ক্রীড়া ডেস্ক
ডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
হিলসবোরো স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলের জয় পায় হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের পুরো ৯০ মিনিটই হামজাকে খেলিয়েছেন ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
প্রথমার্ধে দুটি ফ্রি কিক আদায় করেন হামজা। আজ অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এর আগের ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক হিসেবে। তবে গতকাল ম্যাচের শেষ দিকে রক্ষণেও সরব থাকেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে দুটি শট ব্লক করেন কর্নারের বিনিময়ে। এ ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। কারণ বিপদ তো বলে কয়ে আসে না। হামজা দুয়েকবার ফাউলের শিকার হয়েছেন বটে। তেমন বড় ধরনের কোনো চোটে না পড়ে ম্যাচটি দারুণভাবে শেষ করেন হামজা।
ম্যাচ শেষ করে সিলেটের বিমান ধরতে হবে হামজাকে। কাল সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। পরে নিজগ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। পুরো দিনটি সেখানেই কাটাবেন তিনি। পরশু হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।
ডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
হিলসবোরো স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলের জয় পায় হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের পুরো ৯০ মিনিটই হামজাকে খেলিয়েছেন ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।
প্রথমার্ধে দুটি ফ্রি কিক আদায় করেন হামজা। আজ অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এর আগের ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক হিসেবে। তবে গতকাল ম্যাচের শেষ দিকে রক্ষণেও সরব থাকেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে দুটি শট ব্লক করেন কর্নারের বিনিময়ে। এ ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। কারণ বিপদ তো বলে কয়ে আসে না। হামজা দুয়েকবার ফাউলের শিকার হয়েছেন বটে। তেমন বড় ধরনের কোনো চোটে না পড়ে ম্যাচটি দারুণভাবে শেষ করেন হামজা।
ম্যাচ শেষ করে সিলেটের বিমান ধরতে হবে হামজাকে। কাল সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। পরে নিজগ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। পুরো দিনটি সেখানেই কাটাবেন তিনি। পরশু হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।
সাকিব আল হাসান আপাতত দেশ থেকে দূরে, গত ১ বছর বিদেশেই খেলে বেড়াচ্ছেন। এখন যেমন খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। বাংলাদেশ সময় ভোর কিংবা গভীর রাতে মাঠে নামছেন তিনি, তবু সাকিবের খেলা দেখতে ঘড়ির কাঁটার দিকে তাকাতে হয় না! সাকিব মানেই নতুন মাইলফলক, নতুন অর্জন।
৮ ঘণ্টা আগেবিসিবির বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। এর মধ্যেই নয় মাসে দুবার সভাপতি পরিবর্তন হয়েছে। এখন দায়িত্বে আছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও ঘোষণা দিয়েছেন, মেয়াদ শেষে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন।
১২ ঘণ্টা আগেভারতের বিহারে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে ছেলেদের হকি এশিয়া কাপ ২০২৫। এ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ হকি দল। এই উপলক্ষে আজ রোববার (২৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে জাতীয় দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান
১৩ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-০ গোলে। বাংলাদেশের হয়ে গোল তিনটি করেন থুইনুই মারমা, সুরভী আকন্দ প্রীতি ও রেয়া।
১৩ ঘণ্টা আগে