রেকর্ড টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি নিয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে খেলতে নেমেছিল ইতালি। স্পেনের বিপক্ষে এই ম্যাচ জিতলে ইউরোর পর আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যেত আজ্জুরিরা। তবে ইতালির অপরাজিত থাকার রেকর্ড থামিয়ে উল্টো ফাইনালে উঠেছে স্পেন। সান সিরোর সেমিফাইনালে স্পেনের জয় ২-১ গোলের ব্যবধানে। জোড়া গোলে স্পেনের জয়ের নায়ক ফেরান টরেস।
এই জয়ে ইউরোর সেমিফাইনালে হারার প্রতিশোধও নিয়ে নিল স্পেন৷ সেবার টাইব্রেকারে হার মানতে হয়েছিল স্পেনকে। এই ম্যাচে স্পেন ১৭ বছর বয়সী গাভিকে মাঠে নামায় শুরু থেকেই। যিনি এখন স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও বটে৷
নিজেদের চেনা পরিবেশেই স্পেনের বিপক্ষে খেলতে নেমেছিল ইতালি। শুরু থেকে আক্রমণ প্রতি-আক্রমণে লড়াইও জমে ওঠে। দুই দলই এ সময় সুযোগ তৈরি করে। তবে প্রথমে বাজিমাত করে স্পেন। ১৬ মিনিটে দারুণ এক আক্রমণে বুদ্ধিদীপ্ত ভলিতে লক্ষ্যভেদ করেন টরেস। পিছিয়ে পড়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করে ইতালি। সহজ সুযোগ হাতছাড়া না করলে দ্রুতই সমতায় ফিরতে পারত আজ্জুরিরা। ইতালির ওপর বড় বিপদ নামে ম্যাচের ৪১ মিনিটে। সার্জিও বুসকেটসকে কনুই দিয়ে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড ও একইসঙ্গে লাল কার্ড মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।
১০ জনের ইতালিকে চাপে ফেলে প্রথমার্ধের যোগ করা সময়েই করে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে নেন টরেস।
বিরতির পর ইতালিকে চেপে ধরে স্পেন। ধারাবাহিক আক্রমণে গিয়ে বেশ কিছু সুযোগও সৃষ্টি করে। কিন্তু সেগুলো আর কাজে লাগাতে পারেনি তারা। ১০ জনের ইতালি অবশ্য শেষ দিকে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে। তবু আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন।
রেকর্ড টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি নিয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে খেলতে নেমেছিল ইতালি। স্পেনের বিপক্ষে এই ম্যাচ জিতলে ইউরোর পর আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যেত আজ্জুরিরা। তবে ইতালির অপরাজিত থাকার রেকর্ড থামিয়ে উল্টো ফাইনালে উঠেছে স্পেন। সান সিরোর সেমিফাইনালে স্পেনের জয় ২-১ গোলের ব্যবধানে। জোড়া গোলে স্পেনের জয়ের নায়ক ফেরান টরেস।
এই জয়ে ইউরোর সেমিফাইনালে হারার প্রতিশোধও নিয়ে নিল স্পেন৷ সেবার টাইব্রেকারে হার মানতে হয়েছিল স্পেনকে। এই ম্যাচে স্পেন ১৭ বছর বয়সী গাভিকে মাঠে নামায় শুরু থেকেই। যিনি এখন স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ও বটে৷
নিজেদের চেনা পরিবেশেই স্পেনের বিপক্ষে খেলতে নেমেছিল ইতালি। শুরু থেকে আক্রমণ প্রতি-আক্রমণে লড়াইও জমে ওঠে। দুই দলই এ সময় সুযোগ তৈরি করে। তবে প্রথমে বাজিমাত করে স্পেন। ১৬ মিনিটে দারুণ এক আক্রমণে বুদ্ধিদীপ্ত ভলিতে লক্ষ্যভেদ করেন টরেস। পিছিয়ে পড়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করে ইতালি। সহজ সুযোগ হাতছাড়া না করলে দ্রুতই সমতায় ফিরতে পারত আজ্জুরিরা। ইতালির ওপর বড় বিপদ নামে ম্যাচের ৪১ মিনিটে। সার্জিও বুসকেটসকে কনুই দিয়ে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড ও একইসঙ্গে লাল কার্ড মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি।
১০ জনের ইতালিকে চাপে ফেলে প্রথমার্ধের যোগ করা সময়েই করে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে নেন টরেস।
বিরতির পর ইতালিকে চেপে ধরে স্পেন। ধারাবাহিক আক্রমণে গিয়ে বেশ কিছু সুযোগও সৃষ্টি করে। কিন্তু সেগুলো আর কাজে লাগাতে পারেনি তারা। ১০ জনের ইতালি অবশ্য শেষ দিকে এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলে। তবু আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে