Ajker Patrika

‘বিদেশি কোচ আনলেই তো ব্রাজিল চ্যাম্পিয়ন হবে না’

‘বিদেশি কোচ আনলেই তো ব্রাজিল চ্যাম্পিয়ন হবে না’

কাতার বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতায় তিতে সরে দাড়ানোর পর ফাঁকা হয়েছে হেডকোচের পদ। শূন্যস্থান পূরণের জন্য বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যাচ্ছে। তবে এটার বিরোধিতা করছেন রিভালদো। এই তারকা ফুটবলারের মতে, বিদেশি কোচ আনলেই ব্রাজিলের শিরোপা জয় নিশ্চিত না।

গত শুক্রবার এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। টাইব্রেকারে হেরে শেষ আটেই সেলেসাওদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়। ব্যর্থতার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন তিতে। এরপর থেকেই ব্রাজিল ফুটবল দল বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে ভাবনা-চিন্তা করে। পেপ গার্ডিওলা, কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগের কথা শোনা যাচ্ছে। 

বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে একমত নন রিভালদো। ব্রাজিলের এই তারকা ফুটবলার বলেন, ‘আমি এই জিনিসটার সঙ্গে একমত না। বিদেশি কোচ নিয়ে আনলেই তো আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব না। বিদেশি কোচ নিয়োগ দেওয়া ব্রাজিলিয়ান কোচদের প্রতি অসম্মানজনক।

আমরাই তো স্বদেশি কোচ নিয়োগ দিতে পারি। রোজারিও সেনি, ফার্নান্দো দিনিজ, কুকা, রেনাতো গাওচাও, ডরিভাল জুনিয়র-তারা তো আছেনই।’ 

রিভালদো আরও বলেন, ‘আমার মতে, বিদেশি কোচ তাঁর দেশকে চ্যাম্পিয়ন করতে পারে। ব্রাজিলের চেয়ে তাঁর দলের তাঁকে বেশি দরকার। কারণ আমরা তো পাঁচবারের চ্যাম্পিয়ন।’ 

১৬ জুন, ২০১৬ ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিতে। তিতের অধীনে ৬ বছরে ৮১ ম্যাচ খেলেছে ব্রাজিল। জিতেছে ৬১ ম্যাচ, ড্র করেছে ১৩ ম্যাচ এবং হেরেছে ৭ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত