জুভেন্টাস ছেড়ে ২০২২ সালে রোমায় এসে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন পাওলো দিবালা। সময়ের সঙ্গে সঙ্গে রোমান গ্ল্যাডিয়েটরদেরও একজন হয়ে উঠেছেন। গত রাতে আর্জেন্টাইন ফরোয়ার্ড দুর্দান্ত হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন রোমাকে। নিজেদের মাঠে স্তাদিও অলিম্পিকোতে ড্যানিয়েল ডি রসির দলও ৩-২ গোলে হারিয়েছে তোরিনোকে।
রোমার হয়ে প্রথম হ্যাটট্রিক পেলেন দিবালা। ৪২ মিনিটে পেনাল্টি থেকে নিজের ম্যাচের প্রথম গোলটি করেন ৩০ বছর বয়সী তারকা। দুই মিনিট পর দুভান জাপাতা সমতায় ফেরান তোরিনোকে। ৫৭ মিনিটে আবারও রোমাকে এগিয়ে দেন দিবালা। ১২ মিনিট পর বদলি নামা রোমেলু লুকাকুর পাস থেকে পূরণ করেন হ্যাটট্রিক।
তার পরও শেষ মুহূর্তে এসে পয়েন্ট হারাতে বসেছিল রোমা। ৮৬ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তবে বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তোরিনো। এই জয়ে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সিরি আর এ মৌসুমে ষষ্ঠ স্থানে রোমা। ৩৬ পয়েন্ট নিয়ে দশে তোরিনো।
দুই সপ্তাহ আগে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের বিপক্ষে সান সিরোতে ৪-২ গোলে হারের পর আর মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়নি ডি রসির শিষ্যদের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচে পেল ৩ জয়। আর দিবালা তাঁর ক্যারিয়ারের সপ্তম হ্যাটট্রিক পেলেন প্রায় পাঁচ বছর পর। আর্জেন্টাইন তারকার আগের হ্যাটট্রিকটি ছিল ২০১৮ সালের অক্টোবরে, জুভদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে।
জুভেন্টাস ছেড়ে ২০২২ সালে রোমায় এসে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন পাওলো দিবালা। সময়ের সঙ্গে সঙ্গে রোমান গ্ল্যাডিয়েটরদেরও একজন হয়ে উঠেছেন। গত রাতে আর্জেন্টাইন ফরোয়ার্ড দুর্দান্ত হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন রোমাকে। নিজেদের মাঠে স্তাদিও অলিম্পিকোতে ড্যানিয়েল ডি রসির দলও ৩-২ গোলে হারিয়েছে তোরিনোকে।
রোমার হয়ে প্রথম হ্যাটট্রিক পেলেন দিবালা। ৪২ মিনিটে পেনাল্টি থেকে নিজের ম্যাচের প্রথম গোলটি করেন ৩০ বছর বয়সী তারকা। দুই মিনিট পর দুভান জাপাতা সমতায় ফেরান তোরিনোকে। ৫৭ মিনিটে আবারও রোমাকে এগিয়ে দেন দিবালা। ১২ মিনিট পর বদলি নামা রোমেলু লুকাকুর পাস থেকে পূরণ করেন হ্যাটট্রিক।
তার পরও শেষ মুহূর্তে এসে পয়েন্ট হারাতে বসেছিল রোমা। ৮৬ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তবে বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তোরিনো। এই জয়ে ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সিরি আর এ মৌসুমে ষষ্ঠ স্থানে রোমা। ৩৬ পয়েন্ট নিয়ে দশে তোরিনো।
দুই সপ্তাহ আগে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের বিপক্ষে সান সিরোতে ৪-২ গোলে হারের পর আর মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়নি ডি রসির শিষ্যদের। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচে পেল ৩ জয়। আর দিবালা তাঁর ক্যারিয়ারের সপ্তম হ্যাটট্রিক পেলেন প্রায় পাঁচ বছর পর। আর্জেন্টাইন তারকার আগের হ্যাটট্রিকটি ছিল ২০১৮ সালের অক্টোবরে, জুভদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে