Ajker Patrika

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে। ছবি: এএফপি
বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে। ছবি: এএফপি

ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন।

কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন রেফারি পাবলো গঞ্জালেস ফুয়ের্তেস। কারণ, বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। ম্যাচ শেষে মুভিস্টারকে বালদে বলেন, ‘এখানে ভক্ত-সমর্থকদের থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছি। এটা খুবই দুঃখজনক এবং এমনটা হওয়াই উচিত না। প্রথমার্ধে কী ঘটেছে, সেটা রেফারিকে বলেছি। তিনি দ্বিতীয়ার্ধে লিগের প্রোটোকল চালু করেছেন। তবে আমি সঠিক জানি না যে কীভাবে এটা কাজ করবে।’

লা লিগার প্রটোকল অনুযায়ী, বর্ণবাদী আক্রমণ থামানোর জন্য কোনো রেফারি ম্যাচ বন্ধ করে দিতে পারেন। দ্বিতীয়ার্ধে তাই খেলা থামিয়ে স্টেডিয়ামের সাউন্ড বক্সে জানানো হয়, বর্ণবাদী আচরণ চলতে থাকলে মাঠ ছাড়বেন ফুটবলাররা। রেফারির প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রথমার্ধে যখন আমি মাঠে ছিলাম, সফরকারী দলের ৩ নম্বর জার্সি পরা ফুটবলার আমার সহকারীকে বলল যে তাকে (বালদে) বর্ণবাদী আক্রমণ করা হয়েছে। ড্রেসিংরুমে গিয়ে দুই দলের প্রতিনিধির কাছে জানিয়েছি। মাঠে নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন এং দ্বিতীয়ার্ধ শুরুর আগে বর্ণবাদ-বিরোধী প্রটোকল চালু করেছি।’

বালদের ওপর বর্ণবাদী আক্রমণটাই যে ছিল হেতাফে-বার্সেলোনা ম্যাচের আলোচিত ইস্যু।বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিকও তাই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘ফুটবলে বা জীবনে বর্ণবাদের কোনো জায়গা থাকাই উচিত না। এটা অবিশ্বাস্য। সম্পূর্ণ ভুল। সেই মানুষগুলোর ম্যাচ দেখতে যাওয়া উচিত না। বাসায় থাকা উচিত। তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।’

লা লিগায় গত কয়েক বছরে বর্ণবাদের কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যার মধ্যে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ধারাবাহিকভাবে এমন আক্রমণের শিকার হয়েছেন। ভিনিকে বর্ণবাদী আক্রমণের দায়ে গত বছরের জুনে ভ্যালেন্সিয়ার তিন দর্শককে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

বালদের ওপর বর্ণবাদী আক্রমণের রাতটা বার্সেলোনার জন্য ভুলে যাওয়ার মতোই। কারণ, কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে হেতাফে-বার্সা ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ৯ মিনিটে জুলস কুন্দের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। সমতায় হেতাফে ফিরেছে প্রথমার্ধেই। ৩৪ মিনিটে হেতাফের মিডফিল্ডার মাওরো আরামবারি সমতাসূচক গোল করেন। পরবর্তীতে কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি।

হেতাফের সঙ্গে ড্রয়ে শিরোপার লড়াইয়ে বার্সেলোনা কিছুটা পিছিয়েই পড়েছে। ২০ ম্যাচে ১২ জয়, ৩ ড্র ও ৫ পরাজয়ে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার তিনে বার্সেলোনা। এক ও দুইয়ে আছে দুই মাদ্রিদ আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। ৪৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আতলেতিকো। দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৪৩। আতলেতিকো ২০ ম্যাচ খেললেও রিয়াল খেলেছে ১৯ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নেপালে জেন-জিদের পার্লামেন্ট দখল, রক্তক্ষয়ী সংঘর্ষ

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

ভারতে শেখ হাসিনার পরিণতি নিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের তদন্ত সংস্থাকে যা বলেছেন বদরুদ্দীন উমর

প্রাথমিকে ছুটি কমিয়ে আনা হবে: গণশিক্ষা উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশের সুপারিশ করবে কমিশন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত