Ajker Patrika

ফরাসি স্ট্রাইকারের দুর্দান্ত বাইসাইকেল কিকে বিদায় রোনালদোদের

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১২: ৪৫
ফরাসি স্ট্রাইকারের দুর্দান্ত বাইসাইকেল কিকে বিদায় রোনালদোদের

আল নাসরের হয়ে দুর্দান্ত শুরুর পরও সময়টা বড্ড খারাপ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সর্বশেষ তিন ম্যাচে গোলহীন তিনি। সৌদি প্রো লিগে দুটি ম্যাচের সঙ্গে গতকাল কিংস কাপেও গোল করতে পারেননি পর্তুগিজ অধিনায়ক।

সঙ্গে রোনালদোর দলও টানা তিন ম্যাচ জয়হীন। এক ম্যাচ ড্র করলেও সর্বশেষ দুই ম্যাচেই পরাজয়ের হতাশায় ডুবতে হলো তাঁদের। আল হিলালের কাছে লিগে হারলেও দুঃখটা কম ছিল। কিন্তু গতকাল কিংস কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসর।

আল ভেওদার বিপক্ষে ১-০ গোলে হেরেছে আল নাসর। ম্যাচে দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে জয় এনে দিয়েছেন জ্যাঁ-দাবিদ বিওগুয়েল। ম্যাচের ২৩ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। তাঁর করা সেই গোল পরে আর শোধ দিতে পারেনি আল নাসর। এমনকি বিরতির পর ৫৩ মিনিটে ১০ জনের আল ভেওদাকে বাগে পেয়েও জয়, দূরে থাক, গোলই শোধ দিতে পারেননি রোনালদোরা।

কিংস কাপের বিদায়ে রোনালদোর মৌসুম শিরোপা ছাড়াই শেষ হতে পারে। লিগে এক ম্যাচ বেশি খেলেও আল ইত্তিহাদের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে তাঁরা। ২৪ ম্যাচে তাঁদের পয়েন্ট ৫৩। অন্যদিকে ২৩ ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ৫৬। ম্যাচ বাকি রয়েছে আর ৬টি। লিগ চ্যাম্পিয়ন হতে হলে নিজেদের ম্যাচ তো জিততে হবেই, সঙ্গে শীর্ষে থাকাদের পরাজয়ও কামনা করতে হবে। অন্যথায় শিরোপা ছাড়াই দলের মতো পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে মৌসুম শেষ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত