টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হাতছাড়া হওয়ার পথে বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানদের সাম্রাজ্যে হানা দিয়েছে মূলত বেয়ার লেভারকুসেন। চলতি মৌসুমের লিগে এখনো অপরাজিত জাভি আলোনসোর দল ২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। প্রথমবার বুন্দেসলিগা জয়ের স্বপ্ন দেখা দলটি এগিয়ে আছে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে ১০ পয়েন্ট।
লিগে এখনো ১০ রাউন্ড বাকি। শেষ দিকে এসে কোনো দুর্ঘটনা না ঘটলে আলোনসোর হাত ধরে ‘নেভারকুসেন’ অপবাদ ঘুচাতে পারবে লেভারকুসেন। সেটি কি সম্ভব হবে? কারণ, আশা যে এখনো ছাড়ছেন না টমাস টুখেল। বায়ার্ন কোচ জানিয়েছেন, বুন্দেসলিগা শিরোপা এখনই ছাড়ছেন না।
আগামীকাল রাতে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় লিগে মেইঞ্জকে আতিথেয়তা দেবে জার্মান চ্যাম্পিয়নরা। তার আগে আজ সাংবাদিকদের টুখেল বলেন, ‘যুদ্ধ ঘোষণা (লেভারকুসেনের বিরুদ্ধে) ও হাল ছেড়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ব্যবধানটা অনেক বড়, এটাই বাস্তব। আমাদের জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এটা আর আমাদের হাতে নেই।’
বায়ার্নকে আবারও আশাবাদী করে তুলেছে মূলত চ্যাম্পিয়নস লিগের জয়টি। গত মঙ্গলবার লাৎসিওর বিপক্ষে ফিরতি লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে) জয়ে টুর্নামেন্টের শেষ আটও নিশ্চিত করেছে টুখেলের দল। আর লেভারকুসেন গত রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজারবাইজান সফরে গিয়ে কারাবাগের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে। আলোনসোর দল এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। আগামী রোববার রাতে লেভারকুসেন লিগে আতিথেয়তা দেবে ভলসবুর্গকে।
তার আগে বায়ার্নকে লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে জিততে হবে মেইঞ্জের বিপক্ষে। এ মৌসুমে নিজেদের দোষে দলের এমন অবস্থা মনে করেন টুখেল। জার্মান কোচ বলেছেন, ‘লেভারকুসেন কখনো আমাদের নিশ্বাস অনুভব করতে পারবে না, যেটা আমাদেরই দোষ। তবে সেটা আমাদের আগামীকাল সবকিছু দেওয়ার বাধ্যবাধকতা থেকে বাদ দেয় না।’
টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হাতছাড়া হওয়ার পথে বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানদের সাম্রাজ্যে হানা দিয়েছে মূলত বেয়ার লেভারকুসেন। চলতি মৌসুমের লিগে এখনো অপরাজিত জাভি আলোনসোর দল ২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। প্রথমবার বুন্দেসলিগা জয়ের স্বপ্ন দেখা দলটি এগিয়ে আছে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে ১০ পয়েন্ট।
লিগে এখনো ১০ রাউন্ড বাকি। শেষ দিকে এসে কোনো দুর্ঘটনা না ঘটলে আলোনসোর হাত ধরে ‘নেভারকুসেন’ অপবাদ ঘুচাতে পারবে লেভারকুসেন। সেটি কি সম্ভব হবে? কারণ, আশা যে এখনো ছাড়ছেন না টমাস টুখেল। বায়ার্ন কোচ জানিয়েছেন, বুন্দেসলিগা শিরোপা এখনই ছাড়ছেন না।
আগামীকাল রাতে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় লিগে মেইঞ্জকে আতিথেয়তা দেবে জার্মান চ্যাম্পিয়নরা। তার আগে আজ সাংবাদিকদের টুখেল বলেন, ‘যুদ্ধ ঘোষণা (লেভারকুসেনের বিরুদ্ধে) ও হাল ছেড়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ব্যবধানটা অনেক বড়, এটাই বাস্তব। আমাদের জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এটা আর আমাদের হাতে নেই।’
বায়ার্নকে আবারও আশাবাদী করে তুলেছে মূলত চ্যাম্পিয়নস লিগের জয়টি। গত মঙ্গলবার লাৎসিওর বিপক্ষে ফিরতি লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে) জয়ে টুর্নামেন্টের শেষ আটও নিশ্চিত করেছে টুখেলের দল। আর লেভারকুসেন গত রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজারবাইজান সফরে গিয়ে কারাবাগের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে। আলোনসোর দল এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। আগামী রোববার রাতে লেভারকুসেন লিগে আতিথেয়তা দেবে ভলসবুর্গকে।
তার আগে বায়ার্নকে লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে জিততে হবে মেইঞ্জের বিপক্ষে। এ মৌসুমে নিজেদের দোষে দলের এমন অবস্থা মনে করেন টুখেল। জার্মান কোচ বলেছেন, ‘লেভারকুসেন কখনো আমাদের নিশ্বাস অনুভব করতে পারবে না, যেটা আমাদেরই দোষ। তবে সেটা আমাদের আগামীকাল সবকিছু দেওয়ার বাধ্যবাধকতা থেকে বাদ দেয় না।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে