বর্ণবাদ বিরোধী প্রচারণায় জুনে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা কয়েক দিন আগেই জানিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার ম্যাচ দুটিকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমারবিহীন এই দলে আছেন নতুন পাঁচ খেলোয়াড়।
চোটে পড়ায় দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। নেইমারের সঙ্গে এই দলে নেই রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, আন্তনিওর মতো ফুটবলাররা। তাতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আক্রমণভাগ। এই আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো, ম্যালকম, রনি ও পেদ্রো। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের ঘোষিত এই দলে পাঁচ নতুন খেলোয়াড়ের মধ্যে অন্যতম আলোচিত হচ্ছেন জোয়েলিংটন। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মিডফিল্ডার। জোয়েলিংটনের সঙ্গে আরও আছেন ভ্যান্ডারসন, নিনো, এইরটন লুকাস ও ম্যালকম। ভ্যান্ডারসন, নিনো, লুকাস-এই তিনজন রক্ষণভাগের খেলোয়াড় আর ম্যালকম খেলবেন আক্রমণভাগে।
রক্ষণভাগে আছেন এদের মিলিতাও, মারকিনিওস, অ্যালেক্স তেলেসের মতো তারকারা। মিডফিল্ডের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতার মতো খেলোয়াড়েরা। নতুন ডাক পাওয়া মিডফিল্ডার জোয়েলিংটন তো আছেন। ব্রাজিলের ২৩ সদস্যের এই দলে আছেন তিন গোলরক্ষক আলিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটন।
দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বার্সেলোনায় ১৭ জুন খেলবে গিনির বিপক্ষে আর ২০ জুন লিসবনে সেনেগালের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), এইরটন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রনি (পালমেইরাস), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
বর্ণবাদ বিরোধী প্রচারণায় জুনে দুটি ম্যাচ খেলার পরিকল্পনা কয়েক দিন আগেই জানিয়েছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবার ম্যাচ দুটিকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমারবিহীন এই দলে আছেন নতুন পাঁচ খেলোয়াড়।
চোটে পড়ায় দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। নেইমারের সঙ্গে এই দলে নেই রাফিনহা, গ্যাব্রিয়েল জেসুস, আন্তনিওর মতো ফুটবলাররা। তাতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে আক্রমণভাগ। এই আক্রমণভাগের দায়িত্বে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, রদ্রিগো, ম্যালকম, রনি ও পেদ্রো। অন্তর্বর্তীকালীন কোচ র্যামন মেনেজেসের ঘোষিত এই দলে পাঁচ নতুন খেলোয়াড়ের মধ্যে অন্যতম আলোচিত হচ্ছেন জোয়েলিংটন। সদ্য সমাপ্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের জার্সিতে দুর্দান্ত খেলেছেন এই মিডফিল্ডার। জোয়েলিংটনের সঙ্গে আরও আছেন ভ্যান্ডারসন, নিনো, এইরটন লুকাস ও ম্যালকম। ভ্যান্ডারসন, নিনো, লুকাস-এই তিনজন রক্ষণভাগের খেলোয়াড় আর ম্যালকম খেলবেন আক্রমণভাগে।
রক্ষণভাগে আছেন এদের মিলিতাও, মারকিনিওস, অ্যালেক্স তেলেসের মতো তারকারা। মিডফিল্ডের দায়িত্বে থাকবেন কাসেমিরো, লুকাস পাকেতার মতো খেলোয়াড়েরা। নতুন ডাক পাওয়া মিডফিল্ডার জোয়েলিংটন তো আছেন। ব্রাজিলের ২৩ সদস্যের এই দলে আছেন তিন গোলরক্ষক আলিসন বেকার, এদেরসন এবং ওয়েভারটন।
দুই আফ্রিকান দেশ গিনি ও সেনেগালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বার্সেলোনায় ১৭ জুন খেলবে গিনির বিপক্ষে আর ২০ জুন লিসবনে সেনেগালের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যালেক্স তেলেস (সেভিয়া), এইরটন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (রোমা), নিনো (ফ্লুমিনেন্স)
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম)
ফরোয়ার্ড: রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রনি (পালমেইরাস), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৭ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে