Ajker Patrika

‘মেসিদের নিয়ে বাবা গর্ব করতেন’

‘মেসিদের নিয়ে বাবা গর্ব করতেন’

ধাক্কা খেয়ে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দেখাচ্ছে। দুর্দান্ত আর্জেন্টিনা আগামীকাল লুসাইলে ফাইনাল খেলবে ফ্রান্সের বিপক্ষে। ডিয়েগো ম্যারাডোনার ছেলে জানিয়েছেন, বাবা (ম্যারাডোনা) থাকলে এই দল নিয়ে গর্ব করতেন।

কাতার বিশ্বকাপে অধিনায়কোচিত পারফরম্যান্স করছেন লিওনেল মেসি। মেসি ৬ ম্যাচে করেছেন ৫ গোল, ৩ অ্যাসিস্ট। বিশ্বকাপে ২৫ ম্যাচে করেছেন ১১ গোল, যা আর্জেন্টাইনদের হয়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সর্বোচ্চ গোল। ম্যারাডোনাকে বিভিন্ন রেকর্ডে ছাড়িয়েও গেছেন তিনি। মেসি ছাড়া হুলিয়ান আলভারেজ করেছেন ৪ গোল। ৬ ম্যাচে আর্জেন্টিনা ‘ক্লিনশিট’ রাখতে পেরেছে ৩ ম্যাচে। 

ম্যারাডোনার ছেলে ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র আর্জেন্টিনার এমন পারফরম্যান্সে মুগ্ধ। ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘আমি সব ম্যাচ দেখছি। সব খবর রাখছি। আমার জার্সিতে তিন তারকা দেখতে চাচ্ছি কারণ এটা তাদের প্রাপ্য। তারা জার্সির জন্য নিজেদের নিংড়ে দিচ্ছে এবং আশা করি, তা (শিরোপা জেতা) হবে। জার্সির মর্যাদা রক্ষা করার জন্য তারা যেভাবে খেলছে, আমি নিশ্চিত বাবা এই দল নিয়ে গর্ব করতেন।’ 

কাতার বিশ্বকাপের আগে পাঁচবার ফাইনাল খেলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে দুইবার। ১৯৭৮ সালে নেদারল্যান্ডস এবং ১৯৮৬ বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে শিরোপার স্বাদ পেয়েছিল আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়েছে তিন বিশ্বকাপে। ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনা হেরেছিল উরুগুয়ের কাছে। আগামীকালের ফাইনাল আর্জেন্টিনার ষষ্ঠ বিশ্বকাপ ফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত