টুর্নামেন্ট বদলে গেলেও লিওনেল মেসির রূপ বদলায়নি। লিগ কাপে গোল দিয়ে শুরু করা আর্জেন্টাইন প্লেমেকার মেজর লিগ সকারের অভিষেকেও তাই করলেন। তাঁর ও ডিয়াগো গোমেজের গোলে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২–০ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
শুরুর একাদশে অবশ্য ছিলেন না মেসি। টানা আট ম্যাচের ধকল কাটাতে তাঁকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। শুরুতে তাঁকে না নামিয়ে সেই গুঞ্জন সত্য প্রমাণিত করতে চেয়েছিলেন হয়তো মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। তবে ম্যাচের পারফরম্যান্স সুবিধাজনক না হওয়ায় ৬০ মিনিটে সাতবারের ব্যালন ডি অর জয়ীকে লিওনার্দো কাম্পানার বদলি নামান।
এরপর ম্যাচের চিত্রও বদলে যায়। শুরুতে বল পজিশন ধরে রাখলেও গোলমুখে তেমন আক্রমণে করতে পারেনি মায়ামি। তাদের চেয়ে রেড বুলসেই গোলের ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। প্রতিপক্ষ না পেলেও ৩০ মিনিটে এক সুযোগ পেয়ে কাজে লাগান মিডফিল্ডার গোমেজ। ডি বক্সের মধ্যে নোয়াহ এলিয়েনের পাস ধরে দলকে এগিয়ে দেন তিনি।
পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ পেয়েছিল রেড বুলস। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামির ডেভিড রুইজের হাতে বল লাগার ফলে রেফারির দেওয়া সিদ্ধান্ত পরে ভিএআরে বাতিল হয়। পরে তারাও আর গোল শোধ দিতে পারেনি। উল্টো মেসি বদলি নামার পর আরেকটি গোল হজম করে। ম্যাচের শেষ সময়ে দুর্দান্ত গোলটি করেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতরে রেড বুলসের এক ডিফেন্ডারকে ভেলকি দেখিয়ে বেঞ্জামিন ক্রিমাশ্চিকে বল বাড়ান তিনি। পরে ফিরতি বল যখন ক্রিমাশ্চি পাঠালেন, তখন ফাঁকা গোলবার পেলেন মেসি। আলতো টোকায় বল জালে জড়ালেন তিনি। মেসির সঙ্গে এদিন বদলি নামেন সার্জিও বুসকেতসও।
এতে করে মেসিকে আটকানোর যে হুমকি দিয়েছিলেন রেড বুলসের কোচ ট্রয় লেসেনে এবং মিডফিল্ডার ড্যানিয়েল এডেলম্যান, তা আর সফল হলো না। অন্যদের মতোই তাঁদেরও মেসির কাছে পরাজিত হতে হলো। সব মিলিয়ে মায়ামির হয়ে ৯ ম্যাচে ১১ গোল করলেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৩টি।
টুর্নামেন্ট বদলে গেলেও লিওনেল মেসির রূপ বদলায়নি। লিগ কাপে গোল দিয়ে শুরু করা আর্জেন্টাইন প্লেমেকার মেজর লিগ সকারের অভিষেকেও তাই করলেন। তাঁর ও ডিয়াগো গোমেজের গোলে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২–০ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
শুরুর একাদশে অবশ্য ছিলেন না মেসি। টানা আট ম্যাচের ধকল কাটাতে তাঁকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। শুরুতে তাঁকে না নামিয়ে সেই গুঞ্জন সত্য প্রমাণিত করতে চেয়েছিলেন হয়তো মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। তবে ম্যাচের পারফরম্যান্স সুবিধাজনক না হওয়ায় ৬০ মিনিটে সাতবারের ব্যালন ডি অর জয়ীকে লিওনার্দো কাম্পানার বদলি নামান।
এরপর ম্যাচের চিত্রও বদলে যায়। শুরুতে বল পজিশন ধরে রাখলেও গোলমুখে তেমন আক্রমণে করতে পারেনি মায়ামি। তাদের চেয়ে রেড বুলসেই গোলের ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। প্রতিপক্ষ না পেলেও ৩০ মিনিটে এক সুযোগ পেয়ে কাজে লাগান মিডফিল্ডার গোমেজ। ডি বক্সের মধ্যে নোয়াহ এলিয়েনের পাস ধরে দলকে এগিয়ে দেন তিনি।
পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ পেয়েছিল রেড বুলস। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামির ডেভিড রুইজের হাতে বল লাগার ফলে রেফারির দেওয়া সিদ্ধান্ত পরে ভিএআরে বাতিল হয়। পরে তারাও আর গোল শোধ দিতে পারেনি। উল্টো মেসি বদলি নামার পর আরেকটি গোল হজম করে। ম্যাচের শেষ সময়ে দুর্দান্ত গোলটি করেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতরে রেড বুলসের এক ডিফেন্ডারকে ভেলকি দেখিয়ে বেঞ্জামিন ক্রিমাশ্চিকে বল বাড়ান তিনি। পরে ফিরতি বল যখন ক্রিমাশ্চি পাঠালেন, তখন ফাঁকা গোলবার পেলেন মেসি। আলতো টোকায় বল জালে জড়ালেন তিনি। মেসির সঙ্গে এদিন বদলি নামেন সার্জিও বুসকেতসও।
এতে করে মেসিকে আটকানোর যে হুমকি দিয়েছিলেন রেড বুলসের কোচ ট্রয় লেসেনে এবং মিডফিল্ডার ড্যানিয়েল এডেলম্যান, তা আর সফল হলো না। অন্যদের মতোই তাঁদেরও মেসির কাছে পরাজিত হতে হলো। সব মিলিয়ে মায়ামির হয়ে ৯ ম্যাচে ১১ গোল করলেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৩টি।
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৬ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে