Ajker Patrika

৯ জন নিয়ে সেমিফাইনাল নিশ্চিত আইভরিকোস্টের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৫৮
৯ জন নিয়ে সেমিফাইনাল নিশ্চিত আইভরিকোস্টের

সামাজিক মাধ্যমে একটা দৃশ্য বেশ ভাইরাল হয়েছে। মালি ফুটবল দলের কোচের মাথায় পানি ঢালছেন তাঁর এক সহকর্মী। অনেকের কাছে দৃশ্যটা দেখতে মজার হলেও কোচ এরিক চেলের মনের অবস্থা তখন ভয়াবহ।

এতটাই ভয়াবহ যে ম্যাচ শেষে এরিকের মাথা গরম হয়ে যায়। তাঁর মাথা ঠান্ডা করতে তাই পানি ঢালছিলেন এক সহকর্মী। তাতেও যে কাজ হয়েছে ভিডিও দেখে তা মনে হয় না। কারণ হাত দিয়ে তাঁর মুখ ঢাকার দৃশ্যটিই তা প্রমাণ করে। 

আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি যে এরিককে আরও বহুদিন পোড়াবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ, রেফারির শেষ বাঁশি বাজার আগমুহূর্ত পর্যন্ত ৭১ মিনিটের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মালি। কিন্তু যে সময় ম্যাচ শেষের বাঁশি বাজাবেন রেফারি, ঠিক সে সময়ই আইভরিকোস্টের সিমোন আদিংরা প্রতিপক্ষের বুকে যেন শেল মারলেন।

ঠিক ৯০ মিনিটে ফরোয়ার্ড সিমোনের গোলে ম্যাচে সমতায় ফেরায় আইভরিকোস্ট। এরপর অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে সেমিফাইনালও নিশ্চিত করে তারা। অথচ, ম্যাচের অর্ধেক সময়েরও বেশি ১০ জন খেলোয়াড় নিয়ে খেলেছে আইভরিকোস্ট। ৪৩ মিনিটে সেন্ট্রাল ডিফেন্ডার ওডিলন কোসোউনো লাল কার্ডে মাঠ ছাড়েন। ১২৩ মিনিটে আবার জয়ের নায়ক ওমর দিয়াকিতে গোল করার পর আবেগে আত্মহারা হয়ে জার্সি খুললে দ্বিতীয় হলুদ কার্ড লাল কার্ড দেখেন।

কিন্তু সবকিছু মালির পক্ষে থাকার পরও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা। ফুটবল নিয়তি যে তাদের কপালে জয়ের ভাগ্য রাখেনি, সেটা যেন ১৭ মিনিটের পেনাল্টি মিস আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিল।

এই জয়ে ৯ বছর পর সেমিফাইনালে উঠেছে আইভরিকোস্ট। দলের দীর্ঘ খরা কাটানোর জয়ের নায়ক দিয়াকিতে ম্যাচ শেষে বলেছেন, ‘এমন ম্যাচ ব্যাখ্যা করার কোনো ভাষা থাকে না। এটা শুধুই আবেগের বিষয়। আমি আনন্দে এতটাই আত্মহারা ছিলাম যে ভুলেই গিয়েছিলাম, আগে একটা হলুদ কার্ড দেখেছিলাম। আমার এটা ভুল হয়েছে। তবে সেমিফাইনালে আমি না থাকলেও আমরা নিজেদের কাজটা (ফাইনালে পৌঁছা) করতে পারব।’

 ৪ টি পেনাল্টি শট ঠেকিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক গোলরক্ষক রনউইন উইলিয়ামসঅন্যদিকে ২৪ বছরের অপেক্ষা ফুরিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেপ ভার্দে-দক্ষিণ আফ্রিকার লড়াই নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। এর পরও জয়-পরাজয় নির্ধারিত না হলে টাইব্রেকার হয়। সেখানে ৪টি শট ঠেকিয়ে দক্ষিণ আফ্রিকার নায়ক গোলরক্ষক রনউইন উইলিয়ামস। তাঁর কল্যাণেই ২-১ গোলে জয় পায় একবারে চ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত