ঢাকা: রবার্ট লেভানডফস্কি হয়তো কাল সাবেক সতীর্থ জার্ড মুলারের ‘আশীর্বাদ’ নিয়ে খেলতে নেমেছিলেন! কাল অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে বরুসিয়া মনশেডগ্লাডবাখকে যেভাবে নাচাচ্ছিলেন, তাতে পাঁচ গোল করে বুন্দেসলিগায় মুলারের এক মৌসুমে (১৯৭১-৭২) করা ৪০ গোলের রেকর্ড ভেঙেই ফেলতেন!
লেভানডফস্কির হ্যাটট্রিকে কাল মনশেডগ্লাডবাখকে ৬-০ গোলে হারিয়ে টানা নয়বার বুন্দেসলিগার শিরোপা জয়ের উৎসবকে রঙিন করে তুলল বায়ার্ন মিউনিখ। কিন্তু একটু অপেক্ষায় থাকতে হলো লেভানডফস্কিকে। মুলারের রেকর্ডটা ছুঁতে চাই তাঁর আরেকটি গোল।
কাল ডাই বরুশেনদের বিপক্ষে খেলার আগেই সুসংবাদ পেয়েছিল বায়ার্ন। লাইপজিগকে ডর্টমুন্ড ৩-২ গোলে হারালে খেলার আগেই বুন্দেসলিগায় টানা নবম শিরোপা জয়ের সুখবর পায় হ্যান্স ফ্লিকের শিষ্যরা। ঘরের মাঠ আলিয়াঞ্জ আরিনায় সুখবরটা আরও রঙিন করতে খুব একটা সময় নেননি লেভানডফস্কি। ২ মিনিটে সতীর্থ ডেভিড আলাবার ক্রস থেকে মনশেডগ্লাডবাখের জালে বল জড়ান পোলিশ স্ট্রাইকার। ১২ ও ১৬ মিনিটে হেডে দুটো গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লেভানডফস্কি। ২০ মিনিটে আবারও আক্ষেপে পুড়েছেন বাভারিয়ান স্ট্রাইকার। ডি–বক্স থেকে করা ক্রসটি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লাগলে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
বারবার লক্ষ্য ভ্রষ্ট হওয়া বায়ার্নকে দ্বিতীয়বারের মতো উৎসব করার সুযোগ এনে দিয়েছেন টমাস মুলার। ২৩ মিনিটে মিডফিল্ডার জামাল মুসিয়ালার পাস থেকে সোজাসুজি গোলটি করেছেন টমাস। বারবার দুর্ভাগ্যের শিকার হওয়া লেভানডফস্কি এবার আর ভুল করেননি। ৩৪ মিনিটে দুর্দান্ত ডিগবাজিতে নিজের দ্বিতীয় গোলটি করেছেন বায়ার্ন স্ট্রাইকার। ৪৪ মিনিটে লেভান্ডফস্কির সহায়তায় কিংসলে কোমানের গোলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন।
প্রথমার্ধের ধাক্কা সামলাতে দ্বিতীয়ার্ধে বেপরোয়া হয়ে ওঠে মনশেডগ্লাডবাখ। ডাই বরুশেনদের বেশ কটি সুযোগ সফলভাবে ফিরিয়ে দিয়েছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ৬৫ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেছেন লেভা। ৮৫ মিনিটে লিরয় সানের গোলে ৬-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্যাভারিয়ানদের।
কিছু নিশ্চিত সুযোগ ফসকে যাওয়ায় লেভানডফস্কির হয়তো আফসোস হতে পারে। না হলে কালই ছাড়িয়ে যেতেন গার্ড মুলারকে। বায়ার্নের এখনো দুটি ম্যাচ বাকি। কে জানে হয়তো শনিবার ফ্রেইবুর্গের বিপক্ষে রেকর্ডটি নিজের করে নেবেন পোলিশ স্ট্রাইকার।
ঢাকা: রবার্ট লেভানডফস্কি হয়তো কাল সাবেক সতীর্থ জার্ড মুলারের ‘আশীর্বাদ’ নিয়ে খেলতে নেমেছিলেন! কাল অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে বরুসিয়া মনশেডগ্লাডবাখকে যেভাবে নাচাচ্ছিলেন, তাতে পাঁচ গোল করে বুন্দেসলিগায় মুলারের এক মৌসুমে (১৯৭১-৭২) করা ৪০ গোলের রেকর্ড ভেঙেই ফেলতেন!
লেভানডফস্কির হ্যাটট্রিকে কাল মনশেডগ্লাডবাখকে ৬-০ গোলে হারিয়ে টানা নয়বার বুন্দেসলিগার শিরোপা জয়ের উৎসবকে রঙিন করে তুলল বায়ার্ন মিউনিখ। কিন্তু একটু অপেক্ষায় থাকতে হলো লেভানডফস্কিকে। মুলারের রেকর্ডটা ছুঁতে চাই তাঁর আরেকটি গোল।
কাল ডাই বরুশেনদের বিপক্ষে খেলার আগেই সুসংবাদ পেয়েছিল বায়ার্ন। লাইপজিগকে ডর্টমুন্ড ৩-২ গোলে হারালে খেলার আগেই বুন্দেসলিগায় টানা নবম শিরোপা জয়ের সুখবর পায় হ্যান্স ফ্লিকের শিষ্যরা। ঘরের মাঠ আলিয়াঞ্জ আরিনায় সুখবরটা আরও রঙিন করতে খুব একটা সময় নেননি লেভানডফস্কি। ২ মিনিটে সতীর্থ ডেভিড আলাবার ক্রস থেকে মনশেডগ্লাডবাখের জালে বল জড়ান পোলিশ স্ট্রাইকার। ১২ ও ১৬ মিনিটে হেডে দুটো গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লেভানডফস্কি। ২০ মিনিটে আবারও আক্ষেপে পুড়েছেন বাভারিয়ান স্ট্রাইকার। ডি–বক্স থেকে করা ক্রসটি প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লাগলে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
বারবার লক্ষ্য ভ্রষ্ট হওয়া বায়ার্নকে দ্বিতীয়বারের মতো উৎসব করার সুযোগ এনে দিয়েছেন টমাস মুলার। ২৩ মিনিটে মিডফিল্ডার জামাল মুসিয়ালার পাস থেকে সোজাসুজি গোলটি করেছেন টমাস। বারবার দুর্ভাগ্যের শিকার হওয়া লেভানডফস্কি এবার আর ভুল করেননি। ৩৪ মিনিটে দুর্দান্ত ডিগবাজিতে নিজের দ্বিতীয় গোলটি করেছেন বায়ার্ন স্ট্রাইকার। ৪৪ মিনিটে লেভান্ডফস্কির সহায়তায় কিংসলে কোমানের গোলে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন।
প্রথমার্ধের ধাক্কা সামলাতে দ্বিতীয়ার্ধে বেপরোয়া হয়ে ওঠে মনশেডগ্লাডবাখ। ডাই বরুশেনদের বেশ কটি সুযোগ সফলভাবে ফিরিয়ে দিয়েছেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। ৬৫ মিনিটে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেছেন লেভা। ৮৫ মিনিটে লিরয় সানের গোলে ৬-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্যাভারিয়ানদের।
কিছু নিশ্চিত সুযোগ ফসকে যাওয়ায় লেভানডফস্কির হয়তো আফসোস হতে পারে। না হলে কালই ছাড়িয়ে যেতেন গার্ড মুলারকে। বায়ার্নের এখনো দুটি ম্যাচ বাকি। কে জানে হয়তো শনিবার ফ্রেইবুর্গের বিপক্ষে রেকর্ডটি নিজের করে নেবেন পোলিশ স্ট্রাইকার।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ মিনিট আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে