Ajker Patrika

দ্রুতই সত্যটা জানাবেন রোনালদো

দ্রুতই সত্যটা জানাবেন রোনালদো

দলবদলের পুরোটা সময়জুড়ে গুঞ্জনের কেন্দ্রে ক্রিস্টিয়ানো রোনালদো। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার ইচ্ছে পোষণের পর থেকে নিয়মিত সংবাদের শিরোনাম হয়েছেন পর্তুগিজ মহাতারকা। তবে রোনালদোর দাবি, তাঁকে নিয়ে যত সংবাদ হয়েছে তার প্রায় ৯৫ শতাংশই মিথ্যা। আর সত্যটা দ্রুতই জানাবেন তিনি।

রোনালদো শুরু থেকে ক্লাব ছাড়ার ব্যাপারে অনড় অবস্থানে থাকলেও, কদিন আগেও ম্যান ইউনাইটেড বস এরিক টেন হাগ দাবি করেছিলেন, রোনালদো বিক্রির জন্য নয়, তাঁকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন তিনি। তবে এই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। রোনালদোকে ছাড়া প্রাক মৌসুম প্রস্তুতিতে সাফল্য পাওয়া ম্যান ইউনাইটেড প্রিমিয়ার লিগে শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে বন্দী।

পরপর দুই ম্যাচ হারের দায় এসে পড়েছে রোনালদোর ওপরও। এক খবরে সম্প্রতি বিবিসি বলেছে, রোনালদোকে এখন আর রাখতে চায় না ম্যান ইউনাইটেড। এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত মুখ খুলেছেন রোনালদো নিজেই। বলেছেন, সত্য নিয়ে ক’দিন পরেই হাজির হচ্ছেন তিনি। 

দলবদল নিয়ে এত দিন সরাসরি কিছু না বলা রোনালদো এবার মুখ খুলেছেন এক ভক্তের পোস্টে কমেন্ট করতে গিয়ে। সেই পোস্টটিতে রোনালদোর আতলেতিকো মাদ্রিদে যাওয়ার কথা বলা হচ্ছিল। রোনালদোকে নিতে রোনালদো সেই পোস্টের নিচের মন্তব্য করতে গিয়ে লিখেছেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে তারা যখন সাক্ষাৎকার নেবে তখন সত্যটা জানতে পারবে। সংবাদমাধ্যমগুলো মিথ্যা কথা বলছে।’

তাঁকে নিয়ে করা সংবাদগুলো মিথ্যা দাবি করে রোনালদো আরও বলেছেন, ‘আমার একটি নোটবুক আছে। যেখানে আমাকে নিয়ে করা ১০০টি সংবাদের কথা আছে। যার মাঝে কেবল ৫টি সত্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত