চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই তো এবার নেই নতুন সংস্করণের টুর্নামেন্টে। সংস্করণ বদলে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যখন গত রাতে শুরু হলো, স্বাভাবিকভাবেই সেদিকে পাখির চোখ ছিল অনেকের। এই সময়ে ভিন্ন এক টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়েছে বার্নসলিকে। ইউনাইটেডের গোলবন্যার রাতে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে প্রেস্টন-ফুলহাম ম্যাচে। প্রেস্টনের ঘরের মাঠ ডিপডেল স্টেডিয়ামে গত রাতে এই টুর্নামেন্টের ৩৪ শটের রেকর্ড পেনাল্টি শুটআউট হয়েছে। শেষ পর্যন্ত ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে প্রেস্টন। কারাবাও কাপ ইতিহাসে এই রেকর্ডটি আগে ছিল ৩২ শটের। ২০১৬ সালে ডার্বি-কার্লাইল ম্যাচে টাইব্রেকারে ডার্বি জিতেছিল ১৪-১৩ গোলে।
ডিপডেলে গত রাতে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন প্রেস্টন মিডফিল্ডার রায়ান লেডসন। প্রথমার্ধ ফুলহামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রেস্টন। ৬১ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান দলটির ফরোয়ার্ড রিস নেলসন। ৯০ মিনিটের ম্যাচ শেষে ১২০ মিনিটের খেলায়ও যখন ম্যাচ ১-১ গোলে শেষ, তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল প্রেস্টন-ফুলহাম ম্যাচ। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বারের ওপর দিয়ে মারেন। প্রেস্টনের লেডসন গোল করে দলকে জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম শেষ পর্যন্ত হার মানল দ্বিতীয় স্তরের প্রেস্টনের কাছে।
প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম যেখানে গত রাতে ব্যর্থ, অন্য মাঠে তৃতীয় স্তরের দল বার্নসলিকে রীতিমতো নাচিয়ে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের ৭ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। বাকি গোলটি অ্যান্টনি। ৩৫ মিনিটে তাঁর গোলটি এসেছে পেনাল্টি থেকে।
চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই তো এবার নেই নতুন সংস্করণের টুর্নামেন্টে। সংস্করণ বদলে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যখন গত রাতে শুরু হলো, স্বাভাবিকভাবেই সেদিকে পাখির চোখ ছিল অনেকের। এই সময়ে ভিন্ন এক টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়েছে বার্নসলিকে। ইউনাইটেডের গোলবন্যার রাতে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে প্রেস্টন-ফুলহাম ম্যাচে। প্রেস্টনের ঘরের মাঠ ডিপডেল স্টেডিয়ামে গত রাতে এই টুর্নামেন্টের ৩৪ শটের রেকর্ড পেনাল্টি শুটআউট হয়েছে। শেষ পর্যন্ত ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে প্রেস্টন। কারাবাও কাপ ইতিহাসে এই রেকর্ডটি আগে ছিল ৩২ শটের। ২০১৬ সালে ডার্বি-কার্লাইল ম্যাচে টাইব্রেকারে ডার্বি জিতেছিল ১৪-১৩ গোলে।
ডিপডেলে গত রাতে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন প্রেস্টন মিডফিল্ডার রায়ান লেডসন। প্রথমার্ধ ফুলহামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রেস্টন। ৬১ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান দলটির ফরোয়ার্ড রিস নেলসন। ৯০ মিনিটের ম্যাচ শেষে ১২০ মিনিটের খেলায়ও যখন ম্যাচ ১-১ গোলে শেষ, তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল প্রেস্টন-ফুলহাম ম্যাচ। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বারের ওপর দিয়ে মারেন। প্রেস্টনের লেডসন গোল করে দলকে জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম শেষ পর্যন্ত হার মানল দ্বিতীয় স্তরের প্রেস্টনের কাছে।
প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম যেখানে গত রাতে ব্যর্থ, অন্য মাঠে তৃতীয় স্তরের দল বার্নসলিকে রীতিমতো নাচিয়ে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের ৭ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। বাকি গোলটি অ্যান্টনি। ৩৫ মিনিটে তাঁর গোলটি এসেছে পেনাল্টি থেকে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে