নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুজেন। এখন যে আনন্দের সময় জার্মানির রাইন নদীর পূর্বের শহর লেভারকুজেনজুড়ে। ক্লাবটির সমর্থকেরা তো তাদের শিরোপা জেতানোর নায়ক জাবি আলোনসোর নামে রাস্তার চিহ্নও পাল্টে ফেলেছে!
বেঅ্যারেনার বাইরে লেভারকুজেন সমর্থকেরা রাস্তার নাম রাখছে জাবি-আলোনসো-অ্যালি (হাঁটার রাস্তা)। এমনকি স্প্যানিশ কোচ আলোনসোকে সম্মানসূচক নাগরিকত্বও দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। জার্মান ক্রীড়া ম্যাগাজিন কিকারের বরাতে এমনটাই জানিয়েছে ওয়ান ফুটবল।
লেভারকুজেনের মেয়র উয়ি রিচার্থ (এসপিডি) এ নিয়ে বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের জন্য যাবতীয় প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু কোচ আলোনসোকে নয়, বেয়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো, স্পোর্টিং ডিরেক্টর সাইমন রোল্ফস ও বেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী ভের্নার ভেনিংকেও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হবে।
নাগরিকত্ব প্রদানের পাশাপাশি আলোনসোর নামে বেঅ্যারেনার বাইরে রাস্তা, স্কয়ার বা পথের নাম পরিবর্তন করতে লেভারকুজেন শহরের প্রশাসন বর্তমানে ‘একটি আনুষ্ঠানিক পদের প্রয়োজনীয়তা’ পরীক্ষা করছে। তবে কাজটি এত সহজও নয়। কারণ, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার নাম কোনো ব্যক্তির নামে রাখার বিধান নেই।
গত পরশু রাতে নিজেদের মাঠ বেঅ্যারেনায় ইতিহাস রচিত হয় লেভারকুজেনের। ভেরডের ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার জার্মান ফুটবল সর্বোচ্চ শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। এ নিয়ে লেভারকুজেনের শোকেসে শিরোপা সংখ্যা দাঁড়াল ৪টি। ৩১ বছর পর আলোনসোর অধীনে প্রথম কোনো শিরোপা জিতল ক্লাবটি। আর সেটি নিজেদের প্রথম বুন্দেসলিগাও। টানা ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বাইরে লিগ শিরোপা গেল লেভারকুজেনে।
নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুজেন। এখন যে আনন্দের সময় জার্মানির রাইন নদীর পূর্বের শহর লেভারকুজেনজুড়ে। ক্লাবটির সমর্থকেরা তো তাদের শিরোপা জেতানোর নায়ক জাবি আলোনসোর নামে রাস্তার চিহ্নও পাল্টে ফেলেছে!
বেঅ্যারেনার বাইরে লেভারকুজেন সমর্থকেরা রাস্তার নাম রাখছে জাবি-আলোনসো-অ্যালি (হাঁটার রাস্তা)। এমনকি স্প্যানিশ কোচ আলোনসোকে সম্মানসূচক নাগরিকত্বও দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। জার্মান ক্রীড়া ম্যাগাজিন কিকারের বরাতে এমনটাই জানিয়েছে ওয়ান ফুটবল।
লেভারকুজেনের মেয়র উয়ি রিচার্থ (এসপিডি) এ নিয়ে বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের জন্য যাবতীয় প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু কোচ আলোনসোকে নয়, বেয়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো, স্পোর্টিং ডিরেক্টর সাইমন রোল্ফস ও বেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী ভের্নার ভেনিংকেও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হবে।
নাগরিকত্ব প্রদানের পাশাপাশি আলোনসোর নামে বেঅ্যারেনার বাইরে রাস্তা, স্কয়ার বা পথের নাম পরিবর্তন করতে লেভারকুজেন শহরের প্রশাসন বর্তমানে ‘একটি আনুষ্ঠানিক পদের প্রয়োজনীয়তা’ পরীক্ষা করছে। তবে কাজটি এত সহজও নয়। কারণ, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার নাম কোনো ব্যক্তির নামে রাখার বিধান নেই।
গত পরশু রাতে নিজেদের মাঠ বেঅ্যারেনায় ইতিহাস রচিত হয় লেভারকুজেনের। ভেরডের ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার জার্মান ফুটবল সর্বোচ্চ শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। এ নিয়ে লেভারকুজেনের শোকেসে শিরোপা সংখ্যা দাঁড়াল ৪টি। ৩১ বছর পর আলোনসোর অধীনে প্রথম কোনো শিরোপা জিতল ক্লাবটি। আর সেটি নিজেদের প্রথম বুন্দেসলিগাও। টানা ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বাইরে লিগ শিরোপা গেল লেভারকুজেনে।
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৯ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৯ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১১ ঘণ্টা আগে