ক্রীড়া ডেস্ক
হাভিয়ের কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে আছেন তিন বছরেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কয়েক দফায় তাঁর চুক্তি বাড়িয়েছে। এবার সামাজিক মাধ্যমে তাঁর একটি রেকর্ড দেখাতে গিয়ে বিদ্রুপের শিকার হয়েছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কাবরেরোর একটি ছবি পোস্ট করেছে। ‘হাভিয়ের কাবরেরোর ৩০ আন্তর্জাতিক ম্যাচ’ লেখা সেই ছবিতে। ফটোকার্ডে বাফুফের লোগো বসানো হয়েছে। ক্যাপশনে লেখা,‘বাংলাদেশ ছেলেদের ফুটবল দলের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচের নতুন রেকর্ড গড়েছেন হাভিয়ের কাবরেরা।’ এই পোস্টের পর তিন ঘণ্টার ব্যবধানে প্রতিক্রিয়া হয়েছে ১৫ হাজারের বেশি। এর মধ্যে ১২ হাজারই হাহা প্রতিক্রিয়া। বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন অনেকে। বেশির ভাগই কাবরেরাকে দেশের ফুটবলের স্বার্থে বিদায় করতে বলেছেন। কেউ কেউ রসিকতাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। কেউ একজন লিখেছেন, ‘পেপ গার্দিওলার থেকে ভালো।’
শিলংয়ে পরশু এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ড্র হলেও এই ম্যাচে ভারতকে অনেক বেশি চাপে রাখতে পেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেকে দুর্দান্ত খেলেছেন। সুনীল ছেত্রীর মতো কিংবদন্তি ফুটবলারকে বোতলবন্দী করে রেখেছিলেন। বাংলাদেশ ড্র করলেও তাই অনেক প্রশংসা করিয়েছে।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
হাভিয়ের কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে আছেন তিন বছরেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কয়েক দফায় তাঁর চুক্তি বাড়িয়েছে। এবার সামাজিক মাধ্যমে তাঁর একটি রেকর্ড দেখাতে গিয়ে বিদ্রুপের শিকার হয়েছে বাফুফে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কাবরেরোর একটি ছবি পোস্ট করেছে। ‘হাভিয়ের কাবরেরোর ৩০ আন্তর্জাতিক ম্যাচ’ লেখা সেই ছবিতে। ফটোকার্ডে বাফুফের লোগো বসানো হয়েছে। ক্যাপশনে লেখা,‘বাংলাদেশ ছেলেদের ফুটবল দলের কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচের নতুন রেকর্ড গড়েছেন হাভিয়ের কাবরেরা।’ এই পোস্টের পর তিন ঘণ্টার ব্যবধানে প্রতিক্রিয়া হয়েছে ১৫ হাজারের বেশি। এর মধ্যে ১২ হাজারই হাহা প্রতিক্রিয়া। বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন অনেকে। বেশির ভাগই কাবরেরাকে দেশের ফুটবলের স্বার্থে বিদায় করতে বলেছেন। কেউ কেউ রসিকতাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। কেউ একজন লিখেছেন, ‘পেপ গার্দিওলার থেকে ভালো।’
শিলংয়ে পরশু এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় পর্বের ম্যাচে বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ড্র হলেও এই ম্যাচে ভারতকে অনেক বেশি চাপে রাখতে পেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেকে দুর্দান্ত খেলেছেন। সুনীল ছেত্রীর মতো কিংবদন্তি ফুটবলারকে বোতলবন্দী করে রেখেছিলেন। বাংলাদেশ ড্র করলেও তাই অনেক প্রশংসা করিয়েছে।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে