‘কীর্তিমানের মৃত্যু নেই’—বহুল প্রচলিত এই প্রবাদ যেন গতকাল অনেকের নতুন করে মনে পড়েছে। ডিয়েগো ম্যারাডোনার তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিন বছর পেরিয়ে গেলেও ভক্ত-সমর্থকেরা তাঁকে স্মরণ করেছেন। কারণ তিনি যে কিংবদন্তি। দৈহিক মৃত্যু হলেও তিনি যে কীর্তি গড়েছেন ফুটবল ইতিহাসে, তা চিরস্মরণীয়।
ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর দিনই গতকাল সিরি ‘আ’তে নাপোলি খেলেছিল আতালান্তার বিপক্ষে। গিউইস স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছিল নাপোলি। ফুটবলাররা মাঠের পারফরম্যান্সে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘স্মরণ’ করেছেন। এ ছাড়া গতকাল সকাল থেকেই স্থানীয় ও পর্যটকদের পদচারণা দেখে গেছে কোয়ার্শিনেরি স্পাগনোলিতে। ইতালির নাপোলি শহরের এই এলাকাতেই রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার ম্যুরাল। নাপোলি ভক্ত-সমর্থকেরা কোয়ার্শিনেরি স্পাগনোলিতে একত্রিত হয়ে খেলা দেখেছেন। বার্গামোতে অনুষ্ঠিত গতকাল সিরি ‘আ’তে নাপোলির জয় দেখেছেন তাঁরা।
নাপোলির ভক্ত-সমর্থকেরা ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর স্মরণে ফ্ল্যাশমবও আয়োজন করেছেন। ভক্ত-সমর্থকেরা গান গেয়ে স্মরণীয় করে রেখেছেন দিনটিকে। সামাজিক মাধ্যমে দেখা যায়, নাপোলি ভক্ত-সমর্থকদের যাঁরা ম্যুরাল দেখেছেন, তাঁরা এলইডি মোমবাতি নিয়ে গেছেন বলে জানিয়েছেন। নাপোলি তাঁদের ইতিহাসে তিনবার সিরি ‘আ’ জিতেছে, যার মধ্যে ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০—এ দুই মৌসুমের শিরোপা এসেছে ম্যারাডোনার হাত ধরে। তাঁর মৃত্যুর ৩৩ বছর পর ২০২২-২৩ সিরি ‘আ’ জিতেছে নাপোলি। নাপোলি সিরি ‘আ’ জেতার আগে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ৩৬ বছরের বিশ্বকাপের খরা ঘুচিয়েছে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আকাশি-নীলরা। আর্জেন্টিনা, নাপোলির পাশাপাশি বার্সেলোনা, স্বদেশি ক্লাব বোকা জুনিয়রসের হয়েও তাঁর শিরোপাজয়ের রেকর্ড রয়েছে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে।
‘কীর্তিমানের মৃত্যু নেই’—বহুল প্রচলিত এই প্রবাদ যেন গতকাল অনেকের নতুন করে মনে পড়েছে। ডিয়েগো ম্যারাডোনার তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তিন বছর পেরিয়ে গেলেও ভক্ত-সমর্থকেরা তাঁকে স্মরণ করেছেন। কারণ তিনি যে কিংবদন্তি। দৈহিক মৃত্যু হলেও তিনি যে কীর্তি গড়েছেন ফুটবল ইতিহাসে, তা চিরস্মরণীয়।
ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর দিনই গতকাল সিরি ‘আ’তে নাপোলি খেলেছিল আতালান্তার বিপক্ষে। গিউইস স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছিল নাপোলি। ফুটবলাররা মাঠের পারফরম্যান্সে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘স্মরণ’ করেছেন। এ ছাড়া গতকাল সকাল থেকেই স্থানীয় ও পর্যটকদের পদচারণা দেখে গেছে কোয়ার্শিনেরি স্পাগনোলিতে। ইতালির নাপোলি শহরের এই এলাকাতেই রয়েছে কিংবদন্তি ম্যারাডোনার ম্যুরাল। নাপোলি ভক্ত-সমর্থকেরা কোয়ার্শিনেরি স্পাগনোলিতে একত্রিত হয়ে খেলা দেখেছেন। বার্গামোতে অনুষ্ঠিত গতকাল সিরি ‘আ’তে নাপোলির জয় দেখেছেন তাঁরা।
নাপোলির ভক্ত-সমর্থকেরা ম্যারাডোনার মৃত্যুবার্ষিকীর স্মরণে ফ্ল্যাশমবও আয়োজন করেছেন। ভক্ত-সমর্থকেরা গান গেয়ে স্মরণীয় করে রেখেছেন দিনটিকে। সামাজিক মাধ্যমে দেখা যায়, নাপোলি ভক্ত-সমর্থকদের যাঁরা ম্যুরাল দেখেছেন, তাঁরা এলইডি মোমবাতি নিয়ে গেছেন বলে জানিয়েছেন। নাপোলি তাঁদের ইতিহাসে তিনবার সিরি ‘আ’ জিতেছে, যার মধ্যে ১৯৮৬-৮৭, ১৯৮৯-৯০—এ দুই মৌসুমের শিরোপা এসেছে ম্যারাডোনার হাত ধরে। তাঁর মৃত্যুর ৩৩ বছর পর ২০২২-২৩ সিরি ‘আ’ জিতেছে নাপোলি। নাপোলি সিরি ‘আ’ জেতার আগে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ৩৬ বছরের বিশ্বকাপের খরা ঘুচিয়েছে। ১৯৮৬ সালে ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আকাশি-নীলরা। আর্জেন্টিনা, নাপোলির পাশাপাশি বার্সেলোনা, স্বদেশি ক্লাব বোকা জুনিয়রসের হয়েও তাঁর শিরোপাজয়ের রেকর্ড রয়েছে। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে