Ajker Patrika

বিচ্ছেদের পর পিকে শুনছেন শাকিরার গান

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৭: ৫৯
বিচ্ছেদের পর পিকে শুনছেন শাকিরার গান

ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতের সবচেয়ে রোমান্টিক ও শক্তশালী সম্পর্কগুলোর মধ্যে একটি ছিল জেরার্ড পিকে-শাকিরা জুটি। এ জুটির বিচ্ছেদের পরেও এখনো রেশ রয়ে গেছে। জেরার্ড পিকে প্রাক্তনকে ভুলতে পারছেন না কোনোভাবেই। সাক্ষাতে দেখা হওয়ার সুযোগ নেই বলে প্রাক্তনের গান শুনেছেন গাড়িতে বসে। তাঁর গান শোনার মুহূর্তটা ধারণ করে ভক্তরা ভিডিওটি ছেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এ বছরের ৪ জুন পিকে-শাকিরার জুটি ভেঙেছে। তাঁদের বিচ্ছেদের পরও বার্সেলোনা তারকা ভুলতে পারছেন না কলম্বিয়ান পপসম্রাজ্ঞীকে। স্পেন কিংবদন্তির সঙ্গে সেলফি তোলার জন্য ভক্তরা অপেক্ষা করছিলেন মাঠের বাইরে। বার্সা ডিফেন্ডার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ভক্তদের সামনে দিয়ে। তিনি এ সময় প্রাক্তনকে স্মরণ করেছেন গানে। তাঁর গাড়িতে বাজছিল শাকিরার গাওয়া ‘ইনেভিটেবল’ (অনিবার্য) গানটি।

ভক্তরা তখন পিকের সঙ্গে ছবি তুলতে না পেরে ভিডিও ধারণ করেছিলেন মুঠোফোনে। এক টিকটক ব্যবহারকারী তাঁর অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘কী দারুণ গান।’ তাঁর শেয়ার করা ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে ভিডিওটি ৪৫ লাখেরও বেশি মানুষ দেখেছে। 

ভিডিওটিতে দেখা যায় পিকের চেহারায় ছিল গম্ভীর ও চিন্তিত ভাব। তবে ভক্তরা অবাক হয়েছেন তাঁকে শাকিরার গাওয়া গান শুনতে দেখে। দীর্ঘ ১২ বছর একসঙ্গে ছিলেন পিকে-শাকিরা জুটি। তাঁদের জুটি ভেঙে যাওয়ার পেছনে দায়টা অবশ্য বার্সা তারকারই ছিল। অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ায় তিনি শাকিরার কাছে হাতেনাতে ধরা পড়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত