Ajker Patrika

আবেগঘন বিদায়ে ক্যাম্প ন্যু পর্ব শেষ বুসকেতস-আলবার

আপডেট : ২৯ মে ২০২৩, ১৩: ০৮
আবেগঘন বিদায়ে ক্যাম্প ন্যু পর্ব শেষ বুসকেতস-আলবার

চলতি মৌসুম থেকেই বার্সেলোনা ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন সার্জিও বুসকেতস ও জর্দি আলবা। ক্যাম্প ন্যুতে তাঁরা গতকাল খেলে ফেলেছেন শেষ ম্যাচও। আবেগঘন বিদায়ে শেষ হয়েছে বুসকেতস-আলবার ক্যাম্প ন্যু পর্ব। 

গতকাল ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-মায়োর্কা। মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। জোড়া গোল করেছেন আনসু ফাতি এবং এক গোল করেন গাভি। বার্সার জয়ের পর লা লিগা, স্প্যানিশ সুপার কাপ-এই দুটি ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন বুসকেতস-আলবা। চলতি মৌসুমে বার্সার ক্যাম্প ন্যুতে এটাই শেষ ম্যাচ। এই ম্যাচ দিয়েই তো শেষ হলো বুসকেতস-আলবার ক্যাম্প ন্যু পর্ব। বিদায়ী ম্যাচে বুসকেতস, আলবাকে শূন্যে ছুড়ে মেরে সতীর্থরা উদযাপন করেছেন। ম্যাচ শেষে করতালি দিয়ে দর্শক, সতীর্থদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন বুসকেতস। বার্সার এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘ছোটবেলা থেকেই  স্বপ্ন দেখেছি এই স্টেডিয়ামে (ক্যাম্প ন্যু) খেলার। আজ (গতকাল) আমরা বিদায় জানাচ্ছি। আমরা এরই মধ্যে বিশ্বের সেরা ক্লাব হয়েছি। সেরা খেলোয়াড় ও সেরা স্টেডিয়াম রয়েছে আমাদের।’ 

ক্যাম্প ন্যুর বিদায়ী ম্যাচে আলবা স্মরণ করেছেন তিতো ভিলানোভাকে, যিনি ১১ বছর আগে তাঁকে (আলবা) বার্সায় এনেছেন। আলবা বলেছেন, ‘১৮ বছর এই জার্সি পড়ে আমি গর্বিত। পেশাগত দিক থেকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। তিতো ভিলানোভার মতো বিশেষ মানুষকে আমি স্মরণ করতে চাই। তিনি আমাকে ২০১২ সালে বার্সায় এনেছিলেন।’ বুসকেতস, আলবাকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। ডিএজেডএনকে বার্সেলোনার গোলরক্ষক বলেন, ‘যখন আপনি অনেক ম্যাচ খেলবেন, তখন এমন দিন এলে কষ্টই অনুভূত হবে। ক্যাম্প ন্যু আপনাদের বাড়ি। বুসকেতস ও আলবার মতো সতীর্থদের বিদায় জানানো খুবই বেদনাদায়ক। আমার ক্যারিয়ারে তাঁদের অবদান অপরিসীম। তাঁদের এবং তাঁদের পরিবারের জন্য রইল শুভকামনা।’ 

চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপ, লা লিগা—দুটো মেজর শিরোপা জিতেছে বার্সেলোনা। সেলতা ফিগোর বিপক্ষে আগামী ৪ জুন এই মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা। বালাইদোস স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত