Ajker Patrika

ছাড়াছাড়ি হওয়া প্রেমিকার সঙ্গেই র‍্যাশফোর্ডের বাগদান

ছাড়াছাড়ি হওয়া প্রেমিকার সঙ্গেই র‍্যাশফোর্ডের বাগদান

কৈশোরের প্রেমিকা লুসিয়া লুইয়ের সঙ্গে বাগদান সারলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস র‍্যাশফোর্ড। এর আগে মাঝে একবার ছাড়াছাড়িও হয়ে গিয়েছিল তাঁদের। তবে সমস্ত বাধা-বিপত্তি দূর করে নিজেদের বন্ধনকে আরও শক্তিশালী করলেন র‍্যাশফোর্ড ও লুসিয়া।

সম্প্রতি র‍্যাশফোর্ড লুসিয়ার সঙ্গে অন্তরঙ্গ একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। একটি সূত্র দ্য সানকে বলেছে, ‘তারা এখন দারুণ আনন্দে আছে। অনেক দিন ধরেই এমন কিছু পরিকল্পনা করছিলেন র‍্যাশফোর্ড।’

এর আগে গত ইউরোতে পেনাল্টি মিস করে বর্ণবাদী আক্রমণের শিকার হয়ে আলোচনায় এসেছিলেন ইংলিশ তারকা র‍্যাশফোর্ড। এর কিছু সময় আগে আরও একটি ঝড় বয়ে গিয়েছিল র‍্যাশফোর্ডের জীবনে। কৈশোরের প্রেমিকা লুসির সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল তাঁর। সে সময় লুসিয়া র‍্যাশফোর্ডের ঘর ছেড়েও বেরিয়ে যান। তবে দীর্ঘ আট মাসের বিচ্ছেদ শেষে ফের মিলন ঘটে এই দুজনের।

সম্প্রতি এমন অন্তরঙ্গভাবে দেখা যায় র‍্যাশফোর্ড-লুসিয়াকে।পরে এ দুজনের পুনর্মিলনের খবর প্রথম সামনে আসে ৩ জানুয়ারি। উলভসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ১-০ গোলের হারের পর ইংলিশ ফরোয়ার্ডের গাড়িতে দেখা যায় লুসিয়াকে। এরপর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেও নিজেদের সম্পর্ক নতুন করে জোড়া লাগার ইঙ্গিত দিয়েছেন ২৪ বছর বয়সী এই ব্রিটিশ তরুণী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত