Ajker Patrika

ম্যানইউ ছাড়ার পথ খুঁজছেন রোনালদো!

ম্যানইউ ছাড়ার পথ খুঁজছেন রোনালদো!

জুভেন্টাসে সাফল্য না পাওয়ার হতাশা কাটাতে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু প্রিমিয়ার লিগের কঠিন প্রতিদ্বন্দ্বিতায় কুলিয়ে উঠতে পারছে না রোনালদোর দল ম্যানইউ। শঙ্কায় আছে মৌসুম শেষে সেরা চারে থাকা নিয়েও। এমন পরিস্থিতিতে মৌসুম শেষে রোনালদোর ম্যানইউ ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। 

এর মধ্যে সুপার এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে নাকি নিজের ভবিষ্যৎ নিয়ে বৈঠকেও বসেছেন রোনালদো। কোচ রালফ রাংনিকের অধীনে ম্যানইউর বর্তমান খেলার ধরন নিয়ে খুশি নন রোনালদো। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি সানকে এক সূত্র জানিয়েছে, ‘ম্যানইউতে যা ঘটছে তা নিয়ে রোনালদো বেশ উদ্বিগ্ন। দল এখন বেশ সমালোচনার মুখে আছে। এখানে অনেক সমস্যা আছে, যা নিয়ে রোনালদো বেশ চাপেও আছে।’ 

তবে রোনালদো চান ম্যানইউতে তাঁর হাত ধরে সাফল্য আসুক। তবে দলের বর্তমান পরিস্থিতি নিয়েও সন্তুষ্ট হতে পারছেন না তিনি। সেই সূত্র বলে, ‘সে মনেপ্রাণে চায় ম্যানইউতে তার আসা সফলতা পাক। কিন্তু সে এটাও বুঝতে পেরেছে যে, এই দল নিয়ে শিরোপা জেতা কঠিন এক সংগ্রামের কাজ হবে।’ 

মেন্ডেস ও রোনালদোর বৈঠক নিয়ে সেই সূত্র আরও বলে, ‘হোর্হে তার সঙ্গে দেখা করতে এসেছিল। বর্তমান পরিস্থিতিতে কিছু সমস্যা ও সেগুলো কীভাবে সমাধান করা যায় নিয়ে তারা কিছু সময় আলাপ করেছে। এই মুহূর্তে কোনো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত