Ajker Patrika

আজ চুক্তির শেষ দিন, কী করবেন মেসি

আপডেট : ৩০ জুন ২০২১, ২০: ১৬
আজ চুক্তির শেষ দিন, কী করবেন মেসি

ঢাকা: মেসির সঙ্গে বার্সেলোনার কাগজে কলমের সম্পর্ক শেষ হচ্ছে আজ রাতেই। দুই পক্ষের মাঝে এখনো নতুন চুক্তি হয়নি। আজ রাত ১২টার মধ্যে চুক্তি নবায়ন না হলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন মেসি। এ পরিস্থিতিতে চুক্তি না হলে মেসি কী করবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। দুই পক্ষের কেউই এখনো এ বিষয়ে মুখ খোলেনি। 
 
গত মার্চে হুয়ান লাপোর্তা দ্বিতীয় মেয়াদে বার্সার সভাপতি হয়েছিলেন। সভাপতি হয়ে আসার পর থেকেই মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সব ধরনের চেষ্টা করেছেন লাপোর্তা। মেসি অবশ্য এখনো কাতালান ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে সই করেননি। 

সে সময় লাপোর্তা জানিয়েছিলেন, প্রথম দফায় বার্সার সভাপতি থাকার সময় থেকেই মেসির ব্যাপারে তিনি আশাবাদী ছিলেন। একই সঙ্গে মেসি ও মেসির বাবার সঙ্গেও ভালো সম্পর্ক লাপোর্তার। তবে এত কিছুর পরও মেসি এখন অবধি বার্সার সঙ্গে নতুন করে চুক্তি বাড়াননি। 

গত মৌসুমে মেসি বার্সা ছাড়তে চেয়ে তখনকার বার্সা সভাপতি জোসেফ বার্তামেউকে মেইল করেছিলেন। তবে ক্লাব থেকে জানানো হয়েছিল অন্য কোনো ক্লাব মেসিকে নিতে হলে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ দিতে হবে। সব জল্পনা কল্পনার শেষে মেসি অবশ্য শেষ পর্যন্ত বার্সেলোনাতেই থেকে গিয়েছিলেন। এর মধ্যে সভাপতির পদ থেকে সরে দাঁড়ান বার্তামেউ। 

এদিকে স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো টুইটারে জানিয়েছেন, মেসির সঙ্গে বার্সার নতুন চুক্তির মেয়াদ বাড়ছে। ফাব্রিজিওর কথা মতে, ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তি নিয়ে দুই পক্ষ রাজি হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত