Ajker Patrika

ফিফা আনছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২০: ০০
ফিফা আনছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ

প্রতি বছর অল্প সংখ্যক দল নিয়ে হতো ক্লাব বিশ্বকাপ। এবার সেই ধারণা থেকে বেরিয়ে আসছে ফিফা। ৩২ দল নিয়ে হবে পরবর্তী ক্লাব বিশ্বকাপ।

আজ ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ক্লাব বিশ্বকাপের ধারণা দিয়েছেন। যেখানে ৭ দল থেকে বেড়ে হচ্ছে ৩২ দল। ২০২৫ থেকে হবে ৩২ দলের এই ক্লাব বিশ্বকাপ। যা অনেকটা ফুটবল বিশ্বকাপের আদলে হবে। ইনফান্তিনো বলেন, ‘৩২ দলের ক্লাব বিশ্বকাপ হবে। প্রতি চার বছর পর পর হবে এবং এটা হবে ২০২৫ সাল থেকে। বিশ্বের সেরা দলগুলো এখানে অংশগ্রহণ করবে।’

এমন পরিকল্পনা অবশ্য অনেক আগে থেকেই ছিল বলে জানিয়েছেন ইনফান্তিনো। ফিফার সভাপতি বলেন, ‘৪ বছর আগেই আমরা পরিকল্পনা করেছিলাম যে ২৪ দলের ক্লাব বিশ্বকাপ হতো। ২০২১ সালে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে বাতিল করা হয়েছে।’ 

আগে ক্লাব বিশ্বকাপে অংশ নিত ৭ দল। ৬ কনফেডারেশনের সেরা দল এবং আয়োজক দেশের একটি ক্লাব। এখন পর্যন্ত ক্লাব বিশ্বকাপের হয়েছে ১৮ মৌসুম। তার মধ্যে সর্বোচ্চ চারবার জিতেছে রিয়াল মাদ্রিদ। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ক্লাব বিশ্বকাপে পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে দেয় চেলসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

জোর করে বৃদ্ধের চুল কেটে দেওয়া বেআইনি ও সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন— ভাইরাল ভিডিও নিয়ে আসক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত