প্রবাসী ফুটবলারদের ট্রায়াল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক যুগ আগে শুরুটা হয়েছিল জামাল ভূঁইয়াকে দিয়ে। তবে সেই পালে নতুন করে হাওয়া লেগেছে হামজা চৌধুরীর রাজসিক আগমনে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাঁচ প্রবাসী। তাই প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রাটা এখন তুঙ্গে। শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক পর্যায়েও এর ছাপ পড়েছে।
আগেই জানা ছিল, প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করবে বাফুফে। ট্রায়ালের দিনক্ষণও চূড়ান্ত—২৮,২৯ ও ৩০ জুন। সব ঠিক থাকলে জাতীয় স্টেডিয়ামে নিজেকে প্রমাণের জন্য দেশের বাইরে থেকে আসছেন ৪৮ ফুটবলার।
সব ফুটবলারই ব্যক্তিগত খরচে ঢাকায় আসছেন। ট্রায়ালের সময় তাঁদের জার্সি, শর্টস ও মোজা দেবে বাফুফে। এ ছাড়া বাকি ইকুইপমেন্ট নিজের জোগাড় করে নিতে হবে। ট্রায়ালটির তত্ত্বাবধানে থাকবে বাফুফের টেকনিক্যাল কমিটি।
৪৮ জনের মধ্যে বেশির ভাগ ফুটবলারেরই পজিশন লেফট উইং কিংবা মিডফিল্ডার। সেই তুলনায় স্ট্রাইকার কম, কিন্তু যাঁরা আসছেন তাঁরা ভালো মানের বলে জানিয়েছেন ট্রায়ালের কো-অর্ডিনেটর সাকিব মাহমুদ। ডেনমার্ক থেকে আজকের পত্রিকা'কে তিনি বলেন, ‘তিনজন স্ট্রাইকার আনছি আমি। এর মধ্যে দুজন আছে যারা ইংল্যান্ডের লিগে খেলে থাকে, আরেকজন বয়সভিত্তিক লিগে। তারা ক্লাবের হয়ে স্ট্রাইকার হিসেবেই খেলে থাকে। তাদের নাম এখন বলতে চাচ্ছি না।’
জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালের প্রথম দিন কেমন হবে তা জানিয়ে সাকিব বলেন, ‘ট্রায়াল শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে বেলা ১টায়। প্রথমে স্মল ফাইভ একটি ম্যাচ হবে। যেখানে দুজন টিম হয়ে খেলবে। বিপ টেস্টের পর শেষ দিকে স্বল্প সময়ের কয়েকটি ম্যাচ হবে।’
ট্রায়ালকে সামনে রেখে পাঁচজনের একটি স্বাধীন প্যানেল করবে বাফুফে। যেখানে থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। সাবেক খেলোয়াড়েরা থাকতে পারেন সেই প্যানেলে। তিন দিনের ট্রায়ালের পর ডেটাবেইস তৈরি করা হবে প্যানেল থেকে। সাকিব বলেন, ‘ট্রায়ালে টিকে যাওয়ার পর, তাদের একটি রিপোর্ট কার্ড তৈরি হবে। এরপর আলাদাভাবে কথা বলা হবে সবার সঙ্গে। কে কোন টুর্নামেন্টে খেলতে পারবে। কারণ যেহেতু বিদেশে থাকে, সবাইকে তো আর সব সময় পাওয়া যাবে না। সবারই নানান ব্যস্ততা রয়েছে।’
ট্রায়ালে আসা বেশির ভাগ ফুটবলারেরই বয়স ২১ থেকে ২২। এই বয়সে জাতীয় দলে নাম লেখানোর অভিজ্ঞতা রয়েছে অনেকের। বাংলাদেশেও এর কম উদাহরণ নেই। তাই প্রবাসী ফুটবলারদের অনেকেই আসবেন জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রত্যাশা নিয়ে। সেপ্টেম্বরে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই খেলবে বাংলাদেশ। সেই সম্ভাবনার দুয়ারও খোলা রয়েছে। তবে ট্রায়ালে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের পরদিনই ছুটি কাটাতে স্পেন ফিরে যান তিনি।
সাকিব বলেন, ‘বাফুফের টেকনিক্যাল কমিটি ট্রায়ালের দেখভাল করবে। ফাহাদ করিম (বাফুফে সহসভাপতি) বলেছিলেন কাবরেরাও থাকবেন। তবে এখন শুনতে পাচ্ছি তিনি থাকবেন না। তিনি জাতীয় দলের হেড কোচ। তিনি যদি না থাকেন, তাহলে জাতীয় দলে কার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, সেটা তো বোঝা যাবে না বলে মনে হচ্ছে আমার।’
এক যুগ আগে শুরুটা হয়েছিল জামাল ভূঁইয়াকে দিয়ে। তবে সেই পালে নতুন করে হাওয়া লেগেছে হামজা চৌধুরীর রাজসিক আগমনে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাঁচ প্রবাসী। তাই প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রাটা এখন তুঙ্গে। শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক পর্যায়েও এর ছাপ পড়েছে।
আগেই জানা ছিল, প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করবে বাফুফে। ট্রায়ালের দিনক্ষণও চূড়ান্ত—২৮,২৯ ও ৩০ জুন। সব ঠিক থাকলে জাতীয় স্টেডিয়ামে নিজেকে প্রমাণের জন্য দেশের বাইরে থেকে আসছেন ৪৮ ফুটবলার।
সব ফুটবলারই ব্যক্তিগত খরচে ঢাকায় আসছেন। ট্রায়ালের সময় তাঁদের জার্সি, শর্টস ও মোজা দেবে বাফুফে। এ ছাড়া বাকি ইকুইপমেন্ট নিজের জোগাড় করে নিতে হবে। ট্রায়ালটির তত্ত্বাবধানে থাকবে বাফুফের টেকনিক্যাল কমিটি।
৪৮ জনের মধ্যে বেশির ভাগ ফুটবলারেরই পজিশন লেফট উইং কিংবা মিডফিল্ডার। সেই তুলনায় স্ট্রাইকার কম, কিন্তু যাঁরা আসছেন তাঁরা ভালো মানের বলে জানিয়েছেন ট্রায়ালের কো-অর্ডিনেটর সাকিব মাহমুদ। ডেনমার্ক থেকে আজকের পত্রিকা'কে তিনি বলেন, ‘তিনজন স্ট্রাইকার আনছি আমি। এর মধ্যে দুজন আছে যারা ইংল্যান্ডের লিগে খেলে থাকে, আরেকজন বয়সভিত্তিক লিগে। তারা ক্লাবের হয়ে স্ট্রাইকার হিসেবেই খেলে থাকে। তাদের নাম এখন বলতে চাচ্ছি না।’
জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালের প্রথম দিন কেমন হবে তা জানিয়ে সাকিব বলেন, ‘ট্রায়াল শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে বেলা ১টায়। প্রথমে স্মল ফাইভ একটি ম্যাচ হবে। যেখানে দুজন টিম হয়ে খেলবে। বিপ টেস্টের পর শেষ দিকে স্বল্প সময়ের কয়েকটি ম্যাচ হবে।’
ট্রায়ালকে সামনে রেখে পাঁচজনের একটি স্বাধীন প্যানেল করবে বাফুফে। যেখানে থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। সাবেক খেলোয়াড়েরা থাকতে পারেন সেই প্যানেলে। তিন দিনের ট্রায়ালের পর ডেটাবেইস তৈরি করা হবে প্যানেল থেকে। সাকিব বলেন, ‘ট্রায়ালে টিকে যাওয়ার পর, তাদের একটি রিপোর্ট কার্ড তৈরি হবে। এরপর আলাদাভাবে কথা বলা হবে সবার সঙ্গে। কে কোন টুর্নামেন্টে খেলতে পারবে। কারণ যেহেতু বিদেশে থাকে, সবাইকে তো আর সব সময় পাওয়া যাবে না। সবারই নানান ব্যস্ততা রয়েছে।’
ট্রায়ালে আসা বেশির ভাগ ফুটবলারেরই বয়স ২১ থেকে ২২। এই বয়সে জাতীয় দলে নাম লেখানোর অভিজ্ঞতা রয়েছে অনেকের। বাংলাদেশেও এর কম উদাহরণ নেই। তাই প্রবাসী ফুটবলারদের অনেকেই আসবেন জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রত্যাশা নিয়ে। সেপ্টেম্বরে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই খেলবে বাংলাদেশ। সেই সম্ভাবনার দুয়ারও খোলা রয়েছে। তবে ট্রায়ালে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের পরদিনই ছুটি কাটাতে স্পেন ফিরে যান তিনি।
সাকিব বলেন, ‘বাফুফের টেকনিক্যাল কমিটি ট্রায়ালের দেখভাল করবে। ফাহাদ করিম (বাফুফে সহসভাপতি) বলেছিলেন কাবরেরাও থাকবেন। তবে এখন শুনতে পাচ্ছি তিনি থাকবেন না। তিনি জাতীয় দলের হেড কোচ। তিনি যদি না থাকেন, তাহলে জাতীয় দলে কার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, সেটা তো বোঝা যাবে না বলে মনে হচ্ছে আমার।’
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে