পুরুষ হয়েও অন্য পুরুষের প্রতি যৌন আকর্ষণের ব্যাপারটি অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন ইগর বেনেভেনুতো। ব্রাজিলের এ রেফারি এক সময় ফুটবলকে ঘৃণার চোখে দেখলেও নিজেদের সমকামিতা ঢাকতে এটিকে পেশা হিসেবে বেছে নেন।
১৮ বছর সমকামিতা গোপন করে রেখেছিলেন বেনেভেনুতো। শেষমেশ নিজেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের পডকাস্টে এক আলোচনায় নিজেকে সমকামী হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেন বেনেভেনুতো। ফিফার তালিকাভুক্ত রেফারিদের মধ্যে সর্বপ্রথম নিজের সমকামী পরিচয় প্রকাশ করেছেন তিনি।
ফুটবলে নারী জাগরণ তৈরি হলেও এটিকে এখনো ‘পুরুষদের খেলা’ মনে করেন বেনেভেনুতো। বলেন, ‘আমি ফুটবলকে ঘৃণা করতে করতেই বড় হয়েছি। ফুটবলের উত্তেজনাপূর্ণ পরিবেশ আমি নিতে পারতাম না। যে শিশুদের সঙ্গে আমি খেলতাম, তাদের সামনে নিজের একটা মুখোশ তৈরি করে নিয়েছিলাম।’
তরুণ বয়স থেকে সমকামিতা গোপন করে আসা বেনেভেনুতো এখন আর কারো পরোয়া করেন না, ‘এখন আমার বয়স ৪১ বছর। আমি বাঁশি বাজিয়ে যাচ্ছি ২৩ বছর ধরে। আজকের (সম্প্রতি) আগে আমি কখনো কোথাও স্বরূপে হাজির হতে পারিনি। সমকামীরা তাদের পরিচয় লুকিয়ে রাখতে জানে। তবে ভবিষ্যতে আর মুখোশ পরা চরিত্রে হাজির হব না। আমি শুধুই ইগর, একজন সমকামী, একজন মানুষ এবং আমি অন্য মানুষের পছন্দকে শ্রদ্ধা করি। অবশেষে নিজের অস্তিত্বকে ফিরিয়ে আনতে পেরে ভালো লাগছে।’
বেনেভেনুতোকে ব্রাজিলের সেরা রেফারিদের একজন মনে করা হয়। গত বছর তিনি ফিফার তালিকাভুক্ত হন।
পুরুষ হয়েও অন্য পুরুষের প্রতি যৌন আকর্ষণের ব্যাপারটি অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন ইগর বেনেভেনুতো। ব্রাজিলের এ রেফারি এক সময় ফুটবলকে ঘৃণার চোখে দেখলেও নিজেদের সমকামিতা ঢাকতে এটিকে পেশা হিসেবে বেছে নেন।
১৮ বছর সমকামিতা গোপন করে রেখেছিলেন বেনেভেনুতো। শেষমেশ নিজেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের পডকাস্টে এক আলোচনায় নিজেকে সমকামী হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেন বেনেভেনুতো। ফিফার তালিকাভুক্ত রেফারিদের মধ্যে সর্বপ্রথম নিজের সমকামী পরিচয় প্রকাশ করেছেন তিনি।
ফুটবলে নারী জাগরণ তৈরি হলেও এটিকে এখনো ‘পুরুষদের খেলা’ মনে করেন বেনেভেনুতো। বলেন, ‘আমি ফুটবলকে ঘৃণা করতে করতেই বড় হয়েছি। ফুটবলের উত্তেজনাপূর্ণ পরিবেশ আমি নিতে পারতাম না। যে শিশুদের সঙ্গে আমি খেলতাম, তাদের সামনে নিজের একটা মুখোশ তৈরি করে নিয়েছিলাম।’
তরুণ বয়স থেকে সমকামিতা গোপন করে আসা বেনেভেনুতো এখন আর কারো পরোয়া করেন না, ‘এখন আমার বয়স ৪১ বছর। আমি বাঁশি বাজিয়ে যাচ্ছি ২৩ বছর ধরে। আজকের (সম্প্রতি) আগে আমি কখনো কোথাও স্বরূপে হাজির হতে পারিনি। সমকামীরা তাদের পরিচয় লুকিয়ে রাখতে জানে। তবে ভবিষ্যতে আর মুখোশ পরা চরিত্রে হাজির হব না। আমি শুধুই ইগর, একজন সমকামী, একজন মানুষ এবং আমি অন্য মানুষের পছন্দকে শ্রদ্ধা করি। অবশেষে নিজের অস্তিত্বকে ফিরিয়ে আনতে পেরে ভালো লাগছে।’
বেনেভেনুতোকে ব্রাজিলের সেরা রেফারিদের একজন মনে করা হয়। গত বছর তিনি ফিফার তালিকাভুক্ত হন।
সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৪৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগেবিপিএল ছাড়াও দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ হয়েছে তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়ের। দুজনেই খেলেছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। আর ২০২৫ এলপিএল মাঠে গড়ানোর আগে বাংলাদেশি ক্রিকেটারদের স্মৃতি জড়ানো দলগুলোর সঙ্গে চুক্তি বাতিল করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে