Ajker Patrika

কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গারের ক্লাসে জামাল-ছেত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গারের ক্লাসে জামাল-ছেত্রীরা

একজন খেলোয়াড় কম নিয়েও সাফে ভারতকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিবেশী দেশটির বিপক্ষে স্বস্তির এক পয়েন্ট পাওয়ার পর লাল-সবুজদের সামনে আগামীকাল মালদ্বীপ পরীক্ষা। সেই পরীক্ষার আগে মালদ্বীপে বসে অনলাইনে ক্লাসও করেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া!

অনলাইন ক্লাস শোনে চমকে ওঠার কিছু নেই। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর আমন্ত্রণে জুমে অনলাইন মিটিংয়ে যোগ দিয়েছিলেন ফুটবলে আন্তর্জাতিক দেশগুলোর অধিনায়কেরা। যিনি ক্লাস নিয়েছেন তিনি সর্বকালের অন্যতম সেরা কোচদের একজন আর্সেনাল কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার। 

২০১৮ সালে আর্সেনালের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর এখন নিজেকে ফিফার বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িয়ে রেখেছেন ওয়েঙ্গার। ইনফান্তিনোর সভাপতিত্বে জামালসহ আন্তর্জাতিক দলগুলোর অধিনায়কদের ফুটবলের ভবিষ্যৎ ও খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে প্রতিযোগিতার ধরনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাবেক এই ফরাসি কোচ। 

জুম মিটিংয়ে মালদ্বীপ থেকে জামাল ও ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী ছাড়াও অংশ নিয়েছেন ফুটবলের অনেক মহারথীরা। ছিলেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা, মার্কিন জাতীয় দলের অধিনায়ক ক্রিস্টিয়ান পুলিসিচ, অস্ট্রেলিয়ার টিম কাহিলরা। সাবেকদের মধ্যে ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত