ক্রীড়া ডেস্ক
স্বপ্ন দেখার শুরুটা নেইমারকে। এরপর কত তারকাই তো এলেন। খেলে গেছেন লিওনেল মেসিও। হালের অন্যতম সেনসেশন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কত নাটকই তো হলো। কিন্তু তাঁরা কি পেরেছেন? উত্তরটা সবারই জানা। তবে পেরেছেন দেজিরে দুয়ে। তাঁকে দিয়ে সোনা ফলিয়ে কোচ লুইস এনরিকে পিএসজিকে এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা।
আর ইন্টার মিলান? যতটা দ্রুত সম্ভব দুঃস্বপ্নের ফাইনালটি ভুলে যেতে চাইবে তারা। সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর দুটি ম্যাচ উপহার দেওয়া দলটি কিনা একেবারেই বিপরীত রূপে হাজির৷ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ইতিহাসে কোনো দলই এভাবে গুঁড়িয়ে যায়নি, এভাবে বিধ্বস্ত হয়নি, যেভাবে ইন্টার হয়েছে। পিএসজির শিরোপার জয়ের মাত্রাটা তাই অনন্য। কারণ ফাইনাল ৫-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই আর কোনো ক্লাবের।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টারের জমাট বাঁধা রক্ষণ ভাঙতে পিএসজির সময় লাগে ১২ মিনিট। ভিতিনিয়ার নিঁখুত থ্রু বল বক্সের ভেতর থেকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন দেজিরে দুয়ে। ৬ গজের বক্সে তখন ফাঁকায় ছিলেন আশরাফ হাকিমি। দুয়ের কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি এই ডিফেন্ডার।
গোল করে অবশ্য তেমন কোনো উদযাপন করেননি হাকিমি। কারণ একটি মৌসুম যে ইন্টারে কাটিয়েছেন তিনি।
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দুয়ে। দ্রুত এক পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত ধরে এগিয়ে যান ওসমান দেম্বেলে। দারুণ এক ক্রসে বল বাড়ান ডান প্রান্তে থাকা দুয়েকে। ক্ষিপ্র গতির ভলিতে দুয়ে জাল কাঁপিয়ে নাম লেখান ইতিহাসে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট আছে ৬ ফুটবলারের। কিন্তু বাকি পাঁচজনের কেউই দুয়ের চেয়ে কম বয়সে (১৯ বছর ৩৬২ দিন) এই ক্লাবে নাম লেখাননি।
বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে পিএসজি। ৬৩ মিনিটে ভিতিনিয়ার পাস থেকে দ্যুতি ছড়ানো দুয়ে দ্বিতীয় গোলটি করে বুঝিয়ে দেন এই শিরোপা মিলানে নয় উঠছে প্যারিসের বিমানে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এর আগে কেউই সরাসরি তিন গোলে অবদান রাখতে পারেননি। ৭৩ মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়া ও ৮৬ মিনিটে সেনি মায়ুলুর গোল ইন্টারের অসহায়ত্বকে আরও ফুটিয়ে তোলে।
৩২ বছর পর চ্যাম্পিয়নস লিগের শিরোপা কোনো ফরাসি ক্লাবে। আর প্যারিসে প্রথমবার। সেজন্য একটি বড় ধন্যবাদ তো পেতেই পারেন লুইস এনরিকে। আনকোরা দলটিকে নিয়ে স্বপ্ন ছুঁয়ে দেখেছেন তিনি। দিয়েছেন নবম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের স্বাদ। দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতে নিজেও নাম লিখিয়েন বিরল ক্লাবে। ভালোবাসার শহর প্যারিসের হৃদয়ে এই স্প্যানিশ কোচ গেঁঁথে গেলেন আজীবনের জন্য।
স্বপ্ন দেখার শুরুটা নেইমারকে। এরপর কত তারকাই তো এলেন। খেলে গেছেন লিওনেল মেসিও। হালের অন্যতম সেনসেশন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কত নাটকই তো হলো। কিন্তু তাঁরা কি পেরেছেন? উত্তরটা সবারই জানা। তবে পেরেছেন দেজিরে দুয়ে। তাঁকে দিয়ে সোনা ফলিয়ে কোচ লুইস এনরিকে পিএসজিকে এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা।
আর ইন্টার মিলান? যতটা দ্রুত সম্ভব দুঃস্বপ্নের ফাইনালটি ভুলে যেতে চাইবে তারা। সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে রোমাঞ্চকর দুটি ম্যাচ উপহার দেওয়া দলটি কিনা একেবারেই বিপরীত রূপে হাজির৷ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ইতিহাসে কোনো দলই এভাবে গুঁড়িয়ে যায়নি, এভাবে বিধ্বস্ত হয়নি, যেভাবে ইন্টার হয়েছে। পিএসজির শিরোপার জয়ের মাত্রাটা তাই অনন্য। কারণ ফাইনাল ৫-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার নজির নেই আর কোনো ক্লাবের।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টারের জমাট বাঁধা রক্ষণ ভাঙতে পিএসজির সময় লাগে ১২ মিনিট। ভিতিনিয়ার নিঁখুত থ্রু বল বক্সের ভেতর থেকে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন দেজিরে দুয়ে। ৬ গজের বক্সে তখন ফাঁকায় ছিলেন আশরাফ হাকিমি। দুয়ের কাছ থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে দিতে কোনো ভুল করেননি এই ডিফেন্ডার।
গোল করে অবশ্য তেমন কোনো উদযাপন করেননি হাকিমি। কারণ একটি মৌসুম যে ইন্টারে কাটিয়েছেন তিনি।
আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দুয়ে। দ্রুত এক পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত ধরে এগিয়ে যান ওসমান দেম্বেলে। দারুণ এক ক্রসে বল বাড়ান ডান প্রান্তে থাকা দুয়েকে। ক্ষিপ্র গতির ভলিতে দুয়ে জাল কাঁপিয়ে নাম লেখান ইতিহাসে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল ও অ্যাসিস্ট আছে ৬ ফুটবলারের। কিন্তু বাকি পাঁচজনের কেউই দুয়ের চেয়ে কম বয়সে (১৯ বছর ৩৬২ দিন) এই ক্লাবে নাম লেখাননি।
বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে পিএসজি। ৬৩ মিনিটে ভিতিনিয়ার পাস থেকে দ্যুতি ছড়ানো দুয়ে দ্বিতীয় গোলটি করে বুঝিয়ে দেন এই শিরোপা মিলানে নয় উঠছে প্যারিসের বিমানে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এর আগে কেউই সরাসরি তিন গোলে অবদান রাখতে পারেননি। ৭৩ মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়া ও ৮৬ মিনিটে সেনি মায়ুলুর গোল ইন্টারের অসহায়ত্বকে আরও ফুটিয়ে তোলে।
৩২ বছর পর চ্যাম্পিয়নস লিগের শিরোপা কোনো ফরাসি ক্লাবে। আর প্যারিসে প্রথমবার। সেজন্য একটি বড় ধন্যবাদ তো পেতেই পারেন লুইস এনরিকে। আনকোরা দলটিকে নিয়ে স্বপ্ন ছুঁয়ে দেখেছেন তিনি। দিয়েছেন নবম ক্লাব হিসেবে ট্রেবল জয়ের স্বাদ। দুটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতে নিজেও নাম লিখিয়েন বিরল ক্লাবে। ভালোবাসার শহর প্যারিসের হৃদয়ে এই স্প্যানিশ কোচ গেঁঁথে গেলেন আজীবনের জন্য।
দুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
২৪ মিনিট আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
৫ ঘণ্টা আগে