মধ্যপ্রাচ্যের তেলে মদদপুষ্ট দুই ক্লাবই। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-ম্যানচেস্টার সিটির ম্যাচটিকে তাই ফুটবল বিশ্ব নাম দিয়েছে ‘তেল ক্লাসিকো’।
তবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ধ্রুপদি লড়াই ‘এল ক্লাসিকো’ বা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’র মতো এতটা উত্তাপ আগে ছড়ায়নি পিএসজি-সিটি দ্বৈরথ। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের আগের পাঁচ দেখায় সিটিজেনদের যে কখনোই হারাতে পারেনি প্যারিসিয়ানরা। গত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও দুই লেগেই হেরে গিয়েছিলেন নেইমার জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেরা।
তবে লিওনেল মেসি পিএসজিতে আসতেই ধরা দিল সৌভাগ্য। পেপ গার্দিওলার ম্যানসিটিকে প্রথমবার হারাল প্যারিসের ক্লাবটি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে গত রাতে ২-০ গোলের জয় পেয়েছেন মেসিরা।
পিএসজির বিপক্ষে প্রথম হার তো বটেই। ২০১৮ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে হারল সিটিজেনরা। তবে ম্যাচ শেষে গার্দিওলা শিষ্যদের সাফাই গাইলেন। বললেন, অনেক ভালো খেলেছে তাঁর দল। আক্ষেপ শুধু গোলের সুযোগ হাতছাড়া হওয়ায়।
পিএসজির জার্সিতে মেসির প্রথম গোলের রাতে সিটিও সুযোগ পেয়েছিল ভালোই। ২৬ মিনিটে রাহিম স্টার্লিংয়ের হেড লাগে ক্রসবারে, ফিরতি বলে বার্নার্দো সিলভার টোকা আটকে যায় বারে। এ ছাড়া তিন দফা রিয়াদ মাহরেজের গোলের প্রচেষ্টা নস্যাৎ করে দেন পিএসজির নতুন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
ম্যাচের পর গার্দিওলার ভাষ্য, তাঁর দল অনেক আক্রমণ করলেও যথেষ্ট গোছানো ছিল না, ‘আমরা দারুণ খেলেছি। স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটির মতোই ছিল পারফরম্যান্স (গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচ)। তবে আমাদের যে মানের ফুটবলার আছে, সে তুলনায় শুরুতে কিছুটা কম আগ্রাসী ছিলাম আমরা।’
অবশ্য তাঁদের হারানোর কৃতিত্ব প্রতিপক্ষকেও দিলেন গার্দিওলা, ‘ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল কম। ওরা (পিএসজি) ছিল দুর্দান্ত।’
মধ্যপ্রাচ্যের তেলে মদদপুষ্ট দুই ক্লাবই। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-ম্যানচেস্টার সিটির ম্যাচটিকে তাই ফুটবল বিশ্ব নাম দিয়েছে ‘তেল ক্লাসিকো’।
তবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ধ্রুপদি লড়াই ‘এল ক্লাসিকো’ বা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকো’র মতো এতটা উত্তাপ আগে ছড়ায়নি পিএসজি-সিটি দ্বৈরথ। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের আগের পাঁচ দেখায় সিটিজেনদের যে কখনোই হারাতে পারেনি প্যারিসিয়ানরা। গত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও দুই লেগেই হেরে গিয়েছিলেন নেইমার জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেরা।
তবে লিওনেল মেসি পিএসজিতে আসতেই ধরা দিল সৌভাগ্য। পেপ গার্দিওলার ম্যানসিটিকে প্রথমবার হারাল প্যারিসের ক্লাবটি। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে গত রাতে ২-০ গোলের জয় পেয়েছেন মেসিরা।
পিএসজির বিপক্ষে প্রথম হার তো বটেই। ২০১৮ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে হারল সিটিজেনরা। তবে ম্যাচ শেষে গার্দিওলা শিষ্যদের সাফাই গাইলেন। বললেন, অনেক ভালো খেলেছে তাঁর দল। আক্ষেপ শুধু গোলের সুযোগ হাতছাড়া হওয়ায়।
পিএসজির জার্সিতে মেসির প্রথম গোলের রাতে সিটিও সুযোগ পেয়েছিল ভালোই। ২৬ মিনিটে রাহিম স্টার্লিংয়ের হেড লাগে ক্রসবারে, ফিরতি বলে বার্নার্দো সিলভার টোকা আটকে যায় বারে। এ ছাড়া তিন দফা রিয়াদ মাহরেজের গোলের প্রচেষ্টা নস্যাৎ করে দেন পিএসজির নতুন গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।
ম্যাচের পর গার্দিওলার ভাষ্য, তাঁর দল অনেক আক্রমণ করলেও যথেষ্ট গোছানো ছিল না, ‘আমরা দারুণ খেলেছি। স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটির মতোই ছিল পারফরম্যান্স (গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচ)। তবে আমাদের যে মানের ফুটবলার আছে, সে তুলনায় শুরুতে কিছুটা কম আগ্রাসী ছিলাম আমরা।’
অবশ্য তাঁদের হারানোর কৃতিত্ব প্রতিপক্ষকেও দিলেন গার্দিওলা, ‘ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ ছিল কম। ওরা (পিএসজি) ছিল দুর্দান্ত।’
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে