Ajker Patrika

লেভারকুজেনকে প্রথম লিগ জিতিয়ে কী সুখবর পেলেন আলোনসো

লেভারকুজেনকে প্রথম লিগ জিতিয়ে কী সুখবর পেলেন আলোনসো

নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুজেন। এখন যে আনন্দের সময় জার্মানির রাইন নদীর পূর্বের শহর লেভারকুজেনজুড়ে। ক্লাবটির সমর্থকেরা তো তাদের শিরোপা জেতানোর নায়ক জাবি আলোনসোর নামে রাস্তার চিহ্নও পাল্টে ফেলেছে!

বেঅ্যারেনার বাইরে লেভারকুজেন সমর্থকেরা রাস্তার নাম রাখছে জাবি-আলোনসো-অ্যালি (হাঁটার রাস্তা)। এমনকি স্প্যানিশ কোচ আলোনসোকে সম্মানসূচক নাগরিকত্বও দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। জার্মান ক্রীড়া ম্যাগাজিন কিকারের বরাতে এমনটাই জানিয়েছে ওয়ান ফুটবল। 

লেভারকুজেনের মেয়র উয়ি রিচার্থ (এসপিডি) এ নিয়ে বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের জন্য যাবতীয় প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু কোচ আলোনসোকে নয়, বেয়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো, স্পোর্টিং ডিরেক্টর সাইমন রোল্ফস ও বেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী ভের্নার ভেনিংকেও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হবে। 

নাগরিকত্ব প্রদানের পাশাপাশি আলোনসোর নামে বেঅ্যারেনার বাইরে রাস্তা, স্কয়ার বা পথের নাম পরিবর্তন করতে লেভারকুজেন শহরের প্রশাসন বর্তমানে ‘একটি আনুষ্ঠানিক পদের প্রয়োজনীয়তা’ পরীক্ষা করছে। তবে কাজটি এত সহজও নয়। কারণ, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার নাম কোনো ব্যক্তির নামে রাখার বিধান নেই। 

গত পরশু রাতে নিজেদের মাঠ বেঅ্যারেনায় ইতিহাস রচিত হয় লেভারকুজেনের। ভেরডের ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার জার্মান ফুটবল সর্বোচ্চ শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। এ নিয়ে লেভারকুজেনের শোকেসে শিরোপা সংখ্যা দাঁড়াল ৪টি। ৩১ বছর পর আলোনসোর অধীনে প্রথম কোনো শিরোপা জিতল ক্লাবটি। আর সেটি নিজেদের প্রথম বুন্দেসলিগাও। টানা ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বাইরে লিগ শিরোপা গেল লেভারকুজেনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত