Ajker Patrika

মেসিদের কাছে হেরেও গার্দিওলা বললেন, দারুণ খেলেছি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৩
মেসিদের কাছে হেরেও গার্দিওলা বললেন, দারুণ খেলেছি

মধ্যপ্রাচ্যের তেলে মদদপুষ্ট দুই ক্লাবই। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-ম্যানচেস্টার সিটির ম্যাচটিকে তাই ফুটবল বিশ্ব নাম দিয়েছে ‘তেল ক্লাসিকো’। 

তবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ধ্রুপদি লড়াই ‘এল ক্লাসিকো’ বা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’র মতো এতটা উত্তাপ আগে ছড়ায়নি পিএসজি-সিটি দ্বৈরথ। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের আগের পাঁচ দেখায় সিটিজেনদের যে কখনোই হারাতে পারেনি প্যারিসিয়ানরা। গত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও দুই লেগেই হেরে গিয়েছিলেন নেইমার জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেরা। 

তবে লিওনেল মেসি পিএসজিতে আসতেই ধরা দিল সৌভাগ্য। পেপ গার্দিওলার ম্যানসিটিকে প্রথমবার হারাল প্যারিসের ক্লাবটি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে গত রাতে ২-০ গোলের জয় পেয়েছেন মেসিরা। 

পিএসজির বিপক্ষে প্রথম হার তো বটেই। ২০১৮ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে হারল সিটিজেনরা। তবে ম্যাচ শেষে গার্দিওলা শিষ্যদের সাফাই গাইলেন। বললেন, অনেক ভালো খেলেছে তাঁর দল। আক্ষেপ শুধু গোলের সুযোগ হাতছাড়া হওয়ায়। 

পিএসজির জার্সিতে মেসির প্রথম গোলের রাতে সিটিও সুযোগ পেয়েছিল ভালোই। ২৬ মিনিটে রাহিম স্টার্লিংয়ের হেড লাগে ক্রসবারে, ফিরতি বলে বার্নার্দো সিলভার টোকা আটকে যায় বারে। এ ছাড়া তিন দফা রিয়াদ মাহরেজের গোলের প্রচেষ্টা নস্যাৎ করে দেন পিএসজির নতুন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। 

ম্যাচের পর গার্দিওলার ভাষ্য, তাঁর দল অনেক আক্রমণ করলেও যথেষ্ট গোছানো ছিল না, ‘আমরা দারুণ খেলেছি। স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটির মতোই ছিল পারফরম্যান্স (গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচ)। তবে আমাদের যে মানের ফুটবলার আছে, সে তুলনায় শুরুতে কিছুটা কম আগ্রাসী ছিলাম আমরা।’

অবশ্য তাঁদের হারানোর কৃতিত্ব প্রতিপক্ষকেও দিলেন গার্দিওলা, ‘ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল কম। ওরা (পিএসজি) ছিল দুর্দান্ত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত