Ajker Patrika

গার্দিওলার সংসার ভাঙার ব্যাপারে স্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য

ক্রীড়া ডেস্ক    
ক্রিস্টিনা সেরার সঙ্গে পেপ গার্দিওলার সংসার ভাঙার কথা শোনা যাচ্ছে। ছবি: এএফপি
ক্রিস্টিনা সেরার সঙ্গে পেপ গার্দিওলার সংসার ভাঙার কথা শোনা যাচ্ছে। ছবি: এএফপি

হঠাৎ করেই পেপ গার্দিওলার সংসার ভাঙার খবরে তোলপাড় গত কদিন। সামাজিক মাধ্যম, গণমাধ্যমে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। এবার তাঁর স্ত্রী ক্রিস্টিনা সেরা ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের গতকালের এক প্রতিবেদনে পাওয়া গেছে সংসার ভাঙা নিয়ে ক্রিস্টিনার বক্তব্য। কেমন আছেন?-এক সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে গার্দিওলার স্ত্রী বলেন, ‘ভালো আছি। ধন্যবাদ। সবকিছুই ঠিকঠাক চলছে।’ তবে যখন জিজ্ঞেস করা হয়, সিটির সঙ্গে গার্দিওলা নতুন চুক্তি স্বাক্ষর করাই কি সংসার ভাঙার কারণ? তখন ক্রিস্টিনা থাকেন নীরব। যদিও গার্দিওলার সংসার ভাঙার পেছনে সিটির সঙ্গে নতুন চুক্তিকেই মূলত দায়ী করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ম্যান সিটির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন তিনি। নতুন চুক্তিতে ২০২৭ সালের জুন পর্যন্ত সিটির কোচ হিসেবে থাকছেন গার্দিওলা।

স্পেনের ‘এল পিরিওডিকো’ সংবাদপত্র গার্দিওলার সংসার ভাঙা নিয়ে ১৩ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, গার্দিওলা ও ক্রিস্টিনা সেরা ৩০ বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে গেছেন। দুই জনই তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে জানিয়েছিলেন বলে এল পিরিওডিকোর প্রতিবেদনে বলা হয়েছিল।

ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে পথচলা শুরু গার্দিওলার। পরবর্তীতে ২০১৪ সালে বার্সেলোনায় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন। গার্দিওলা-ক্রিস্টিনা জুটি তিন সন্তানের বাবা-মা। তিন সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪ বছর। ২২ বছর বয়স ছেলে মারিয়াসের। ১৭ বছর বয়সী মেয়ে ভ্যালেন্তিনা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।

ছোট মেয়ে ভ্যালেন্তিনাকে নিয়ে ২০১৯ সালে ম্যানচেস্টার ছাড়েন ক্রিস্টিনা। তখন পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করতে ৫ বছর আগে বার্সেলোনায় ক্রিস্টিনা গিয়েছিলেন। তবে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকা গার্দিওলা ম্যানচেস্টারেই থেকে গেছেন। ২০১৬ থেকে ম্যান সিটির কোচের কাজ করছেন তিনি।

একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে গার্দিওলা ও ক্রিস্টিনাকে। ছুটি কাটাতে বার্সেলোনাতেও যেতেন গার্দিওলা। তবে সেসব এখন অতীত। এখন গার্দিওলা-ক্রিস্টিনা জুটির বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে।

আরও পড়ুন: গার্দিওলার ৩০ বছরের সংসার তাহলে ভেঙেই গেল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত