Ajker Patrika

সব হওয়ার পরও কেন সিঙ্গাপুর ম্যাচে পাওয়া যাবে না কিউবাকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ দলে থাকছেন না কিউবা মিচেল। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ দলে থাকছেন না কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই কিউবা মিচেলের। বুধবার প্রথম প্রহরে ফিফার ছাড়পত্র পেয়েছেন তিনি। তবু সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। এমনটাই জানিয়েছে বাফুফের এক সূত্র।

ইংল্যান্ডের বার্মিংহামে বড় হয়েছেন কিউবা। খেলেছেন ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে। গত সপ্তাহে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তিনি। এরপর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও সান্ডারল্যান্ড ক্লাবে আবেদন করা হয়েছে ছাড়পত্রের জন্য। দুই জায়গা থেকে অনুমতি পাওয়ার ফিফার কাছে আবেদন করে বাফুফে। ফিফার ছাড়পত্র দ্রুত পেয়ে গেলেও সিঙ্গাপুর ম্যাচের খেলোয়াড় তালিকা নিবন্ধন করতে গতকাল রাত ১২টা পর্যন্ত সময় ছিল। কিন্তু ফিফার ছাড়পত্র এসেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে। তাই সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশের দলে থাকছেন না কিউবা।

ইংল্যান্ড প্রবাসী কিউবার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তাঁর বাংলাদেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে। সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলছেন তিনি। তাদের মূল দল ৮ বছর পর ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। তাই হামজার মতো কিউবারও রয়েছে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর প্রস্তুতি হিসেবে আজ প্রস্তুতি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ম্যাচটির জন্য প্রাথমিক দলও ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। দল ঘোষণার দিন সংবাদ সম্মেলনে কিউবা মিচেলকে খেলানো প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘সে অবশ্যই প্রতিভাবান একজন খেলোয়াড়। তবে সব তরুণ ও সম্ভাবনাময় খেলোয়াড়দের ক্ষেত্রেই আমাদের ধৈর্য ধরতে হয় এবং ধীরে ধীরে এগোতে হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’

ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত