Ajker Patrika

রোনালদোর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জর্জিনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩১
রোনালদোর সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন জর্জিনা

লম্বা সময় ধরে প্রেম করছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও মডেল জর্জিনা রদ্রিগেজ। তবে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি তাঁরা।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জর্জিনার জীবন নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে। সেই ডকুমেন্টারির ট্রেলারে রোনালদোর সঙ্গে বিয়ের ব্যাপারে মুখ খুলেছেন জর্জিনা। জানিয়েছেন, রোনালদোর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেতে উন্মুখ হয়ে আছেন তিনি। বিয়ে না করলেও রোনালদো ও জর্জিনার আলানা মার্টিনা নামের তিন বছর বয়সী একটি মেয়ে আছে। এ ছাড়া রোনালদোর অন্য তিন সন্তানের মায়ের দায়িত্বও পালন করছেন জর্জিনা। 

২৭ বছর বয়সী জর্জিনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেটফ্লিক্সের সেই ডকুমেন্টারির ট্রেলার শেয়ার করেছেন। সেখানে রোনালদোর সঙ্গে বিয়ে নিয়ে করা এক প্রশ্নের জবাবে জর্জিনা বলেন, ‘এটা আমার ওপর নির্ভর করছে না। আশায় আছি…।’ এই ট্রেলারে পরিবারের সঙ্গে রোনালদোকে ফুটবল খেলতেও দেখা গেছে। 

‘আই অ্যাম জর্জিনা’ নামের ডকুমেন্টারিটির ট্রেলার ছাড়া হলেও পুরো আয়োজনটি কবে দেখা যাবে, সে ব্যাপারে এখনো জানানো হয়নি। 

সাধারণ দোকান কর্মচারী থেকে ক্রীড়া ও বিনোদন দুনিয়ার আলোচিত মুখ হয়ে ওঠা জর্জিনা ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে আই অ্যাম জর্জিনা নামের ডকুমেন্টারিটির বিশেষ প্রিভিউ শেয়ার করতে পারছি। এটি শিগগিরই নেটফ্লিক্সে আসছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত