ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে জর্জিয়ার বিতর্কিত সংসদ। দেশটির শহর থেকে শহরে ছড়িয়ে পড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী প্রতিবাদের ১৭ দিন পর এই দায়িত্ব পেলেন তিনি।
৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ছিলেন ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক সাংসদ। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। আজ শনিবার জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোটে ২২৫ সদস্যের মধ্যে ২২৪ জন ভোট দিয়েছেন তাঁকে। ভোটের আগে আজ স্থানীয় সময় সকালে সংসদের বাইরে বিশাল জন সমাগম ঘটে।
চারটি প্রধান বিরোধী দল কাভেলাশভিলিকে প্রত্যাখ্যান করেছে এবং অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি হয়েছে জানিয়ে দিয়ে সংসদ বর্জন করেছে। আর জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলি প্রতারণার অভিযোগ তোলে নিন্দা জানিয়েছেন কাভেলাশভিলির নির্বাচনকে।
আর বর্তমান প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জর্জিয়ার স্বার্থের ক্ষতির অভিযোগ তুলেছেন জোরাবিচভিলির ওপর। তাঁর জোর দাবি, ২৯ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর জোরাবিচভিলিকে অবসর নিতে হবে। এ নিয়ে গতকাল তিনি বলেছেন, ‘আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেশ শক্তিশালী, সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কোনো অসুবিধা হবে না।’
১৯৮৮ সালে ঘরোয়া এক ক্লাবের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু কাভেলাশভিলির। ১৯৯৫-৯৭ পর্যন্ত তিনি খেলেছেন সিটির জার্সিতে। ২০০৬ সালে সুইস ক্লাব বাসেলের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন এই স্ট্রাইকার। জর্জিয়ার হয়ে ১৯৯১-২০০২ পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।
ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে জর্জিয়ার বিতর্কিত সংসদ। দেশটির শহর থেকে শহরে ছড়িয়ে পড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিরোধী প্রতিবাদের ১৭ দিন পর এই দায়িত্ব পেলেন তিনি।
৫৩ বছর বয়সী কাভেলাশভিলি ছিলেন ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির সাবেক সাংসদ। প্রেসিডেন্ট পদের জন্য তিনিই ছিলেন একমাত্র প্রার্থী। আজ শনিবার জর্জিয়ার ইলেক্টোরাল কলেজ ভোটে ২২৫ সদস্যের মধ্যে ২২৪ জন ভোট দিয়েছেন তাঁকে। ভোটের আগে আজ স্থানীয় সময় সকালে সংসদের বাইরে বিশাল জন সমাগম ঘটে।
চারটি প্রধান বিরোধী দল কাভেলাশভিলিকে প্রত্যাখ্যান করেছে এবং অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি হয়েছে জানিয়ে দিয়ে সংসদ বর্জন করেছে। আর জর্জিয়ার বিদায়ী পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট সালোম জোরাবিচভিলি প্রতারণার অভিযোগ তোলে নিন্দা জানিয়েছেন কাভেলাশভিলির নির্বাচনকে।
আর বর্তমান প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে জর্জিয়ার স্বার্থের ক্ষতির অভিযোগ তুলেছেন জোরাবিচভিলির ওপর। তাঁর জোর দাবি, ২৯ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর জোরাবিচভিলিকে অবসর নিতে হবে। এ নিয়ে গতকাল তিনি বলেছেন, ‘আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেশ শক্তিশালী, সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কোনো অসুবিধা হবে না।’
১৯৮৮ সালে ঘরোয়া এক ক্লাবের হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু কাভেলাশভিলির। ১৯৯৫-৯৭ পর্যন্ত তিনি খেলেছেন সিটির জার্সিতে। ২০০৬ সালে সুইস ক্লাব বাসেলের হয়ে ক্যারিয়ারের ইতি টানেন এই স্ট্রাইকার। জর্জিয়ার হয়ে ১৯৯১-২০০২ পর্যন্ত ৪৬ ম্যাচ খেলে ৯ গোল করেছেন তিনি।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২৬ মিনিট আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৩ ঘণ্টা আগে