্রুজোনের দল।

২০০৭ সালে পেশাদার লিগ শুরুর পর ২০১৩ সালে প্রথম ট্রেবল জিতেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ট্রেবল জিতল বসুন্ধরা। ইতিহাস গড়তে ব্রুজোনের দলকে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে। পিছিয়ে থাকা ম্যাচে ৮৭ মিনিটে সমতায় ফেরা, সেখান থেকে ম্যাচ জিতে নেওয়া, নিজেদের সর্বোচ্চটা দিয়েই ট্রেবল জিতেছে বসুন্ধরা।

এই মৌসুমে আজকের ম্যাচের আগে তিনবার মুখোমুখি হয়েছে বসুন্ধরা-মোহামেডান। একবার স্বাধীনতা কাপের ফাইনালে, দুইবার লিগে। স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছিল বসুন্ধরা, মোহামেডান সেই শোধটা তুলেছিল লিগে বসুন্ধরাকে একমাত্র হার উপহার দিয়ে। পরের দুই ম্যাচ জিতেছে বসুন্ধরা। সব মিলিয়ে মোহামেডানের বিপক্ষে এই মৌসুমে তিনবার ম্যাচ জিতল ব্রুজোনের দল। কাকতালীয়ভাবে বসুন্ধরা সবগুলো ম্যাচই জিতেছে ২-১ গোলের ব্যবধানে।

ম্যাচের প্রথম পরিষ্কার সুযোগটা বসুন্ধরার। ২৭ মিনিটে রাকিব হোসেনের লম্বা করে বাড়ানো বলে দরিয়েলতন গোমেজের সামনে ছিলেন কেবল মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। দরিয়েলতন শট নিলেন বটে কিন্তু সুজনকে হারাতে পারলেন না।

মোহামেডানও কাজে লাগাতে পারেনি তাদের প্রথম সুযোগটি। ৪১ মিনিটে মুজাফফরভের বাড়ানো বলে সুলেমান দিয়াবাতের সঙ্গে দেওয়া-নেওয়া করে পোস্টে জোরালো শট নেন ইম্যানুয়েল সানডে। সেই শট ফিস্ট করে ফিরিয়ে বল জালে জড়াতে দেননি বসুন্ধরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

দুই মিনিট বাদে শ্রাবণই আরেকবার হতাশ করেন মোহামেডান সমর্থকদের। আরিফ হোসেনের ভাসিয়ে বাড়ানো ক্রসে সুলেমান দিয়াবাতে ভলি করেছিলেন লক্ষ্যেই। তবে সতর্ক শ্রাবণ সহজেই বলের নিয়ন্ত্রণ নেন গ্লাভসে।

বিরতির পর প্রথম সুযোগটা বসুন্ধরার। ৪৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে তপু বর্মণের বাতাসে বাড়ানো বলে দর্শনীয় সাইড ভলি নিলেও বলকে জালে জড়াতে পারেননি দরিয়েলতন।

আশরাফুল হক আসিফের বদলি হিসেবে নেমে শাহরিয়ার ইমন নামার পরই বদলে যায় মোহামেডানের খেলার ধরন। ইমন প্রথমেই সুযোগ পেয়ে যান মোহামেডানকে এগিয়ে দেওয়ার। যদিও প্রথম শটে ইমন আটকে যান বসুন্ধরার রক্ষণে। পরের মিনিটে তাঁর শট ঠেকিয়ে দেন বসুন্ধরা গোলরক্ষক শ্রাবণ।

এরপর শ্রাবণকে ব্যস্ত থাকতে হয়েছে একের পর এক শট ঠেকাতে। ৬২ মিনিটে মুজাররফের শটও ঠেকান শ্রাবণ। কিন্তু পরের মিনিটে শেষ পর্যন্ত অবশ্য হারতে মানতে হয় তাঁকে।

৬৩ মিনিটে ইমনের বাড়ানো বলে বসুন্ধরার দুই ফুটবলকে হার মানিয়ে ২৫ গজ দূর থেকে এক শট নেন ইম্যানুয়েল সানডে। নাইজেরিয়ান এই ফরোয়ার্ডের বাঁ পায়ের শটে এতটাই গতি থাকল যে শ্রাবণ ঝাঁপালেন কিন্তু ঠেকাতে পারলেন না। গোলের আনন্দে মাতে মাঠে থাকা হাজার হাজার মোহামেডান সমর্থক।

গোলের পর যেন আরও ক্ষুরধার মোহামেডানের আক্রমণ। আবারও পরীক্ষার মুখে শ্রাবণ ৭২ মিনিটে মিনহাজুর আবেদিন রাকিবের শট ফেরান বসুন্ধরা গোলরক্ষক।

মোহামেডানের আক্রমণের তোড়ে তিন পরিবর্তন আনতে বাধ্য হোন বসুন্ধরা কোচ অস্কার ব্রুজোন। মাঠে নামেন শেখ মোরসালিন, ইয়াসির আরাফাত ও মাসুক মিয়া জনি। আক্রমণে গতি বাড়ে বসুন্ধরার। ৭৭ মিনিটে সমতায় ফেরার সুযোগটা পায়ে ঠেলেন দরিয়েলতন। মোহামেডানের গোলরক্ষক সুজনকে একা পেয়েও মেরে বসেন গোলরক্ষকের গায়ে।

পরের মিনিটে পাল্টা আক্রমণে মোহামেডান আরও একবার কাঁপিয়ে দেয় বসুন্ধরার রক্ষণকে। নিজেদের অর্ধ থেকে মিনহাজুরের শট কর্নারের বিনিময়ে ঠেকান তপু বর্মণ।

ময়মনসিংহে ফেডারেশন কাপের ফাইনালে রুদ্ধশ্বাস এক ম্যাচই উপহার দিয়েছে বসুন্ধরা-মোহামেডান। ছবি: বাফুফে৮১ মিনিটে পোস্টে আটকে যায় বসুন্ধরার গোল। সতীর্থদের সুযোগ নষ্টের মহড়া দেখে নিজেই শট নেন বসুন্ধরা অধিনায়ক রবসন রবিনহো। তার ডান পায়ের শট মোহামেডান গোলরক্ষক সুজনের হাতে লেগে দিক পাল্টে আটকে যায় পোস্টে। সেখান থেকে পাল্টা আক্রমণে ওঠে মোহামেডান। সুলেমান দিয়াবাতের সামনে ছিলেন কেবল শ্রাবণ। মোহামেডান অধিনায়কও হারান ব্যবধান বাড়ানোর সুযোগ।

মোহামেডানকে চাপে রাখার ফল বসুন্ধরা পায় ৮৭ মিনিটে। এই গোলের পুরো কৃতিত্বটা পুরোই মিগেল দামাশিনোর। মাঝমাঠ থেকে বল পেয়ে একে একে কাটান মোহামেডানের চার খেলোয়াড়কে। এরপর বক্সের ভেতর ঢুকে নেন বাঁ পায়ের বুলেট গতির এক শট। এতটাই গতি মিশে থাকল শটে যে গ্লাভস ছোঁয়ার সুযোগই পেলেন না মোহামেডান গোলরক্ষক। এই গোলেই হার দেখতে থাকা বসুন্ধরা খেলা নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

খেলা অতিরিক্ত সময়ে বদলি ডিফেন্ডার জাহিদ হোসেনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। আর তাতেই উত্তেজিত হয়ে খেলা থামিয়ে দেয় মোহামেডান। ১০৬ মিনিটে মিগেল দামাশিনোর কর্নার গ্লাভসে নিতে গিয়ে বল হাতছাড়া করেন মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। ফাঁকায় থাকা জাহিদ এই সুযোগ নষ্ট করেননি, ডান পায়ের শটে বল জড়ান জালে। রেফারি জসিম আক্তার গোলের বাঁশি দিতেই তাঁর দিকে ছুটে যান মোহামেডানের ফুটবলাররা। মাঠে নেমে পড়েন মোহামেডান কোচ আলফাজ আহমেদও। গ্যালারি থেকে মোহামেডান সমর্থকেরা বোতল ছুঁড়ে মারা শুরু করেন বসুন্ধরার ডাগআউটে। উত্তেজিত মোহামেডানের ফুটবলাররা এক সময় মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রায় ১০ মিনিট বন্ধ থাকে খেলা। পরে অবশ্য রেফারির সিদ্ধান্ত মেনে মাঠে নামে মোহামেডান।

জাহিদের গোলটাই শেষ পর্যন্ত গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। মোহামেডান একদম শেষ সময়ে মরিয়া হয়ে শেষ চেষ্টা করে আটকাতে পারেনি বসুন্ধরাকে। ১২০ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আড়াআড়ি শট নেন শাহরিয়ার ইমন। কিন্তু সাদা-কালোদের হতাশার চিত্র হয়ে রইল ইমনের নখদন্তহীন শট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারত-দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১০: ৪৯
১-১ সমতায় আছে দুই দল। ছবি: ক্রিকইনফো
১-১ সমতায় আছে দুই দল। ছবি: ক্রিকইনফো

সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে আজ মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রথম দুই টি-টোয়েন্টি শেষে ১-১ সমতায় দুই দল। আজ যে দল জিতবে তারা সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে যাবে। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ

ভারত-পাকিস্তান

সরাসরি, বেলা ১১ টা

টি স্পোর্টস

তৃতীয় টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭ টা, সরাসরি

স্টার স্পোর্টস ১

বিগ ব্যাশ

পার্থ স্কর্চার্স-সিডনি সিক্সার্স

বেলা ২টা ১৫ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-টটেনহাম

রাত ৮ টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ২

ব্রেন্টফোর্ড-লিডস

১০টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১: ১৭
ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ফাইল ছবি
ফুটসাল দলের অধিনায়ক সাবিনা খাতুন। ফাইল ছবি

নারী ফুটবল দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ সামনে থাকলেই উঠে আসে সাবিনা খাতুনের প্রসঙ্গ। আদৌ কি জাতীয় দলে আর সুযোগ পাবেন তিনি। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর কোচের সঙ্গে দ্বন্দ্বের কারণে আর জাতীয় দলে ডাক পাননি এই ফুটবলার। তবে তাঁকে অধিনায়ক করেই আজ ফুটসালের প্রাথমিক দল করেছে বাফুফে।

আগামী বছরের ১৩ জানুয়ারি থাইল্যান্ডে শুরু হবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ এতে অংশ নেবে মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভারত ও ভুটান। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে সব দল একে অপরের মুখোমুখি হবে।

পুরুষ দলের কোচ সাইদ খোদারাহমির অধীনেই চলছে বাংলাদেশ নারী দলের ক্যাম্প। প্রাথমিক দলও সাজানো হয়েছে। অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নেওয়া সাবিনা ছাড়াও দলে আছেন ফুটবল দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার, নিলুফা ইয়াসমিনও।

সাফ ফুটসালে বাংলাদেশের প্রাথমিক দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মণি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন, মিসরাত জাহান মৌসুমী, মার্জিয়া, নাসরিন আক্তার, শেজুতি ইসলাম স্মৃতি, সাথী বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জিলি ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১: ৩৪
স্বামী আল মামুনের সঙ্গে রুমানা আহমেদ। ছবি: সংগৃহীত
স্বামী আল মামুনের সঙ্গে রুমানা আহমেদ। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। খুলনায় আনুষ্ঠানিকভাবে নতুন ইনিংস শুরু করলেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক। তাঁর স্বামীর নাম আল মামুন। মামুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।

রুমানা জানান, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাঁদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল অনুষ্ঠান হয়েছে খুলনার টাইগার গার্ডেনে। খুলনা থেকে ফোনে আজকের পত্রিকাকে রুমানা বললেন, ‘নতুন জীবন, একটা অদ্ভুত অনুভূতিই হচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

বাংলাদেশের হয়ে ৫০ ওয়ানডে ও ৮৭ টি-টোয়েন্টি খেলেছেন রুমানা। জিতেছেন ২০১৮ এশিয়া কাপ। রুমানা সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২৪ সালের জুলাইয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯: ২৯
৯৬ রানেরে ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার। ছবি: এসিসি
৯৬ রানেরে ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন জাওয়াদ আবরার। ছবি: এসিসি

যুব এশিয়া কাপে বাংলাদেশ টানা দুবারের চ্যাম্পিয়ন। আজ সংযুক্ত আরব আমিরাতে নিজেদের প্রথম ম্যাচে ‘চ্যাম্পিয়নে’র মতোই খেলল বাংলাদেশ। আফগানদের হারাল ৩ উইকেটে।

আইসিসির একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। লক্ষ্য তাড়ায় ৭ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই জিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল (২৮৪/৭)।

বড় লক্ষ্য তাড়ায় বাংলাদেশ দলকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ১০৬ বলে ১৫১ রান করেন তাঁরা। রিফাতের বিদায়ে ছিন্ন হয় এই জুটি। আউট হওয়ার আগে ৫টি চার ও ২টি ছক্কায় ৬৮ বলে ৬২ রান করেন তিনি। রিফাত আউট হয়ে গেলেও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন আবরার। কিন্তু নড়বড়ে নব্বুইয়ে আউট হয়ে যান তিনি। আফগান বোলার রুহুল্লাহ আরবের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৯টি চার ও ছয়টি ছয়ে ১১২ বলে ৯৬ রান করেন তিনি।

দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে জুটি বাঁধেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। ৭১ বলে তারা ৬৬ রান যোগ করেন। তাতে ২ উইকেট হারিয়েই ২৩৫ রান তুলে ফেলে বাংলাদেশ। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক লাগে বাংলাদেশ ইনিংসে। ২৩৬ থেকে ২৬৪—এই ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। যার মধ্যে আছে ৪৮ বলে ৪৭ রান করা অধিনায়ক আজিজুল হাকিম ও ৩৬ বলে ২৯ রান করা কালাম সিদ্দিকীর উইকেটও।

এরপর দলের ওপর চাপ সৃষ্টি হলেও দল লক্ষ্যের কাছাকাছি থাকায় কোনো অসুবিধা হয়নি। ১৬ বলে ২৬ রান করে দল জয় দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন আবদুল আজিজ। তাঁর এই ইনিংসে আছে ৩টি ছক্কা।

এর আগে প্রথমে ব্যাট করে ফয়সাল শিনোজাদার সেঞ্চুরির সুবাদে ৭ উইকেটে ৮৩ রান তোলে আফগানিস্তান। ১৬ রানে ওপেনার খালিদ আহমেদজাইয়ের (৩) বিদায়ের পর উইকেটে এসে দলের হাল ধরেন শিনোজাদা। ৮টি চার ও ৪টি ছয়ে ৯৪ বলে ১০৩ রান করেন তিনি।

শিনোজাদার বাইরে আর বলার মতোন তেমন রান করতে পারেনি কেউ। তবে এক প্রান্ত আগলে রেখে খেললে সতীর্থদের ছোট-মাঝারি অবদানেই ৭ উইকেটে আফগানদের স্কোর ২৮০ ছাড়িয়ে যায়। শিনোজাদার পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে উজাইরুল্লাহ নিয়াজাইয়ের ব্যাটে। বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

সম্পর্কিত