লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে ফেরার পর শুরুটা দারুণ করেছিলেন। হঠাৎ তিনি ছন্দ হারিয়ে ফেললেন, খেই হারাল মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার যে সুযোগ, সেই সম্ভাবনাও এখন দূরের পথ মনে হচ্ছে।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মায়ামির। কিন্তু রেকর্ড গড়ার পথেই যে ধাক্কা খেল মায়ামি। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গত রাতে এমএলএসে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এমএলএসে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসিরা। চার ম্যাচের চারটি জিতলে তো কথাই নেই। এমনকি ৩ ম্যাচ জয়ের পর একটি ড্র করলেও মায়ামি সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিজেদের নামে লিখিয়ে নেবে।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর এমএলএসে মেসি নেমেছিলেন ৬১ মিনিটে। সেই ম্যাচে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দুই দিন পর গত রাতে মায়ামির শুরুর একাদশে ছিলেন মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি। ম্যাচে গোলের জন্য ইন্টার মায়ামি, নিউইয়র্ক সিটি—দুই দলেরই অপেক্ষা বাড়তে থাকে। ৭৫ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। জর্দি আলবার অ্যাসিস্টে গোলটি করেন মায়ামি স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। ম্যাচে মায়ামির জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই উল্টে যায় পাশার দান। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৫ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন নিউইয়র্ক সিটির মিডফিল্ডার হামেস স্যান্ডস। তাঁকে (স্যান্ডস) সমতাসূচক গোলটি করতে সহায়তা করেন সান্তিয়াগো রদ্রিগেজ।
এমএলএসে মায়ামির পরবর্তী ম্যাচ শার্লোট এফসির বিপক্ষে। ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু হবে। মায়ামি এমএলএসে পরের দুই ম্যাচই খেলবে অ্যাওয়েতে। ৩ ও ৬ অক্টোবর মায়ামির প্রতিপক্ষ কলাম্বাস ও টরোন্টো। ২০ অক্টোবর এমএলএসে নিজেদের শেষ ম্যাচ খেলবে মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিন দল
দল পয়েন্ট সাল
নিউ ইংল্যান্ড ৭৩ ২০২১
লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ৭২ ২০১৯
নিউইয়র্ক রেড বুলস ৭১ ২০১৮
লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে ফেরার পর শুরুটা দারুণ করেছিলেন। হঠাৎ তিনি ছন্দ হারিয়ে ফেললেন, খেই হারাল মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ার যে সুযোগ, সেই সম্ভাবনাও এখন দূরের পথ মনে হচ্ছে।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মায়ামির। কিন্তু রেকর্ড গড়ার পথেই যে ধাক্কা খেল মায়ামি। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে গত রাতে এমএলএসে নিউইয়র্ক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। তাতে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এমএলএসে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন মেসিরা। চার ম্যাচের চারটি জিতলে তো কথাই নেই। এমনকি ৩ ম্যাচ জয়ের পর একটি ড্র করলেও মায়ামি সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিজেদের নামে লিখিয়ে নেবে।
আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর এমএলএসে মেসি নেমেছিলেন ৬১ মিনিটে। সেই ম্যাচে একাধিকবার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। দুই দিন পর গত রাতে মায়ামির শুরুর একাদশে ছিলেন মায়ামি। নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। তবে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি। ম্যাচে গোলের জন্য ইন্টার মায়ামি, নিউইয়র্ক সিটি—দুই দলেরই অপেক্ষা বাড়তে থাকে। ৭৫ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। জর্দি আলবার অ্যাসিস্টে গোলটি করেন মায়ামি স্ট্রাইকার লিওনার্দো কাম্পানা। ম্যাচে মায়ামির জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই উল্টে যায় পাশার দান। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৫ মিনিটে দুর্দান্ত হেডে গোল করেন নিউইয়র্ক সিটির মিডফিল্ডার হামেস স্যান্ডস। তাঁকে (স্যান্ডস) সমতাসূচক গোলটি করতে সহায়তা করেন সান্তিয়াগো রদ্রিগেজ।
এমএলএসে মায়ামির পরবর্তী ম্যাচ শার্লোট এফসির বিপক্ষে। ম্যাচটি আগামী রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু হবে। মায়ামি এমএলএসে পরের দুই ম্যাচই খেলবে অ্যাওয়েতে। ৩ ও ৬ অক্টোবর মায়ামির প্রতিপক্ষ কলাম্বাস ও টরোন্টো। ২০ অক্টোবর এমএলএসে নিজেদের শেষ ম্যাচ খেলবে মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির প্রতিপক্ষ নিউ ইংল্যান্ড।
এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া তিন দল
দল পয়েন্ট সাল
নিউ ইংল্যান্ড ৭৩ ২০২১
লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) ৭২ ২০১৯
নিউইয়র্ক রেড বুলস ৭১ ২০১৮
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২০ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪২ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে