Ajker Patrika

কাকে ভালোবাসার কথা বললেন নেইমার

কাকে ভালোবাসার কথা বললেন নেইমার

কয়েক দিন আগেই শেষ হলো ২০২২-২৩ মৌসুম। ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হতে এখনো বাকি কয়েক মাস। অবসরের এই সময় বিভিন্নজন কাটাচ্ছেন বিভিন্নভাবে। 

ভিনির সঙ্গে নেইমারের দেখা হয়েছে গত পরশু। ব্রাজিলের রিও ডি জেনিরোর রেস্তোরায় সময় কাটিয়েছেন। দুজনে একসঙ্গে ছবি তুলেছেন এবং ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন ভিনি। নেইমারের সঙ্গে দেখা করে আবেগাপ্লুত ভিনি ক্যাপশন দিয়েছেন, ‘যাকে আপনি আদর্শ মনে করেন, তার সঙ্গে যখন বন্ধুত্ব হয় ও আপনার সঙ্গে দেখা করতে আসে। কখনো স্বপ্ন দেখা বন্ধ করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও আমি আপনাকে ভালোবাসি।’ ভালোবাসার উত্তর ভালোবাসার মাধ্যমেই দিয়েছেন নেইমার। ভিনির পোস্টে কমেন্ট করেছেন নেইমার, ‘তোমাকে আমি ভালোবাসি।’ সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়েছেন ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই ছবি নেইমারও তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। 

 ২০২২-২৩ মৌসুমের লা লিগায় বর্ণবাদের শিকার হয়েছিলেন ভিনি। ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচে ঘটে এই ঘটনা। এমন ঘটনায় তোলপাড় হয় পুরো বিশ্ব। সামাজিকমাধ্যমে চলে বিভিন্ন রকম মন্তব্য। জরিমানা করা হয়েছিল ভ্যালেন্সিয়া ক্লাবকে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। ভিনির এই দুঃসময়ে পাশে ছিলেন নেইমার। ৩১ বছর বয়সী ব্রাজিল ফরোয়ার্ড সামাজিকমাধ্যমে এই ঘটনার প্রতিবাদও করেন। 

আন্তর্জাতিক ফুটবলে নেইমার সর্বশেষ খেলেছেন কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে সেখানেই থেমে যায় ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। এরপর এ বছরের ১৯ ফেব্রুয়ারী লিলের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে এটাই তাঁর সর্বশেষ ম্যাচ। পিএসজিতে পরের মৌসুম থাকবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। তবে ব্রাজিলের সর্বোচ্চ গোলের সঙ্গে যৌথভাবে শীর্ষে নেইমার ও পেলে। দুজনেই আন্তর্জাতিক ফুটবলে ৭৭ গোল করেছেন। অন্যদিকে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলে সময়টা খারাপ যাচ্ছে ব্রাজিলের। মরক্কো, গিনি ও সেনেগাল-এই তিন দলের মধ্যে শুধু গিনির বিপক্ষে জয় পেয়েছে পাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই তিন ম্যাচে ভিনি ১ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন এক গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত