Ajker Patrika

রোনালদোর ওপর ক্ষোভ ঝাড়লেন সেই প্রতিবন্ধী দর্শকের মা

রোনালদোর ওপর ক্ষোভ ঝাড়লেন সেই প্রতিবন্ধী দর্শকের মা

এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে হারের পর মাঠের বাইরের এক ঘটনা দিয়ে আলোচনায় আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। ড্রেসিং রুমে ফেরার পথে এক প্রতিবন্ধী সমর্থক মোবাইলে তাঁর ছবি তুলতে চাইলে রোনালদো সেই সমর্থকের মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলেন। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই ঘটনার পর সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন রোনালদো। পাশাপাশি সেই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখার আমন্ত্রণও জানিয়েছেন। তবে রোনালদোর এই আমন্ত্রণে আরও ক্ষুব্ধ ১৪ বছর বয়সী কিশোর জ্যাক হার্ডিংয়ের মা সারাহ কেইলিও।

সেদিন পোস্টে রোনালদো লিখেছিলেন, ‘আমি আমার ক্ষোভের জন্য ক্ষমা চাই এবং যদি সম্ভব হয়, আমি ওই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে ফেয়ার-প্লে ও স্পোর্টসম্যানশিপ হয়।’ 

এরপর রোনালদোর এজেন্টও যোগাযোগ করেন সারাহর সঙ্গে। তবে সিআর সেভেনের আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন সারাহ। বলেছেন, 'তাকে আমার কিছুই বলার নেই। কেন আমি ওল্ড ট্রাফোর্ডে যাব? কেন একজন ব্লু (এভারটন) সমর্থক রেডে (ম্যানইউ) যেতে চাইবে? যদি সে আসলেই সৎ হয়ে থাকে, তবে সে কেন জ্যাককে ফোন করে দুঃখ প্রকাশ করল না? যেটা সবচেয়ে বড় হাসির ব্যাপার ছিল আমার জন্য-‘স্পোটর্সম্যানশিপ’। ১৪ বছর বয়সী এক বালকের জন্য আপনি এটা করতে না পারলে সেটাকে স্পোর্টসম্যানশিপ বলে না।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত