Ajker Patrika

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বজয়ী অধিনায়ক 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১: ৫৮
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ফ্রান্সের বিশ্বজয়ী অধিনায়ক 

২০১৮ বিশ্বকাপে হুগো লরিসের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। চ্যাম্পিয়ন লরিস এবার আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিলেন। 

ফরাসি ক্রীড়া গণমাধ্যম এল-ইকুইপকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবসরের কথা জানিয়েছেন লরিস। গত মাসে কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন তিনি। ফরাসি এই গোলরক্ষক বলেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার মনে হয় আমি সবকিছু দিয়েছি। ইউরো কোয়ালিফাইয়িংয়ের আড়াই মাস আগেই এমন ঘোষণা দেওয়া গুরুত্বপূর্ণ মনে করছি। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই আমি এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলাম।’ 

ফ্রান্সের জার্সিতে ১৪৫ ম্যাচ খেলেছেন লরিস, যা ফরাসিদের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে ১২০ গোল হজম করেছেন। ৬৩ ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছিলেন তিনি। ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত ১৪ বছর ১২১ ম্যাচে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন। ফ্রান্সের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে। টাইব্রেকারে হেরে অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ হয় লরিসের। 

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন লরিস। এখন পর্যন্ত ৭২০ ম্যাচ খেলে ৭৭৯ গোল হজম করেছেন। ক্লিনশিট রেখেছেন ২৪৬ ম্যাচে। বর্তমানে খেলছেন টটেনহাম স্পার্সের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সর্বোচ্চ ৪৩৯ ম্যাচ খেলেছেন স্পার্সের হয়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত