Ajker Patrika

রোনালদোকে দলের সমস্যা মনে করেন না পগবা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৫: ৫৯
রোনালদোকে দলের সমস্যা মনে করেন না পগবা

তাঁকে ঘিরে সমালোচনা আকাশ ছুঁইছিল। দলের বোঝা হয়ে গেছেন এমন কথাও বাতাসে উড়ছিল। সমালোচনার জবাব দেওয়ার জন্য ক্রিস্টিয়ানো রোনালদো বেছে নিলেন প্রিয় ওল্ড ট্রাফোর্ডকে। তিন ম্যাচ পর মাঠে নেমেই স্বভাবসুলভ ভঙ্গিতে দারুণ এক হ্যাটট্রিকে দলকে জিতিয়েছেন পর্তুগিজ যুবরাজ। 

এই ম্যাচে ক্লাব ও জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ম্যাচ শেষে সতীর্থের প্রশংসায় ভেসেছেন। ম্যানইউতে রোনালদোকে নিয়ে যে কানাঘুষা চলছিল, সেটার জবাব দিয়েছেন পল পগবা। 

রোনালদো তাঁর সেরাটা খেলেছেন জানিয়ে পগবা বলছেন, ‘আমরা দুর্দান্ত খেলেছি, চমৎকার একটি ম্যাচ ছিল আমাদের জন্য। আমরা সঠিক সময়ে ওদের চেপে ধরেছিলাম এবং রোনালদো তার সেরাটা খেলল।’ 

রোনালদো ম্যানইউর জন্য সমস্যা নয় জানিয়ে আরও বলেছেন, ‘সে (রোনালদো) কখনো দলের জন্য সমস্যা নয়। দলে ইতিহাসের সেরা স্ট্রাইকার রয়েছে, সে কখনো দলের জন্য সমস্যা হতে পারে না। আজ তার ও দলের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত