প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকে এখন পর্যন্ত এ কথাটা অনেকবার উঠেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, কাল সতীর্থদের এমবাপ্পে এই মৌসুম পিএসজিতে থাকার কথা নিশ্চিত করেছেন।
এসব খবরের মধ্যে আরেক খবর, এমবাপ্পেকে নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে! পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে আসতে চান। এই ফরাসি তারকাকে ঘিরে আরও অনেক গুঞ্জনের মধ্যে এটি আরেকটি। রিয়ালও নাকি এমবাপ্পেকে বরণের জন্য তৈরি হয়ে আছে। দল বদলের আর যখন ১২ দিন বাকি, এই গুঞ্জনগুলো ডালাপালা মেলছে জোরেশোরে।
এসব গুঞ্জনে জোর হাওয়া লাগিয়েছেন রিয়াল তারকা টনি ক্রুস। এক পডকাস্টে বলেছেন, ‘সম্ভবত প্যারিস থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবেন।’ দল বদলের শেষ মুহূর্তে একজন তারকা দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়াল। সেই তারকা এমবাপ্পের জন্য স্প্যানিশ ক্লাবটি টাকার বস্তা নিয়ে বসে আছে। আর যদি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে দলে ভেড়ানো সম্ভব নাও হয়, আর্লিং হালান্ডকে পাখির চোখ করছে ক্লাবটি। দুজনকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো জোগাড়ের কাজও সেরে রেখেছে রিয়াল।
মার্টিন অডেগার্ড, সার্জিও রেগুইলোন, আশরাফ হাকিমি, রাফায়েল ভারানেকে বিক্রি করে টাকা জোগাড়ের কাজটা সেরেছে রিয়াল। তবে রিয়ালের জন্য মন খারাপের খবর হতে পারে, এখনো বেঁকে বসে আছে পিএসজি। গতকালও ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এমবাপ্পে এ মৌসুমে প্যারিসেই থাকবেন।’
দল বদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগে লিওনেল মেসি এ কথাটাই প্রমাণ করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। এমবাপ্পের ক্ষেত্রেও আগামী কদিনে ঘটতে পারে যেকোনো কিছু।
প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে চান না কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুম থেকে এখন পর্যন্ত এ কথাটা অনেকবার উঠেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের খবর, কাল সতীর্থদের এমবাপ্পে এই মৌসুম পিএসজিতে থাকার কথা নিশ্চিত করেছেন।
এসব খবরের মধ্যে আরেক খবর, এমবাপ্পেকে নিয়ে এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে! পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়ালে আসতে চান। এই ফরাসি তারকাকে ঘিরে আরও অনেক গুঞ্জনের মধ্যে এটি আরেকটি। রিয়ালও নাকি এমবাপ্পেকে বরণের জন্য তৈরি হয়ে আছে। দল বদলের আর যখন ১২ দিন বাকি, এই গুঞ্জনগুলো ডালাপালা মেলছে জোরেশোরে।
এসব গুঞ্জনে জোর হাওয়া লাগিয়েছেন রিয়াল তারকা টনি ক্রুস। এক পডকাস্টে বলেছেন, ‘সম্ভবত প্যারিস থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবেন।’ দল বদলের শেষ মুহূর্তে একজন তারকা দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে রিয়াল। সেই তারকা এমবাপ্পের জন্য স্প্যানিশ ক্লাবটি টাকার বস্তা নিয়ে বসে আছে। আর যদি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকাকে দলে ভেড়ানো সম্ভব নাও হয়, আর্লিং হালান্ডকে পাখির চোখ করছে ক্লাবটি। দুজনকে কিনতে ২০০ মিলিয়ন ইউরো জোগাড়ের কাজও সেরে রেখেছে রিয়াল।
মার্টিন অডেগার্ড, সার্জিও রেগুইলোন, আশরাফ হাকিমি, রাফায়েল ভারানেকে বিক্রি করে টাকা জোগাড়ের কাজটা সেরেছে রিয়াল। তবে রিয়ালের জন্য মন খারাপের খবর হতে পারে, এখনো বেঁকে বসে আছে পিএসজি। গতকালও ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন, ‘এমবাপ্পে এ মৌসুমে প্যারিসেই থাকবেন।’
দল বদলের বাজারে শেষ কথা বলে কিছু নেই। কদিন আগে লিওনেল মেসি এ কথাটাই প্রমাণ করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। এমবাপ্পের ক্ষেত্রেও আগামী কদিনে ঘটতে পারে যেকোনো কিছু।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৭ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
২ ঘণ্টা আগেনারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে সাথিরা জাকির জেসির। এশিয়া কাপ, আইসিসি ইভেন্টে সবশেষ দুই বছর আম্পায়ারিং করেছেন। এবার তিনি আম্পায়ার হিসেবে কাজ করবেন আইসিসির মূল ইভেন্টেও।
২ ঘণ্টা আগেপাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বেড়েই চলেছে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। দুজনেই সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে খেলেছিলেন তাঁরা (বাবর-রিজওয়ান)।
৪ ঘণ্টা আগে