
চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই তো এবার নেই নতুন সংস্করণের টুর্নামেন্টে। সংস্করণ বদলে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যখন গত রাতে শুরু হলো, স্বাভাবিকভাবেই সেদিকে পাখির চোখ ছিল অনেকের। এই সময়ে ভিন্ন এক টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়েছে বার্নসলিকে। ইউনাইটেডের গোলবন্যার রাতে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে প্রেস্টন-ফুলহাম ম্যাচে। প্রেস্টনের ঘরের মাঠ ডিপডেল স্টেডিয়ামে গত রাতে এই টুর্নামেন্টের ৩৪ শটের রেকর্ড পেনাল্টি শুটআউট হয়েছে। শেষ পর্যন্ত ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে প্রেস্টন। কারাবাও কাপ ইতিহাসে এই রেকর্ডটি আগে ছিল ৩২ শটের। ২০১৬ সালে ডার্বি-কার্লাইল ম্যাচে টাইব্রেকারে ডার্বি জিতেছিল ১৪-১৩ গোলে।
ডিপডেলে গত রাতে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন প্রেস্টন মিডফিল্ডার রায়ান লেডসন। প্রথমার্ধ ফুলহামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রেস্টন। ৬১ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান দলটির ফরোয়ার্ড রিস নেলসন। ৯০ মিনিটের ম্যাচ শেষে ১২০ মিনিটের খেলায়ও যখন ম্যাচ ১-১ গোলে শেষ, তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল প্রেস্টন-ফুলহাম ম্যাচ। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বারের ওপর দিয়ে মারেন। প্রেস্টনের লেডসন গোল করে দলকে জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম শেষ পর্যন্ত হার মানল দ্বিতীয় স্তরের প্রেস্টনের কাছে।
প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম যেখানে গত রাতে ব্যর্থ, অন্য মাঠে তৃতীয় স্তরের দল বার্নসলিকে রীতিমতো নাচিয়ে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের ৭ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। বাকি গোলটি অ্যান্টনি। ৩৫ মিনিটে তাঁর গোলটি এসেছে পেনাল্টি থেকে।

চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই তো এবার নেই নতুন সংস্করণের টুর্নামেন্টে। সংস্করণ বদলে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যখন গত রাতে শুরু হলো, স্বাভাবিকভাবেই সেদিকে পাখির চোখ ছিল অনেকের। এই সময়ে ভিন্ন এক টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়েছে বার্নসলিকে। ইউনাইটেডের গোলবন্যার রাতে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে প্রেস্টন-ফুলহাম ম্যাচে। প্রেস্টনের ঘরের মাঠ ডিপডেল স্টেডিয়ামে গত রাতে এই টুর্নামেন্টের ৩৪ শটের রেকর্ড পেনাল্টি শুটআউট হয়েছে। শেষ পর্যন্ত ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে প্রেস্টন। কারাবাও কাপ ইতিহাসে এই রেকর্ডটি আগে ছিল ৩২ শটের। ২০১৬ সালে ডার্বি-কার্লাইল ম্যাচে টাইব্রেকারে ডার্বি জিতেছিল ১৪-১৩ গোলে।
ডিপডেলে গত রাতে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন প্রেস্টন মিডফিল্ডার রায়ান লেডসন। প্রথমার্ধ ফুলহামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রেস্টন। ৬১ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান দলটির ফরোয়ার্ড রিস নেলসন। ৯০ মিনিটের ম্যাচ শেষে ১২০ মিনিটের খেলায়ও যখন ম্যাচ ১-১ গোলে শেষ, তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল প্রেস্টন-ফুলহাম ম্যাচ। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বারের ওপর দিয়ে মারেন। প্রেস্টনের লেডসন গোল করে দলকে জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম শেষ পর্যন্ত হার মানল দ্বিতীয় স্তরের প্রেস্টনের কাছে।
প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম যেখানে গত রাতে ব্যর্থ, অন্য মাঠে তৃতীয় স্তরের দল বার্নসলিকে রীতিমতো নাচিয়ে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের ৭ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। বাকি গোলটি অ্যান্টনি। ৩৫ মিনিটে তাঁর গোলটি এসেছে পেনাল্টি থেকে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে