Ajker Patrika

লেভানডফস্কির হ্যাটট্রিকে শিরোপা জয়ের উৎসব বায়ার্নের

লেভানডফস্কির হ্যাটট্রিকে শিরোপা জয়ের উৎসব বায়ার্নের

ঢাকা: রবার্ট লেভানডফস্কি হয়তো কাল সাবেক সতীর্থ জার্ড মুলারের ‘আশীর্বাদ’ নিয়ে খেলতে নেমেছিলেন! কাল অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে বরুসিয়া মনশেডগ্লাডবাখকে যেভাবে নাচাচ্ছিলেন, তাতে পাঁচ গোল করে বুন্দেসলিগায় মুলারের এক মৌসুমে (১৯৭১-৭২) করা ৪০ গোলের রেকর্ড ভেঙেই ফেলতেন!

লেভানডফস্কির হ্যাটট্রিকে কাল মনশেডগ্লাডবাখকে ৬-০ গোলে হারিয়ে টানা নয়বার বুন্দেসলিগার শিরোপা জয়ের উৎসবকে রঙিন করে তুলল বায়ার্ন মিউনিখ। কিন্তু একটু অপেক্ষায় থাকতে হলো লেভানডফস্কিকে। মুলারের রেকর্ডটা ছুঁতে চাই তাঁর আরেকটি গোল।

কাল ডাই বরুশেনদের বিপক্ষে খেলার আগেই সুসংবাদ পেয়েছিল বায়ার্ন। লাইপজিগকে ডর্টমুন্ড ৩-২ গোলে হারালে খেলার আগেই বুন্দেসলিগায় টানা নবম শিরোপা জয়ের সুখবর পায় হ্যান্স ফ্লিকের শিষ্যরা। ঘরের মাঠ আলিয়াঞ্জ আরিনায় সুখবরটা আরও রঙিন করতে খুব একটা সময় নেননি লেভানডফস্কি। ২ মিনিটে সতীর্থ ডেভিড আলাবার ক্রস থেকে মনশেডগ্লাডবাখের জালে বল জড়ান পোলিশ স্ট্রাইকার। ১২ ও ১৬ মিনিটে হেডে দুটো গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লেভানডফস্কি। ২০ মিনিটে আবারও আক্ষেপে পুড়েছেন বাভারিয়ান স্ট্রাইকার। ডি–বক্স থেকে করা ক্রসটি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লাগলে তা লক্ষ্যভ্রষ্ট হয়।

বারবার লক্ষ্য ভ্রষ্ট হওয়া বায়ার্নকে দ্বিতীয়বারের মতো উৎসব করার সুযোগ এনে দিয়েছেন টমাস মুলার। ২৩ মিনিটে মিডফিল্ডার জামাল মুসিয়ালার পাস থেকে সোজাসুজি গোলটি করেছেন টমাস। বারবার দুর্ভাগ্যের শিকার হওয়া লেভানডফস্কি এবার আর ভুল করেননি। ৩৪ মিনিটে দুর্দান্ত ডিগবাজিতে নিজের দ্বিতীয় গোলটি করেছেন বায়ার্ন স্ট্রাইকার। ৪৪ মিনিটে লেভান্ডফস্কির সহায়তায় কিংসলে কোমানের গোলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন।

 প্রথমার্ধের ধাক্কা সামলাতে দ্বিতীয়ার্ধে বেপরোয়া হয়ে ওঠে মনশেডগ্লাডবাখ। ডাই বরুশেনদের বেশ কটি সুযোগ সফলভাবে ফিরিয়ে দিয়েছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ৬৫ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেছেন লেভা। ৮৫ মিনিটে লিরয় সানের গোলে ৬-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্যাভারিয়ানদের।

কিছু নিশ্চিত সুযোগ ফসকে যাওয়ায় লেভানডফস্কির হয়তো আফসোস হতে পারে। না হলে কালই ছাড়িয়ে যেতেন গার্ড মুলারকে। বায়ার্নের এখনো দুটি ম্যাচ বাকি। কে জানে হয়তো শনিবার ফ্রেইবুর্গের বিপক্ষে রেকর্ডটি নিজের করে নেবেন পোলিশ স্ট্রাইকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত