বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও পপসম্রাজ্ঞী শাকিরা বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও শক্তিমান জুটিগুলোর একটি। ভালোবাসার ফসল হিসেবে তাঁদের ঘরে আছে দুটি সন্তান। তবে সবাইকে হতাশ করে সম্পর্ক ভাঙার দ্বারপ্রান্তে তাঁরা।
দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে গেছেন শাকিরা। এক সপ্তাহ হলো আলাদা থাকছেন তাঁরা।
পরকীয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই অবশ্য জনমনে প্রশ্ন ওঠে, শাকিরার মতো সুন্দরীকে ছেড়ে কার প্রেমে মজেছেন পিকে?
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে গুজবও রটে। বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, পিকেকে শাকিরার কাছ থেকে কেড়ে নেওয়া নারী আর কেউ নন; তাঁরই বার্সা সতীর্থ পাবলো গাভির মা।
৩৫ বছর বয়সী পিকের চেয়ে ১০ বছরের বড় শাকিরা। বার্সার ‘বিস্ময় বালক’ গাভির মায়েরও বয়স ৪৫ বছর। পিকের জন্য তাই শাকিরার সমবয়সী নারীর প্রেমে পড়া অবাস্তব কিছু নয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব উড়িয়ে দিয়েছে বার্সেলোনাভিত্তিক দৈনিক ‘এল পেরিওদিকো’। পত্রিকাটির দুই সাংবাদিক লোরেনা ভাজকেজ ও লরা ফা অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করেছেন যে, পিকে যে নারীর সঙ্গে পরকীয়া করছেন. তিনি গাভির মা নন; বরং ২০ বছর বয়সী এক স্বর্ণকেশী। পড়ালেখার পাশাপাশি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে কাজ করেন পিকের নয়া প্রেমিকা। পিকের সঙ্গে তাঁকে বেশ কয়েকবার ঘুরে বেড়াতেও দেখেছেন শাকিরা। তবে তরুণীর নাম এখনো প্রকাশ করেনি পত্রিকাটি।
গাভির মা হোক কিংবা স্বর্ণকেশী তরুণী; তাতে অবশ্য শাকিরার কিচ্ছু যায়-আসে না। কলম্বিয়ান পপ তারকা যে পিকের সঙ্গে এক ছাদের নিচে আর থাকতে চান না, সেটি একরকম নিশ্চিত।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
বার্সেলোনা তারকা জেরার্ড পিকে ও পপসম্রাজ্ঞী শাকিরা বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও শক্তিমান জুটিগুলোর একটি। ভালোবাসার ফসল হিসেবে তাঁদের ঘরে আছে দুটি সন্তান। তবে সবাইকে হতাশ করে সম্পর্ক ভাঙার দ্বারপ্রান্তে তাঁরা।
দায়টা অবশ্য পিকেরই। শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়ছেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এ ঘটনায় দুই সন্তান নিয়ে ইবিজা দ্বীপে চলে গেছেন শাকিরা। এক সপ্তাহ হলো আলাদা থাকছেন তাঁরা।
পরকীয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই অবশ্য জনমনে প্রশ্ন ওঠে, শাকিরার মতো সুন্দরীকে ছেড়ে কার প্রেমে মজেছেন পিকে?
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে গুজবও রটে। বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, পিকেকে শাকিরার কাছ থেকে কেড়ে নেওয়া নারী আর কেউ নন; তাঁরই বার্সা সতীর্থ পাবলো গাভির মা।
৩৫ বছর বয়সী পিকের চেয়ে ১০ বছরের বড় শাকিরা। বার্সার ‘বিস্ময় বালক’ গাভির মায়েরও বয়স ৪৫ বছর। পিকের জন্য তাই শাকিরার সমবয়সী নারীর প্রেমে পড়া অবাস্তব কিছু নয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব উড়িয়ে দিয়েছে বার্সেলোনাভিত্তিক দৈনিক ‘এল পেরিওদিকো’। পত্রিকাটির দুই সাংবাদিক লোরেনা ভাজকেজ ও লরা ফা অনুসন্ধান চালিয়ে নিশ্চিত করেছেন যে, পিকে যে নারীর সঙ্গে পরকীয়া করছেন. তিনি গাভির মা নন; বরং ২০ বছর বয়সী এক স্বর্ণকেশী। পড়ালেখার পাশাপাশি অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে কাজ করেন পিকের নয়া প্রেমিকা। পিকের সঙ্গে তাঁকে বেশ কয়েকবার ঘুরে বেড়াতেও দেখেছেন শাকিরা। তবে তরুণীর নাম এখনো প্রকাশ করেনি পত্রিকাটি।
গাভির মা হোক কিংবা স্বর্ণকেশী তরুণী; তাতে অবশ্য শাকিরার কিচ্ছু যায়-আসে না। কলম্বিয়ান পপ তারকা যে পিকের সঙ্গে এক ছাদের নিচে আর থাকতে চান না, সেটি একরকম নিশ্চিত।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩২ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে