Ajker Patrika

‘প্রতিশোধের’ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 

আপডেট : ২৬ জুন ২০২৩, ১৩: ২৮
‘প্রতিশোধের’ ম্যাচে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল ছিল আর্জেন্টিনার কাছে ‘প্রতিশোধের’ ম্যাচ। ব্রাজিলের কাছে হেরেই এর আগে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গতকাল জিতল আর্জেন্টিনা। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা নিজের করে নিল আকাশি-নীলরা। 

প্যারাগুয়ের লুক শহরের অলিম্পিক কমিটি স্টেডিয়ামে হয়েছে ২০২২ কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল। ১২ মিনিটে আন্দ্রের গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ব্রাজিলিয়নরা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর গল্প লেখে আর্জেন্টিনা। আকাশি-নীলদের হয়ে গোল বেত্তোনি ও কাসো। ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। আর প্যারাগুয়েকে ৫-১ গোলে পেরু হারিয়েছে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে। 

লাতিন আমেরিকার বয়সভিত্তিক এই টুর্নামেন্ট এখন পর্যন্ত হয়েছে তিনবার। তিনবারই ফাইনাল খেলেছে ব্রাজিল-আর্জেন্টিনা। ২০১৬, ২০১৮-প্রথম দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। প্রথম মৌসুমে ভেনেজুয়েলা, পেরু হয়েছিল তৃতীয় ও চতুর্থ। আর ২০১৮ তে তৃতীয় ও চতুর্থ হয়েছে কলম্বিয়া ও ভেনেজুয়েলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত