ছন্দ ফিরে পেয়েছেন এনগালো কান্তে। চেলসি পেয়েছে রেকর্ড গড়া এক জয়। চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচ ধরে ব্লুজদের জালে বল জড়াতে পারে না প্রতিপক্ষ। দুর্দান্ত এক দল নিয়ে রীতিমতো উড়ছেন টমাস টুখেল। এমন সুখের মাঝেও বুকে হালকা ব্যথা জার্মান কোচের।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল রাতে দারুণ এক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি প্রতিপক্ষ লিলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে টুখেলের দল।
ম্যাচের মাত্র ৮ মিনিটে হাকিম জিয়েখের কর্নার থেকে হেড কাই হাভার্টজের গোলে এগিয়ে যাওয়া স্বাগতিকদের। ৬৩ মিনিটে ব্যবধানটা বড় ক্রিশ্চিয়ান পুলিসিচ বুঝিয়েছেন, রোমেলু লুকাকুর ছায়ায় আর পড়ে থাকতে চান না তিনি।
চেলসির আক্রমণে যখন ব্যতিব্যস্ত লিলে গোলরক্ষক লিও জারদিম, তখন অন্য প্রান্তে বলার মতো কোনো পরীক্ষাই দিতে হয়নি স্বাগতিক গোলরক্ষক এডুয়ার্ডো মেন্দির। পোস্টের নিচে সেনেগালিজ গোলরক্ষক এখন যেন এক অভেদ্য দুর্গ। প্রথম ইংলিশ দল হিসেবে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে কোনো গোল খায়নি চেলসি। ইউরোপ-সেরার লড়াইয়ে ১৮ ম্যাচের ১৪টিতেই প্রতিপক্ষকে নিজের জালে জড়াতে দেননি মেন্দি।
ফরোয়ার্ডরা গোল জিতিয়েছেন, গোলরক্ষকও আছেন দারুণ ফর্মে। কিন্তু ম্যাচ জয়ের কৃতিত্বটা সব কান্তেকে দিয়েছেন কোচ টুখেল। মাত্রই চোট থেকে সেরে ওঠা ফরাসি মিডফিল্ডার গতকালের ম্যাচে খেলেছেন শুরু থেকেই। নেমেই গড়ে দিয়েছেন ব্যবধান। টুখেল তাই বলতে বাধ্য হলেন, ‘কান্তেই ব্যবধান গড়েছে। চোটের কারণে সে আগের ম্যাচে স্বচ্ছন্দে ছিল না। আজ (গতকাল) মনে হচ্ছে ছন্দটা ফিরে এসেছে।’
জয় পাওয়ার ম্যাচেও চেলসির জন্য আছে দুঃসংবাদ। একই ম্যাচে চোটে পড়েছেন হাকিম জিয়েখ ও মাতেও কোভাচিচ। আগামী রোববার লিগ কাপের ফাইনালে দুজনেই এখন অনিশ্চিত। চোটে থাকা কোভাচিচকে ৫১ মিনিট পর্যন্ত খেলিয়ে নিজেই পুড়ছেন টুখেল, ‘আমার উচিত ছিল মাতেওকে প্রথমার্ধেই তুলে নেওয়া। হাকিমের কী অবস্থা সেটা এখনো নিশ্চিত করে জানি না। আশা করি সে রোববারের আগে সুস্থ হয়ে যাবে।’
কাল আরেক ম্যাচে মাত্র ৩২ সেকেন্ডে এগিয়ে যাওয়ার পরও ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পায়নি জুভেন্টাস। স্প্যানিশ প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে জুভরা।
ছন্দ ফিরে পেয়েছেন এনগালো কান্তে। চেলসি পেয়েছে রেকর্ড গড়া এক জয়। চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচ ধরে ব্লুজদের জালে বল জড়াতে পারে না প্রতিপক্ষ। দুর্দান্ত এক দল নিয়ে রীতিমতো উড়ছেন টমাস টুখেল। এমন সুখের মাঝেও বুকে হালকা ব্যথা জার্মান কোচের।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গতকাল রাতে দারুণ এক জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি প্রতিপক্ষ লিলের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে টুখেলের দল।
ম্যাচের মাত্র ৮ মিনিটে হাকিম জিয়েখের কর্নার থেকে হেড কাই হাভার্টজের গোলে এগিয়ে যাওয়া স্বাগতিকদের। ৬৩ মিনিটে ব্যবধানটা বড় ক্রিশ্চিয়ান পুলিসিচ বুঝিয়েছেন, রোমেলু লুকাকুর ছায়ায় আর পড়ে থাকতে চান না তিনি।
চেলসির আক্রমণে যখন ব্যতিব্যস্ত লিলে গোলরক্ষক লিও জারদিম, তখন অন্য প্রান্তে বলার মতো কোনো পরীক্ষাই দিতে হয়নি স্বাগতিক গোলরক্ষক এডুয়ার্ডো মেন্দির। পোস্টের নিচে সেনেগালিজ গোলরক্ষক এখন যেন এক অভেদ্য দুর্গ। প্রথম ইংলিশ দল হিসেবে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে কোনো গোল খায়নি চেলসি। ইউরোপ-সেরার লড়াইয়ে ১৮ ম্যাচের ১৪টিতেই প্রতিপক্ষকে নিজের জালে জড়াতে দেননি মেন্দি।
ফরোয়ার্ডরা গোল জিতিয়েছেন, গোলরক্ষকও আছেন দারুণ ফর্মে। কিন্তু ম্যাচ জয়ের কৃতিত্বটা সব কান্তেকে দিয়েছেন কোচ টুখেল। মাত্রই চোট থেকে সেরে ওঠা ফরাসি মিডফিল্ডার গতকালের ম্যাচে খেলেছেন শুরু থেকেই। নেমেই গড়ে দিয়েছেন ব্যবধান। টুখেল তাই বলতে বাধ্য হলেন, ‘কান্তেই ব্যবধান গড়েছে। চোটের কারণে সে আগের ম্যাচে স্বচ্ছন্দে ছিল না। আজ (গতকাল) মনে হচ্ছে ছন্দটা ফিরে এসেছে।’
জয় পাওয়ার ম্যাচেও চেলসির জন্য আছে দুঃসংবাদ। একই ম্যাচে চোটে পড়েছেন হাকিম জিয়েখ ও মাতেও কোভাচিচ। আগামী রোববার লিগ কাপের ফাইনালে দুজনেই এখন অনিশ্চিত। চোটে থাকা কোভাচিচকে ৫১ মিনিট পর্যন্ত খেলিয়ে নিজেই পুড়ছেন টুখেল, ‘আমার উচিত ছিল মাতেওকে প্রথমার্ধেই তুলে নেওয়া। হাকিমের কী অবস্থা সেটা এখনো নিশ্চিত করে জানি না। আশা করি সে রোববারের আগে সুস্থ হয়ে যাবে।’
কাল আরেক ম্যাচে মাত্র ৩২ সেকেন্ডে এগিয়ে যাওয়ার পরও ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পায়নি জুভেন্টাস। স্প্যানিশ প্রতিপক্ষের মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরেছে জুভরা।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩০ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে